Home খেলাধুলো মঙ্গলবার থেকে কলকাতার স্যাটারডে ক্লাবে শুরু হচ্ছে জাতীয় স্তরের খেলোয়াড়দের নিয়ে স্নুকার...

মঙ্গলবার থেকে কলকাতার স্যাটারডে ক্লাবে শুরু হচ্ছে জাতীয় স্তরের খেলোয়াড়দের নিয়ে স্নুকার লিগ

0

কলকাতা: আগামী মঙ্গলবার থেকে কলকাতায় শুরু হতে চলেছে প্রো এম (Pro Am) এবং বেঙ্গল স্নুকার লিগ (বিএসএল, BSL) ২০২৪। ওয়েস্ট বেঙ্গল স্নুকার অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষকতায় এই লিগ চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। কলকাতার স্যাটারডে ক্লাবে (Saturday Club) এই ইভেন্টের আয়োজন করা হয়েছে। রবিবার এক সাংবাদিক সম্মেলনে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এ কথা জানান।

ছ’দিনের এই প্রতিযোগিতায় দেশের ৪৮ জন শীর্ষ স্তরের খেলোয়াড় যোগ দেবেন। এ ছাড়াও বিশ্বের দুই শীর্ষস্থানীয় পেশাদার খেলোয়াড় যোগ দিচ্ছেন। এঁরা হলেন ব্রিটিশ যুক্তরাজ্যের স্টিফেন লি এবং তাইল্যান্ডের দেচাওয়াত পুমজান। এই দুই শীর্ষ স্তরের আন্তর্জাতিক পেশাদার স্নুকার খেলোয়াড় কাঁধে কাঁধ লাগিয়ে খেলবেন বাংলা তথা ভারতের জাতীয় স্তরের প্রথম সারির তরুণ খেলোয়াড়রা। এই প্রতিযোগিতায় দেশের পেশাদার ও অপেশাদার, দু’ ধরনের খেলোয়াড়ই তাঁদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন।    

bengal snooker 2 09.09

এই টুর্নামেন্টটি প্রো এম (PRO AM) ফরম্যাটে শুরু হবে। এই ফরম্যাট অনুসারে দুই পেশাদার-সহ জাতীয় স্তরের ১৬ জন খেলোয়াড় একটি টিমে রাজ্য খেলোয়াড়দের পার্টনার হবে। এরপর ৮টি দলের মধ্যে লিগের ভিত্তিতে খেলা হবে। এবং দল গড়া হবে দু’জন শীর্ষস্থানীয় খেলোয়াড়ের সঙ্গে ৪ জন রাজ্য স্তরের খেলোয়াড় মিশিয়ে।

প্রো এম এবং বিএসএল, উভয় ইভেন্টের জন্য রয়েছে ১০ লক্ষ টাকারও বেশি পুরস্কার-অর্থ এবং সেই টাকা ভাগ করে দেওয়া হবে দুটি ইভেন্টের বিজয়ী এবং রানার্স আপদের মধ্যে।

এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল স্নুকার অ্যাসোসিয়েশনের সভাপতি অনিল পোদ্দার, সাধারণ সম্পাদক ধ্রুব আগরওয়াল, কর্মসমিতির সদস্য কিংশুক সাহা, সৌরভ সুরানা-সহ আমাদের রাজ্যের কিউ স্পোর্টসের প্রথম স্থানাধিকারী খেলোয়াড় মুদিত পোদ্দার। স্নুকার খেলাকে আরও জনপ্রিয় করতে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার সহযোগিতার প্রয়োজন বলে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানান।

ছবি: সঞ্জয় হাজরা

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version