Homeখেলাধুলোইউএস ওপেনে বড়ো অঘটন, অবাছাই ডাচের কাছে হেরে এবছর দুটি গ্র্যান্ড স্লাম...

ইউএস ওপেনে বড়ো অঘটন, অবাছাই ডাচের কাছে হেরে এবছর দুটি গ্র্যান্ড স্লাম জয়ী আলকারাজের বিদায়  

প্রকাশিত

নিউ ইয়র্ক: বিশাল অঘটন ঘটে গেল ইউএস ওপেনে। এবছর ফরাসি ওপেন এবং উইম্বলডন জিতে ইউএস ওপেনে খেলতে নেমেছিলেন কার্লোস আলকারাজ। কিন্তু একই বছরে তৃতীয় গ্র্যান্ড স্লাম জয় অধরাই থেকে গেল। দ্বিতীয় রাউন্ডেই নেদারল্যান্ডসের বোটিক ভান ডে জান্ডস্কুল্পের কাছে স্ট্রেট সেটে হেরে বিদায় নিলেন স্প্যানিশ টেনিস তারকা। ভারতীয় সময় শুক্রবার সকাল অনুষ্ঠিত ম্যাচের ফল জান্ডস্কুল্পের পক্ষে ৬-১, ৭-৫, ৬-৪।

সম্প্রতি শেষ হওয়া প্যারিস অলিম্পিক্স থেকেই সময় ভালো যাচ্ছে না আলকারাজের। যে নোভাক জোকোভিচকে হারিয়ে এবছর উইম্বলডন খেতাব জিতলেন আলকারাজ, সেই জোকোভিচের কাছে স্ট্রেট সেটে হেরেই অলিম্পিক্সে রৌপ্যপদক নিয়ে সন্তুষ্ট থাকতে হল তাঁকে। আর এর পর এই ইউএস ওপেনে দ্বিতীয় রাউন্ডেই বিদায়। তাও কার কাছে? বিশ্ব র‍্যাঙ্কিং-এ যিনি ৭৩ নম্বরে রয়েছেন, ইউএস ওপেনে যিনি অবাছাই, সেই জান্ডস্কুল্পের কাছে।

এই নিয়ে চারবার ইউএস ওপেনে খেললেন আলকারাজ। কখনও কোয়ার্টার ফাইনালের আগে হারেননি। আর ২০২১ সালের উইম্বলডনে দ্বিতীয় রাউন্ডে হেরে যান আলকারাজ়। তার পর থেকে এই প্রথম কোনো গ্র্যান্ড স্লামের দ্বিতীয় রাউন্ডে হারলেন তিনি।  

আলকারাজ গোটা ম্যাচে কার্যত নাস্তানাবুদ হলেন জান্ডস্কুল্পের কাছে। প্রথম সেটে তো দাঁড়াতেই পারলেন না আলকারাজ। উড়ে গেলেন ১-৬ ফলে। দ্বিতীয় সেটে কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করলেন। তাও হেরে গেলেন ৫-৭ পয়েন্টে। তৃতীয় সেটে হেরে গেলেন ৪-৬ পয়েন্টে। ম্যাচ নিয়ে নিলেন ডাচ খেলোয়াড়।    

গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে টানা ১৫টা ম্যাচ জিতে এসে ষোড়শ ম্যাচে ধাক্কা খেলেন বিশ্ব র‍্যাঙ্কিং-এ তৃতীয় স্থানে থাকা এবং এবারের ইউএস ওপেনে তৃতীয় বাছাই আলকারাজ। নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে আয়োজিত পুরুষদের সিঙ্গলসে আলকারাজ়কে হারিয়ে জান্ডস্কুল্প বলেন “আমি শব্দ হারিয়ে ফেলেছি। অসাধারণ একটা রাত। এই স্টেডিয়ামে প্রথমবার রাতে খেলতে নেমেছিলাম। আগের ম্যাচের জয় আমাকে প্রচুর আত্মবিশ্বাস দিয়েছিল। প্রথম পয়েন্ট থেকেই লড়ছিলাম। মনে হচ্ছিল, এই ম্যাচ আমি জিততে পারি।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

আরও পড়ুন

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

এশিয়া কাপ হকি: কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত, খুলে গেল বিশ্বকাপের দরজা

ভারত: ৪ (সুখজিৎ সিংহ, দিলপ্রীত সিংহ ২, অমিত রোহিদাস) কোরিয়া: ১ (সন দাইন) রাজগীর (বিহার):...

পুরুষদের দলগত কমপাউন্ডে সোনা, বিশ্ব তিরন্দাজিতে প্রথমবার ইতিহাস ভারতের

বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে প্রথমবার পুরুষদের দলগত কমপাউন্ড বিভাগে সোনা জিতল ভারত। ফাইনালে ফ্রান্সকে হারাল ঋষভ যাদব, আমান সাইনি ও প্রথমেশ ফুগে।