Home খেলাধুলো কমনওয়েল্‌থ গেমস্‌ ত্রিনিদাদ ও টোব্যাগো যুব কমনওয়েলথ গেমসের অফিসিয়াল ম্যাসকট ‘কোকোইয়া’

ত্রিনিদাদ ও টোব্যাগো যুব কমনওয়েলথ গেমসের অফিসিয়াল ম্যাসকট ‘কোকোইয়া’

0

শুক্রবার (৪ আগস্ট) শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত কমনওয়েলথ যুব গেমস ২০২৩। আন্তর্জাতিক এই ইভেন্ট এ বার বসছে ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগোয়। প্রকৃতপক্ষে এই ইভেন্টটি হওয়ার কথা ছিল গত ২০২১ সালের ১ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত। কিন্তু কোভিড-১৯ মহামারির দাপটে পিছিয়ে এল প্রায় দু’বছর।

এ বারের কমনওয়েলথ গেমসের ম্যাসকটের নাম কোকোইয়া। একটি কচ্ছপ এ বারের ম্যাসকট। হাজারও অসুবিধার মধ্যে স্থিতিস্থাপকতার প্রতিনিধি এই কোকোইয়া।

এই ম্যাসকটের মূল কারিগর এক আট বছরের শিশু। পোর্ট অব স্পেনের জিব্রিল অ্যানিসেটের নকশা থেকেই এই ম্যাসকট তৈরি করা হয়েছে।

বলে রাখা ভালো, ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগোর এক স্কুলে অঙ্কন প্রতিযোগিতায় এই কচ্ছপটির ছবি এঁকেছিল জিব্রিল। তখন সে নিজেও জানত না, তার এই সৃষ্টিই এক দিন আন্তর্জাতিক ইভেন্টের প্রতিনিধি হয়ে উঠবে।

আরও পড়ুন: কমনওয়েলথ যুব গেমস: অংশ নিচ্ছে ৮ সদস্যের ভারতীয় দল, জানুন কে কোন ইভেন্টে

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version