ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগোতে আয়োজিত ২০২৩ সালের কমনওয়েলথ যুব গেমসে আট সদস্যের ভারতীয় অ্যাথলেটিক্স দল। ৪ থেকে ১১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিতব্য এই গেমে বিভিন্ন দেশের তরুণ ক্রীড়াবিদরা একাধিক ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চে অংশগ্রহণের জন্য দেশের যুব ক্রীড়াবিদদের মধ্যে থেকে আট সদস্যকে নির্বাচন করেছে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া (AFI)। ফেডারেশন তাঁদের দক্ষতা এবং আন্তর্জাতিক মঞ্চে পারদর্শী হওয়ার সম্ভাবনা নিয়ে আশাবাদী ফেডারেশন।
ফেডারেশনের টুইটে লেখা হয়েছে, আট সদস্যের অ্যাথলেটিক্স দল ত্রিনব্যাগোতে নিজের দক্ষতার ছাপ ফেলতে প্রস্তুত। এই তরুণ ক্রীড়াবিদরা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাঁদের সীমাবদ্ধতা দূরে সরিয়ে সেরা পারফরম্যান্স দেওয়ার জন্য প্রস্তুত তাঁরা।
ভারতের প্রতিনিধিত্বকারী ক্রীড়াবিদদের মধ্যে রয়েছেন অভয় সিং, যিনি ২০০ মিটার দৌড়ে অংশ নেবেন। ৪০০ মিটার ইভেন্টের মুখোমুখি হবেন নবপ্রীত সিং এবং বাপি হাঁসদা। ৮০০ মিটারে আশাকিরণ বার্লা এবং রিলে-তে অংশ নেবেন শিরিন আহলুওয়ালিয়া। জ্যাভলিনে অর্জুন এবং শটপাটে অংশ নেবেন অনুপ্রিয়া সাসি।
আরও পড়ুন: কমনওয়েলথ যুব গেমস ২০২৩: সপ্তম সংস্করণে যে ৩৯টি দেশ যোগ দিচ্ছে