Home খেলাধুলো কমনওয়েলথ যুব গেমস ২০২৩: সপ্তম সংস্করণে যে ৩৯টি দেশ যোগ দিচ্ছে

কমনওয়েলথ যুব গেমস ২০২৩: সপ্তম সংস্করণে যে ৩৯টি দেশ যোগ দিচ্ছে

0

কমনওয়েলথ যুব গেমস (Commonwealth Youth Games) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২১ সালে। কিন্তু করোনা মহামারির কারণে স্থগিত হয়ে যায়। দু’বছর পর, আগামী ৪ আগস্ট থেকে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা।

এ বারের কমনওয়েলথ গেমসে হাজারের বেশি অ্যাথলিট এবং প্যারা-অ্যাথলিট যোগ দিচ্ছেন। যাঁদের বয়স ১৪ বছর থেকে ১৮ বছরের মধ্যে। এক নজরে দেখে নেওয়া যাক, কোন কোন দেশ থেকে যোগ দিচ্ছেন প্রতিযোগীরা।

১. আন্টিগুয়া এবং বারবুডা

২. অস্ট্রেলিয়া

৩. বার্বাডোজ

৪. বাংলাদেশ

৫. বারমুডা

৬. বেলিজ

৭. বৎসোয়ানা

৮. ব্রুনেই

৯. কানাডা

১০. কেম্যান আইল্যান্ডস

১১. সাইপ্রাস

১২. ডোমিনিকা

১৩. ইংল্যান্ড

১৪. ফিজি

১৫. গাম্বিয়া

১৬. জিব্রালটার

১৭. গ্রেনেডা

১৮. গুয়ানা

১৯. ভারত

২০. আইল অফ ম্যান

২১. জামাইকা

২২. জার্সি

২৩. কেনিয়া

২৪. মোজাম্বিক

২৫. নামিবিয়া

২৬. নিউজিল্যান্ড

২৭. নর্দার্ন আইল্যান্ড

২৮. পাপুয়া নিউ গিনি

২৯. রোয়ান্ডা

৩০. সেন্ট কিটস্‌ অ্যান্ড নেভিস

৩১. সেন্ট লুসিয়া

৩২. সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস্‌

৩৩. সেশেলস

৩৪. স্ক‌টল্যান্ড

৩৫. সাউথ আফ্রিকা

৩৬. শ্রীলঙ্কা

৩৭. ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো

৩৮. ভানুয়াতু

৩৯. ওয়েলস

উল্লেখ্য, এ বারের কমনওয়েলথ যুব গেমসের উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ৪ আগস্ট। ১১ আগস্ট সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ওই দিনই পরবর্তী কমনওয়েলথ যুব গেমসের প্রতিনিধিদের হাতে কমনওয়েলথ গেমস ফেডারেশনের পতাকা হস্তান্তর করা হবে।

আরও পড়ুন: বিশ্বের প্রবীণতম ক্রিকেটার, ভারতীয় ক্রিকেটের ‘ভীষ্ম পিতামহ’ রুসি কুপারের জীবনাবসান

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version