থানে: মহারাষ্ট্রের থানের শাহাপুরে একটি নির্মাণস্থলে ক্রেন ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা। ক্রেনটি ভেঙে পড়লে সোমবার গভীর রাতে ১৬ জন শ্রমিকের মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে খবর, সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে নির্মাণে নিয়োজিত একদল শ্রমিকের উপর ক্রেনটি ভেঙে পড়লে টনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। তিনজন আহত শ্রমিককে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন। পুলিশের আশঙ্কা, ধসে পড়া কাঠামোর ভিতরে আরও পাঁচজন আটকে রয়েছেন।
ঘটনায় প্রকাশ, শ্রমিকরা একটি গার্ডার লঞ্চিং মেশিন নিয়ে কাজ করছিলেন। যা এক ধরনের বিশেষ ক্রেন। এই মেশিন বড়ো বড়ো স্টিলের বিম বা গার্ডারগুলিকে সরাতে পারে। রেল সেতু নির্মাণে এবং বড়ো বিল্ডিংয়ের ভিত তৈরিতে এই ক্রেন ব্যবহৃত হয়। বিশাল আকৃতির ইস্পাতখণ্ড এক দিক থেকে অন্য দিকে নিয়ে যাওয়া এই যন্ত্রের কাজ।
দুই বড়ো শহরের সংযোগকারী ৭০১ কিলোমিটার দীর্ঘ সমৃদ্ধি মহামার্গ। এটা মুম্বই-নাগপুর এক্সপ্রেসওয়ে নামেও পরিচিত। মহারাষ্ট্র স্টেট রোড ডেভেলপমেন্ট কর্পোরেশন (MSRDC) এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ করছে।
এই প্রধান সড়কের প্রথম ধাপ, নাগপুরকে শিরডির সঙ্গে সংযুক্ত করেছে। গত বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটির উদ্বোধন করেছিলেন।