Home খেলাধুলো ক্রিকেট ভারত-বাংলাদেশ ২য় টেস্ট: বৃষ্টিতে দ্বিতীয় দিনের খেলা পুরো ভেস্তে গেল

ভারত-বাংলাদেশ ২য় টেস্ট: বৃষ্টিতে দ্বিতীয় দিনের খেলা পুরো ভেস্তে গেল

0
সারাদিন এভাবেই মাঠ ঢাকা। ছবি BBCI ‘X’ থেকে নেওয়া।

কানপুর: সারাদিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কখনও ধরছে, কখনও বা থামছে। তবু মাঠের অবস্থার জন্য ভারত-বাংলাদেশ ২য় টেস্টের দ্বিতীয় দিনের খেলা একটা বলও হল না। সারাদিন পুরো মাঠ ঢাকা দেওয়া থাকল। তিনটে সুপার সপার আনা হল। কভারের উপর দিয়ে চালানোও হল। কিন্তু আসল কাজ হল না।

সকাল ১০টা নাগাদ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। কিন্তু তার পরে বৃষ্টি এতটাই কমে গেল যে মনে হল খেলা যদি শুরু করা জাত তাহলে তা চালিয়েও যাওয়া যেত। শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বেশ জোরদার বৃষ্টি হয়েছে। আর সেই বৃষ্টিই গ্রিন পার্কের দফারফা করে দিয়েছে।

খুব শীঘ্রই খেলা শুরু হবে না বুঝতে পেরে খেলোয়াড়রা সাড়ে ১০টা নাগাদ হোটেলে ফিরে যান। শেষ পর্যন্ত বেলা ২টো নাগাদ আম্পায়াররা এদিনের ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন।

তুলনায় অবস্থা ভালো ছিল প্রথম দিনে। ৩৩ ওভার খেলা সম্ভব হয়েছিল। টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠান অধিনায়ক রোহিত শর্মা, ঘরের মাঠে ভারত যেটা সচরাচর করে না। ৩৩ ওভারে ৩ উইকেটে ১০৭ রান করে ব্যাট করছে বাংলাদেশ। আউট হয়েছেন জাকির হাসান (০ রান), শাদমান ইসলাম (২৪ রান) এবং নাজমুল হোসেন শান্ত (৩১ রান)। ক্রিজে আছেন মমিনুল হক (৪০ রান) এবং মুসফিকুর রহিম (৬ রান)। ভারতের হয়ে উইকেট নিয়েছেন আকাশদীপ (৩৪ রানে ২ উইকেট) এবং রবিচন্দ্রন অশ্বিন (২২ রানে ১ উইকেট)।

আরও পড়ুন  

ভারত-বাংলাদেশ ২য় টেস্ট: প্রচণ্ড বৃষ্টি আর আলোর অভাব, বাংলাদেশ ৩ উইকেট হারানোর পর খেলা বন্ধ

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version