খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ — টেস্ট ম্যাচে এই ক্রমেই সাধারণত খেলা হয়ে থাকে। কিন্তু গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্টে এই ক্রম মানা হবে না। এই প্রথম মধ্যাহ্নভোজের আগেই খেলোয়াড়েরা যাবেন চা-পানের বিরতিতে। কিন্তু কেন?
চা-পানের বিরতি মধ্যাহ্নভোজের আগে নিয়ে আসার মূল কারণ, গুয়াহাটির ভৌগোলিক অবস্থান। ভারতের উত্তরপূর্বের রাজ্য অসমের রাজধানী গুয়াহাটিতে এমনিতেই সূর্যোদয় হয় আগে আগে, সন্ধ্যাও নামে তাড়াতাড়ি। যে সময়ে টেস্ট অনুষ্ঠিত হবে, তখন শীত চলে আসবে ঘরের দোরে। ফলে সূর্যাস্ত হবে অনেক আগে। বিকেল হতে না হতেই আঁধার ঘনিয়ে আসবে। তাই খেলা শুরুর সময় অনেক আগে এগিয়ে আনা হয়েছে বলে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সূত্রে জানা গিয়েছে।

দুই দলের অধিনায়ক — টেম্বা বাভুমা এবং শুভমন গিল।
দুটো টেস্ট, ৩টে একদিনের ম্যাচ এবং ৫টা টি২০ ম্যাচ খেলতে নভেম্বরে ভারতে আসছে দক্ষিণ আফ্রিকা। তাদের প্রথম খেলা কলকাতার ইডেন গার্ডেন্সে – ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট। টেস্ট শুরু হবে ১৪ নভেম্ভর।
গুয়াহাটিতে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ নভেম্বর। খেলা শুরু হবে সকাল ৯টায়। প্রথম সেশন চলবে ১১টা পর্যন্ত। ২০ মিনিট চা-পানের বিরতির পর খেলা ফের শুরু হবে ১১টা ২০-তে। ১টা ২০-তে হবে মধ্যাহ্নভোজের বিরতি। দিনের তৃতীয় সেশন শুরু হবে দুপুর ২টোয়, চলবে বিকেল ৪টে পর্যন্ত।
গুয়াহাটিতে সাধারণত খেলা শুরু হয় সকাল সাড়ে ৯টায়, চলে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত। কিন্তু এবার যেহেতু খেলা নভেম্বরের প্রায় শেষ দিকে, তাই আধ ঘণ্টা এগিয়ে আনতে হল। ভারত এই প্রথম টেস্ট ম্যাচে মধ্যাহ্নভোজের বিরতির আগে চা-পানের বিরতি হবে।


 
                                    