Homeখেলাধুলোক্রিকেটগুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন...

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ — টেস্ট ম্যাচে এই ক্রমেই সাধারণত খেলা হয়ে থাকে। কিন্তু গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্টে এই ক্রম মানা হবে না। এই প্রথম মধ্যাহ্নভোজের আগেই খেলোয়াড়েরা যাবেন চা-পানের বিরতিতে। কিন্তু কেন?

চা-পানের বিরতি মধ্যাহ্নভোজের আগে নিয়ে আসার মূল কারণ, গুয়াহাটির ভৌগোলিক অবস্থান। ভারতের উত্তরপূর্বের রাজ্য অসমের রাজধানী গুয়াহাটিতে এমনিতেই সূর্যোদয় হয় আগে আগে, সন্ধ্যাও নামে তাড়াতাড়ি। যে সময়ে টেস্ট অনুষ্ঠিত হবে, তখন শীত চলে আসবে ঘরের দোরে। ফলে সূর্যাস্ত হবে অনেক আগে। বিকেল হতে না হতেই আঁধার ঘনিয়ে আসবে। তাই খেলা শুরুর সময় অনেক আগে এগিয়ে আনা হয়েছে বলে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সূত্রে জানা গিয়েছে।

দুই দলের অধিনায়ক — টেম্বা বাভুমা এবং শুভমন গিল।

দুটো টেস্ট, ৩টে একদিনের ম্যাচ এবং ৫টা টি২০ ম্যাচ খেলতে নভেম্বরে ভারতে আসছে দক্ষিণ আফ্রিকা। তাদের প্রথম খেলা কলকাতার ইডেন গার্ডেন্সে – ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট। টেস্ট শুরু হবে ১৪ নভেম্ভর।

গুয়াহাটিতে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ নভেম্বর। খেলা শুরু হবে সকাল ৯টায়। প্রথম সেশন চলবে ১১টা পর্যন্ত। ২০ মিনিট চা-পানের বিরতির পর খেলা ফের শুরু হবে ১১টা ২০-তে। ১টা ২০-তে হবে মধ্যাহ্নভোজের বিরতি। দিনের তৃতীয় সেশন শুরু হবে দুপুর ২টোয়, চলবে বিকেল ৪টে পর্যন্ত।

গুয়াহাটিতে সাধারণত খেলা শুরু হয় সকাল সাড়ে ৯টায়, চলে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত। কিন্তু এবার যেহেতু খেলা নভেম্বরের প্রায় শেষ দিকে, তাই আধ ঘণ্টা এগিয়ে আনতে হল। ভারত এই প্রথম টেস্ট ম্যাচে মধ্যাহ্নভোজের বিরতির আগে চা-পানের বিরতি হবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২০১৭ এর পুনরাবৃত্তি, জেমিমা-হরমনপ্রীতের ব্যাটের জোরে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

অস্ট্রেলিয়া: ৩৩৮ (৪৯.৫ ওভার) (ফোবে লিচফিল্ড ১১৯, এলিসে পেরি ৭৭, অ্যাশলে গার্ডনার ৬৩, শ্রী...

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

শুক্রবার প্রকাশ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল, দুপুর ২টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল

৩১ অক্টোবর প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল। দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা করবে সংসদ। দুপুর ২টা থেকে অনলাইনে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখা যাবে ফল।

ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্ট শক্তির জেরে উত্তরবঙ্গে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা, দক্ষিণবঙ্গেও বৃষ্টির আশঙ্কা

ঘূর্ণিঝড় মোন্থা স্থলভাগে আঘাত হানার পর দুর্বল হলেও তার প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২০১৭ এর পুনরাবৃত্তি, জেমিমা-হরমনপ্রীতের ব্যাটের জোরে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

অস্ট্রেলিয়া: ৩৩৮ (৪৯.৫ ওভার) (ফোবে লিচফিল্ড ১১৯, এলিসে পেরি ৭৭, অ্যাশলে গার্ডনার ৬৩, শ্রী...

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: উলভার্টের সেঞ্চুরি ও ক্যাপের ৫ শিকার, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি: ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে...