Homeখেলাধুলোক্রিকেটভারত-অস্ট্রেলিয়া ৩য় টেস্ট: শেষ কথা বলল বৃষ্টিই, সিরিজ আপাতত ১-১

ভারত-অস্ট্রেলিয়া ৩য় টেস্ট: শেষ কথা বলল বৃষ্টিই, সিরিজ আপাতত ১-১

প্রকাশিত

অস্ট্রেলিয়া: ৪৪৫ (ট্র্যাভিস হেড ১৫২, স্টিভ স্মিথ ১০১, অ্যালেক্স ক্যারি ৭০, জসপ্রীত বুমরাহ ৬-৭৬, মহম্মদ সিরাজ ২-৯৭) ও ৮৯-৭ (ডিক্লেঃ) (প্যাট কামিন্স ২২, জসপ্রীত বুমরাহ ৩-১৮, আকাশ দীপ ২-২৮, মহম্মদ সিরাজ ২-৩৬)

ভারত: ২৬০ (কেএল রাহুল ৮৪, রবীন্দ্র জডেজা ৭৭, প্যাট কামিন্স ৪-৮১, মিচেল স্টার্ক ৩-৮৩) ও ৮ (বিনা উইকেটে)

ব্রিসবেন (অস্ট্রেলিয়া): যা ভাবা হয়েছিল সেটাই ঘটল। বৃষ্টিই শেষ কথা বলল গাব্বায়। আবহাওয়ার পূর্বাভাস যা ছিল, তা-ই হল। ভাগ্য খুবই ভালো ভারতের। এই সুযোগে অ্যাডিলেডের পরে ব্রিসবেনে আর হারতে হল না। পাঁচ টেস্টের সিরিজে আপাতত ফল ১-১। বাকি রইল দুটি টেস্ট – মেলবোর্নে ৪র্থ টেস্ট (২৬ ডিসেম্বর থেকে) এবং সিডনিতে পঞ্চম টেস্ট (৩ জানুয়ারি থেকে)।

ভারতের দুই জোরে বোলারের অনবদ্য ব্যাটিং-এ মঙ্গলবারই ফলো-অন বাঁচিয়েছে ভারত। ৯ উইকেটে ২৫২ রান হাতে নিয়ে আকাশ দীপ ও জসপ্রীত বুমরাহ বুধবার খেলতে নামেন। অস্ট্রেলিয়ার লক্ষ্য ছিল যত দ্রুত সম্ভব ভারতের প্রথম ইনিংস শেষ করে দিয়ে যতটা সম্ভব লিড নিয়ে ভারতকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পাঠাবে। সেই লক্ষ্যে কিছুটা কাজ এগিয়ে ছিল, কিন্তু কোনো ফল মিলল না।

বুধবারের খেলা

বুধবার ভারতের শেষ উইকেট নিতে চার ওভার করতে হয় অস্ট্রেলিয়াকে। শেষ পর্যন্ত ট্র্যাভিস হেডের বলে স্টাম্প আউট হয়ে আকাশ দীপ (৪৪ বলে ৩১ রান) বিদায় নেন। অস্ট্রেলিয়া ১৮৫ রানের লিড পায়। এর পর যত দ্রুত সম্ভব রান তুলতে থাকে তারা। দ্রুত উইকেটও পড়তে থাকে। তাতে অস্ট্রেলিয়ার কিছু যায় আসেনি। কারণ একটা মোটামুটি বড়ো লিড দরকার ছিল। শেষ পর্যন্ত ১৮ ওভারে ৭ উইকেটে ৮৯ রান করে ডিক্লেয়ার করে দেয়। ভারতের তিন পেসার জসপ্রীত বুমরাহ (১৮ রান দিয়ে ৩ উইকেট), আকাশ দীপ (২৮ রান দিয়ে ২ উইকেট) এবং মহম্মদ সিরাজের (৩৬ রান দিয়ে ২ উইকেট) বোলিং-এর মোকাবিলা করতে পারেননি অস্ট্রেলিয়ার ব্যাটাররা।

শেষ পর্যন্ত ২৭৪ রানের লিড নিয়ে ভারতকে দান ছেড়ে দেয় অস্ট্রেলিয়া। ৫৪ ওভারে ২৭৫ করতে হবে, এই লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামেন যশস্বী জয়সোয়াল ও কেএল রাহুল। মাত্র ২.১ ওভার খেলা হয়। ভারত করে বিনা উইকেটে ৮ রান। বৃষ্টি নামে। সেই বৃষ্টির থামার কোনো লক্ষণ ছিল না। শেষ পর্যন্ত ম্যাচ অমীমাংসিত ঘোষণা করা হয়।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাবে কি ভারত

ব্রিসবেন টেস্ট ড্র হয়ে যাওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের পক্ষে যাওয়া কিছুটা কঠিন হয়ে গেল। তবে ফাইনালে যাওয়ার সম্ভাবনা এখনও টিকে রয়েছে। পরের দু’টি টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজের ফল ৩-১ করতে ভারতের ফাইনাল খেলা নিশ্চিত। সে ক্ষেত্রে শ্রীলঙ্কা সফরে গিয়ে অস্ট্রেলিয়া দু’টি টেস্ট জিতলেও ভারতকে টপকাতে পারবে না।

অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজের ফল ২-২ হলে ভারতকে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান সিরিজের ফলের দিকে। বর্ডার-গাওস্কর ট্রফিতে ফল যদি অস্ট্রেলিয়ার পক্ষে ৩-১ হয় তা হলে ভারতের কোনো সুযোগই থাকবে না ফাইনালে যাওয়ার।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

উত্তরবঙ্গকে টেক্কা দিল দক্ষিণবঙ্গের দাপুটে শীত, কলকাতায় পারদ ১২.৫; কী বলছে পূর্বাভাস?

দক্ষিণবঙ্গেই শীতের দাপট। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রিতে। রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা জারি। আগামী দিনে ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা।

এসআইআর তালিকায় সংশোধনে আরও সময় বাড়ল কমিশন, কতদিন পর্যন্ত করা যাবে আবেদন?

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ভোটার তালিকার খসড়ায় ভুল সংশোধনের সময়সীমা আরও চার দিন বাড়াল নির্বাচন কমিশন। আবেদন করা যাবে ১৯ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ ফেব্রুয়ারি।

আই-প্যাক তল্লাশিতে বাধার অভিযোগ: মমতা বন্দ্যোপাধ্যায় ও শীর্ষ পুলিশকর্তাদের নোটিশ সুপ্রিম কোর্টের, ইডি-র বিরুদ্ধে এফআইআর স্থগিত

খবর অনলাইন ডেস্ক: রাজ্যের রাজনৈতিক নেতৃত্ব ও কেন্দ্রীয় তদন্ত সংস্থার সংঘাতকে কেন্দ্র করে গুরুতর...

টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে সূর্যের আলোই হতে পারে গোপন অস্ত্র, বলছে নতুন গবেষণা

নতুন গবেষণায় দাবি, প্রতিদিন কিছু সময় সূর্যের আলোয় থাকলে টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য উপকার মিলতে পারে। কী বলছেন গবেষকরা?

আরও পড়ুন

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

হরমনপ্রীতির নেতৃত্বে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ, তিরুঅনন্তপুরমে শেষ টি-২০ ম্যাচে ভারতের ১৫ রানে জয়

ভারত: ১৭৫-৭ (হরমনপ্রীত কৌর ৬৮, অরুন্ধতী রেড্ডী ২৮ নট আউট, কবিশা দিলারি ২-১১, চামারি...

চতুর্থ টি২০-তে রানের বন্যা, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজে ৪-০ ফলে এগিয়ে গেল ভারত

ভারত: ২২১-২ (স্মৃতি মন্ধানা ৮০, শেফালি বর্মা ৭৯, রিচা ঘোষ ৪০ নট আউট, মালশা...