Home খেলাধুলো ক্রিকেট ভারত-ইংল্যান্ড টি২০: সিরিজের শেষ ম্যাচে এক গুচ্ছ রেকর্ড, করলেন অভিষেক শর্মা, করল...

ভারত-ইংল্যান্ড টি২০: সিরিজের শেষ ম্যাচে এক গুচ্ছ রেকর্ড, করলেন অভিষেক শর্মা, করল ভারত ও ইংল্যান্ড  

কলকাতা: পঞ্চম টি২০ ম্যাচে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল ভারত। ২০ ওভারের ম্যাচে অর্ধেকের চেয়ে মাত্র ৩টি বল বেশি টিকল ইংল্যান্ডের ইনিংস। ভারত জিতল ১৫০ রানে। ভারতের পক্ষে এটি দ্বিতীয় সর্বাধিক রানের ব্যবধানে জয় আর ইংল্যান্ডের পক্ষে সর্বাধিক রানের ব্যবধানে পরাজয়। ভারতীয় ওপেনার অভিষেক শর্মা মারলেন ১৩টা ছয়। যে কোনো ভারতীয় ব্যাটারের পক্ষে টি২০ ম্যাচে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড।

একের পর এক রেকর্ড হল ওয়াংখেড়ে স্টেডিয়ামে। দেখে নেওয়া যাক কী সেই  সব রেকর্ড –  

(১) ভারতীয় ব্যাটারের পক্ষে সর্বোচ্চ রান – অভিষেক শর্মা ৫৪ বলে করলেন ১৩৫ রান। টি২০ ক্রিকেটে যে কোনো ভারতীয় ব্যাটারের পক্ষে সর্বোচ্চ রান। এর আগে এই রেকর্ড ছিল শুবমন গিলের – ২০২৩ সালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ১২৬ রান নট আউট। অভিষেকের ১৩৫ রান টি২০ ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান। সর্বোচ্চ রানের রেকর্ডটি রয়েছে ইংল্যান্ডের আরন ফিঞ্চের দখলে – ১৫৬ রান, ২০১৩ সালে করা।

(২) ভারতীয় ব্যাটারের পক্ষে সর্বাধিক ছয় – অভিষেক তাঁর ১৩৫ রানে মারলেন ১৩টি ছয়। টি২০ ক্রিকেটে যে কোনো ভারতীয় ব্যাটারের পক্ষে সর্বাধিক ছয়। এর আগে এই রেকর্ড ছিল রোহিত শর্মা (২০১৭-এ শ্রীলঙ্কার বিরুদ্ধে), সঞ্জু স্যামসন এবং তিলক শর্মার (২০২৪-এ সাউথ আফ্রিকার বিরুদ্ধে) দখলে। ছয়ের সংখ্যা ছিল ১০।

(৩) ভারতীয় ব্যাটারের পক্ষে দ্বিতীয় দ্রুততম টি২০ সেঞ্চুরি – ৩৭ বলে নিজের শতরান পূর্ণ করেন অভিষেক। যে কোনো ভারতীয় ব্যাটারের পক্ষে দ্বিতীয় দ্রুততম টি২০ সেঞ্চুরি। এই রেকর্ডটি রয়েছে রোহিত শর্মার দখলে। ২০১৭-য় শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৫ বলে তাঁর শতরান পূর্ণ করেন।

(৪) ভারতীয় ব্যাটারের পক্ষে দ্বিতীয় দ্রুততম অর্ধশত রান – অর্ধশত রান করার ক্ষেত্রেও অভিষেকের এ দিনের পারফরম্যান্স ভারতীয় ব্যাটারের পক্ষে দ্বিতীয় দ্রুততম। ১৭ বলে তিনি তাঁর অর্ধশত রান করেন। এই রেকর্ডটি রয়েছে যুবরাজ সিংহের দখলে। ২০০৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১২ বলে ৫০ করেছিলেন তিনি।

(৫) ভারতের পক্ষে দ্বিতীয় সর্বাধিক রানে জয় – টি২০ ম্যাচে ১৫০ রানে জয় ভারতের পক্ষে দ্বিতীয় সর্বাধিক রানে জয়। ২০২৩ সালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারত জিতেছিল ১৬৮ রানে।

(৬) ইংল্যান্ডের পক্ষে সর্বাধিক রানে হার – আর ১৫০ রানে হার ইংল্যান্ডের পক্ষে টি২০ ক্রিকেটে সর্বাধিক রানে হার। এর আগে তাদের সব চেয়ে বেশি রানে হারের রেকর্ড ছিল ভারতেরই কাছে। ২০১২ সালে ইংল্যান্ড ৯০ রানে হেরেছিল ভারতের কাছে।

(৭) ইংল্যান্ডের সব চেয়ে কম ওভারের ইনিংস – টি২০ ক্রিকেটে ১০.৩ ওভারের ইনিংস ইংল্যান্ডের পক্ষে সব চেয়ে কম ওভার টিকে থাকার ইনিংস। এর আগের রেকর্ডটি ছিল ভারতেরই বিরুদ্ধে, ২০১২ সালে। সে বার তারা টিকেছিল ১৪.৪ ওভার।

ছবি অভিষেক শর্মার, সৌজন্যে BCCI ‘X’.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version