Home খেলাধুলো ক্রিকেট অভিষেক শর্মার ৩৭ বলে ৬৮ কাজে দিল না, দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে...

অভিষেক শর্মার ৩৭ বলে ৬৮ কাজে দিল না, দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে মাত করল অস্ট্রেলিয়া

৩৬.৪ ওভার বাকি থাকতেই জয় করায়ত্ত করেন মার্শরা।

জয়ের খুশিতে জোশ হ্যাজলউড ও জোশ ইংলিস। ছবি 'X' থেকে নেওয়া।

ভারত: ১২৫ (১৮.৪ ওভার) (অভিষেক শর্মা ৬৮, হর্ষিত রানা ৩৫, জোশ হ্যাজলউড ৩-১৩, নাথান এলিস ২-২১)

অস্ট্রেলিয়া: ১২৬-৬ (১৩.৩ ওভার) (মিচেল মার্শ ৪৬, ট্র্যাভিস হেড ২৮, বরুণ চক্রবর্তী ২-২৩, জসপ্রীত বুমরাহ ২-২৬)

খবর অনলাইন ডেস্ক: খেল দেখালেন একমাত্র তিনিই। দল মোট যা রান করল, তার ৫৪ শতাংশই এল তাঁর ব্যাট থেকে। দলের ১২টা চারের মধ্যে ৮টাই এল তাঁর ব্যাট থেকে। আর ৩টে ছয়ের মধ্যে ২টোই তাঁর। কিন্তু একার পক্ষে দলকে বড় স্কোরে নিয়ে যাওয়া কি সম্ভব? এক প্রান্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, অন্য প্রান্তে একজন বাদে বাকি সব ব্যাটার প্যাভিলিয়নে ফেরার জন্য ব্যস্ত। শেষ পর্যন্ত ১৮.৪ ওভারেই শেষ হয়ে গেল দলের ইনিংস। ১২৫ রানে ফিরে গেলেন সবাই। এর মধ্যে তাঁরই অবদান ৬৮। জয়ের জন্য প্রয়োজনীয় ১২৬ রান তুলতে প্রতিপক্ষ খোয়াল ৬ উইকেট। ফলে তারা জিতল ৪ উইকেটে। এতক্ষণ যাঁর কথা বলা হল তিনি অভিষেক শর্মা।

শুক্রবার ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় একদিনের ক্রিকেটের আসর বসেছিল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। মেঘলা আবহাওয়ায় টসে জিতে স্বাভাবিকভাবেই শুভমনদের ব্যাট করতে পাঠান মিচেল মার্শ। দলের ২০ রানে শুভমন গিলের আউটের মধ্য দিয়ে উইকেট পড়ার শুরু। তার নিয়মিত ব্যবধানে পড়তে থাকে উইকেট। ষষ্ঠ উইকেটে ৫৬ রান ছাড়া বড়ো কোনো জুটিই তৈরি হল না। অভিষেক (৩৭ বলে ৬৮ রান) ছাড়া দু’অঙ্কের রানে পৌঁছোলেন হর্ষিত রানা (৩৩ বলে ৩৫ রান)। বাকিরা সবাই এক অঙ্কে। চারজন তো রানের খাতাই খুলতে পারলেন না। উইকেটগুলো ভাগ করে নিলেন জোশ হ্যাজলউড, নাথান এলিস, জ্যাভিয়ের বার্টলেট আর মার্কাস স্টয়নিস।

অভিষেকের লড়াই ব্যর্থ হল। ছবি ‘X’ থেকে নেওয়া।

৩৬.৪ ওভার বাকি থাকতে এল জয়

জয়ের জন্য প্রয়োজনীয় ১২৬ রান তাড়া করতে গিয়ে অস্ট্রেলিয়া যে ছ’উইকেট হারাবে, তা তাদের অতি বড়ো শত্রুও ভাবতে পারেনি। বেশ ভালোই শুরু করেছিল তারা। মিচেল মার্শ আর ট্র্যাভিস হেড ৪.৩ ওভারে তুলে ফেলেন ৫১ রান। তখন মনে হচ্ছিল, খুব সহজেই জিতে যাবেন মার্শরা। ১৫ বলে ২৮ রান করে বরুণ চক্রবর্তীর বলে তিলক বর্মাকে ক্যাচ দিয়ে হেড বিদায় নিতে মার্শের সঙ্গী হন জোশ ইংলিস। তাঁরা স্কোর নিয়ে যান ৮৭-তে। কিন্তু অস্ট্রেলিয়ার শেষ ৫ উইকেট পড়ে যায় ৩৭ রানে। তবে রান ওঠার গতি কমেনি। ৩৬.৪ ওভার বাকি থাকতেই জয় করায়ত্ত করেন মার্শরা। মার্শ নিজে করেন ২৬ বলে ৪৬ রান। ১৩ রানে ৩ উইকেট দখল করে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হন জোশ হ্যাজলউড।

আরও পড়ুন

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version