Home খেলাধুলো ক্রিকেট আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচে রেকর্ডের বন্যা, দেখে নিন কী সেই...

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচে রেকর্ডের বন্যা, দেখে নিন কী সেই রেকর্ড

0
আরন জোনস। ছবিটি আইসিসি-র 'এক্স' হ্যান্ডেল থেকে নেওয়া।

খবর অনলাইন ডেস্ক: ২০২৪-এর আইসিসি টি২০ বিশ্বকাপের প্রথম খেলা ছিল যুক্তরাষ্ট্র বনাম কানাডার। রবিবার ওই ম্যাচে রানের বান ডাকে। প্রথমে ব্যাট করে কানাডা ১৯৪ রানে পৌঁছে যায়। সেই রান তাড়া করতে গিয়ে যুক্তরাষ্ট্র ১৪ বল বাকি থাকতেই ঝুলিতে ভরে নিল জয়। ফলে নানা ধরনের রেকর্ড তৈরি হয়েছে এই ম্যাচে। দেখে নেওয়া যাক কী সেই সব রেকর্ড।   

টি২০ বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে জেতা

২০২৪-এর বিশ্বকাপে কানাডার ১৯৪ রান তাড়া করে জয় ছিনিয়ে নিল যুক্তরাষ্ট্র। তারা করল ৩ উইকেটে ১৯৭।

সর্বাধিক রান তাড়া করে জেতার রেকর্ডটি রয়েছে ইংল্যান্ডের দখলে। ২০১৬-এর বিশ্বকাপে সাউথ আফ্রিকা করে ৪ উইকেটে ২২৯। সেই রান তাড়া করে ইংল্যান্ড করে ৮ উইকেটে ২৩০ রান।

দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড সাউথ আফ্রিকার। ২০০৭-এর বিশ্বকাপে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ করে ৬ উইকেটে ২০৫ রান। সেই রান তাড়া করে সাউথ আফ্রিকা ২ উইকেটে ২০৮ রান করে জয় ছিনিয়ে নেয়।

টি২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি ছয় মারায় দু’ নম্বরকে ছোঁয়া

রবিবার জয়ের লক্ষ্যে কানাডার রান তাড়া করতে গিয়ে ব্যাটে ধুন্ধুমার কাণ্ড ঘটালেন যুক্তরাষ্ট্রের আরন জোনস। ৪০ বলে ৯৪ করার পথে মারলেন ১০টা ছয় এবং পুরুষদের টি২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি ছয় মারার তালিকায় দু’ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেলকে ছুঁলেন। এ ক্ষেত্রে প্রথম স্থানটিও গেলেরই দখলে। ২০১৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ১১টি ছয় মেরেছিলেন। তার আগে ২০০৭-এর বিশ্বকাপে এই গেলই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০টি ছয় মেরেছিলেন। রবিবার আরন জোনস ক্রিস গেলের সেই রেকর্ড ছুঁলেন।

টি২০ বিশ্বকাপে তৃতীয় উইকেটের জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ রান

কানাডার ১৯৪ রান তাড়া করতে গিয়ে তৃতীয় উইকেটে যুক্তরাষ্ট্রের আরন জোনস আর আন্দ্রিস গউসের জুটি করল ১৩১ রান। এ ক্ষেত্রে তাঁরা করলেন দ্বিতীয় সর্বোচ্চ রান। সর্বাধিক রানের রেকর্ডটি রয়েছে ইংল্যান্ডের দখলে। ২০১৪-এর বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ইংল্যান্ডের আলেক্স হেলস্‌ এবং ইয়ন মরগ্যানের জুটি করেছিল ১৫২ রান।

টি২০ বিশ্বকাপে কোনো জুটির দ্রুততম শত রানে পৌঁছোনো

রবিবার কানাডার বিরুদ্ধে খেলতে গিয়ে আরন জোনস আর আন্দ্রিস গউস তাঁদের জুটিতে ১০০ রান পূর্ণ করেন মাত্র ৪২ বলে। পুরুষদের টি২০ বিশ্বকাপে কোনো দেশের কোনো জুটি এত দ্রুত শতরানে পৌঁছোতে পারেনি।

পুরুষদের টি২০ ম্যাচে যুক্তরাষ্ট্রের পক্ষে সর্বাধিক রানের জুটি

কানাডার ১৯৪ রান তাড়া করতে গিয়ে তৃতীয় উইকেটে যুক্তরাষ্ট্রের আরন জোনস আর আন্দ্রিস গউসের জুটি করল ১৩১ রান। পুরুষদের টি২০ ম্যাচে যুক্তরাষ্ট্রের পক্ষে সর্বাধিক রানের জুটি। এর আগে এই রেকর্ডটি ছিল সুশান্ত মোদানি এবং গজানন্দ সিংয়ের জুটির দখলে। ২০২১ সালে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে এই জুটি করেছিল ১১০ রান।

যুক্তরাষ্ট্রের পক্ষে দ্রুততম ৫০ রান

রবিবার কানাডার বিরুদ্ধে খেলতে গিয়ে আরন জোনস মাত্র ২২ বলে ৫০ রানে পৌঁছে যান। এটাই হল যুক্তরাষ্ট্রের যে কোনো ব্যাটারের দ্রুততম ৫০ রান।

আরও পড়ুন

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: আরন জোনস, আন্দ্রিস গউসের বাজিমাত, কানাডাকে ৭ উইকেটে হারাল যুক্তরাষ্ট্র

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version