লিড্স (ইংল্যান্ড): আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে ‘অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি’। আগে ভারত-ইংল্যান্ড টেস্ট ক্রিকেট সিরিজের নাম ছিল ‘পটৌদী ট্রফি’। এবার থেকে এই সিরিজের নাম হল ইংল্যান্ডের ক্রিকেটার জেমস অ্যান্ডারসন এবং ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকরের নামে ‘অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি’। হেডিংলেতে প্রথম টেস্ট শুরুর আগের দিন বৃহস্পতিবার অ্যান্ডারসন ও তেন্ডুলকরের উপস্থিতিতে ট্রফির উন্মোচন হল।
আগে ভারতের প্রাক্তন অধিনায়ক মনসুর আলি খান পটৌদীর নামে ছিল এই ট্রফি। কিন্তু এ বার সিরিজ শুরুর আগেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নেয়, ট্রফির নামবদল হবে। ট্রফির নতুন নাম হবে ইংল্যান্ড ও ভারতের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলা দুই ক্রিকেটার জেমস ও সচিনের নামে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তে বিতর্ক বাধে। পটৌদীর নাম সরিয়ে দেওয়ায় অনেকেই ক্ষুব্ধ হন। বিতর্কের অবসানে এগিয়ে আসেন সচিন স্বয়ং। তাঁর অনুরোধে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত করে, জয়ী দলের অধিনায়ককে একটি বিশেষ পদক দেওয়া হবে। এবং সেই পদকের নাম হবে পটৌদীর নামে।
নতুন ট্রফির গায়ে জেমস ও সচিনের ছবি রয়েছে। আছে তাঁদের সইও। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন সচিন (২০০)। তার পরেই রয়েছেন অ্যান্ডারসন (১৮৮)। দুই কিংবদন্তিকে সম্মান জানাতে এই সিদ্ধান্ত ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের এবং তাতে সায় রয়েছে বিসিসিআই।
ট্রফির উন্মোচন অনুষ্ঠানে সচিন বলেন, “আমার কাছে টেস্ট ক্রিকেট জীবনের মতো। এখান থেকে শৃঙ্খলা, ধৈর্য ও কঠিন পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার শিক্ষা পাওয়া যায়, যা জীবনের প্রতি পদক্ষেপে কাজে লাগে। সেখানে যে আমার নাম জুড়ে গেল সেটা আমার কাছে গর্বের।”
প্রায় একই সুরে অ্যান্ডারসনও বলেন, “এটা আমার ও আমার পরিবারের কাছে গর্বের মূহূর্ত। ভারত-ইংল্যান্ড ক্রিকেট ইতিহাসে আমার নাম জুড়ে গেল। আমি দু’দেশের বোর্ডকে ধন্যবাদ জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না।”