লিড্স (ইংল্যান্ড): রোহিত শর্মা ও বিরাট কোহলির শিক্ষা ও পরামর্শ কাজে লাগাবেন তাঁরা। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁদের পরিকল্পনা তৈরি। জয় দিয়ে সিরিজ শুরু করতে চান তাঁরা। প্রথম টেস্টের আগের দিন বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে এ কথা স্পষ্ট জানিয়ে দিলেন ভারতীয় টেস্ট ক্রিকেট দলের নতুন অধিনায়ক শুভমন গিল।
শুভমন বলেন, “আইপিএলের সময় দু’জনের সঙ্গে কথা হয়েছে। ওরা ওদের ইংল্যান্ড সফরের অভিজ্ঞতা আমাকে বলেছে। এখানে কী ধরনের চ্যালেঞ্জের সামনে পড়তে হয় সেটা জানিয়েছে। ওদের শিক্ষা এখানে কাজে লাগাতে চাই।”
সাংবাদিক বৈঠকে স্বভাবতই রোহিত এবং কোহলির না-থাকা নিয়ে যে প্রশ্ন আসবে, সে সম্পর্কে কোনো সংশয় ছিল না শুভমনের। তাই এ বিষয়ে প্রশ্ন আসতেই জবাব দিতে বিন্দুমাত্র ভাবতে হয়নি গিলকে। তিনি বলেন, রোহিত এবং কোহলির না-থাকা নিয়ে তাঁরা চিন্তিত নন। বরং উল্টে এই দুই অভিজ্ঞ ক্রিকেটার দলে না-থাকায় তাঁদের জেতার জিদ আরও বেশি থাকবে।
শুভমন স্পষ্ট জানিয়ে দেন, রোহিত-কোহলি না-থাকলেও তাঁদের জিততে সমস্যা হবে না। শুভমন বলেন, “গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে যে সিরিজ় খেলেছিলাম সেটা আমার খেলা অন্যতম সেরা সিরিজ়। সেখানেও আমাদের প্রথম একাদশের অনেক ক্রিকেটার ছিল না। কিন্তু তার পরেও ইংল্যান্ডকে ৪-১ ফলে হারিয়েছিলাম। গত বারের ফল এ বারও করে দেখাতে চাই। রোহিত, কোহলিকে ছাড়াই আমরা জিতব।”
ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৩৭তম অধিনায়ক এবং পঞ্চম কনিষ্ঠতম অধিনায়ক শুভমন গিল। শুভমন গিলের নেতৃত্বে তরুণ ভারতীয় দল নামবে বেন স্টোকসের ইংল্যান্ডের বিরুদ্ধে। নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে তাঁর কেমন লাগছে জানতে চাওয়া হলে শুভমন বলেন, “এর থেকে বড় সম্মান একজন ক্রিকেটার আর কী পেতে পারে। টেস্টে দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ ক’জন পায়। আমি খুব উত্তেজিত। যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে তার মান রাখতে চাই।”

হেডিংলে স্টেডিয়াম। ছবি ‘X’ থেকে নেওয়া।
কেমন থাকবে আবহাওয়া
লিড্সের হেডিংলে স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্ট। এই ম্যাচে কেমন থাকবে আবহাওয়া? ইংল্যান্ডের আবহাওয়া সবসময়েই খামখেয়ালি। পূর্বাভাস দেওয়া খুব মুশকিল। কখন যে রোদ উঠবে আবার কখন যে বৃষ্টি নামবে তা স্পষ্ট করে আগাম জানানো সম্ভব হয় না। তবে যতটুকু আন্দাজ করা গিয়েছে, তাতে মনে হচ্ছে মাঝে মাঝে বৃষ্টি হবে। তবে ম্যাচে তেমন ব্যাঘাত সৃষ্টি করবে না।
আবহাওয়া সংক্রান্ত একটি ওয়েবসাইটের পূর্বাভাস অনুযায়ী খেলার প্রথম দিন অর্থাৎ শুক্রবার বৃষ্টির সম্ভাবনা নেই। সে দিন তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসে। অর্থাৎ বেশ গরম পড়তে পারে। দ্বিতীয় দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না, তবে আকাশ মেঘলা থাকবে। ফলে হালকা হলেও বৃষ্টি হতে পারে। রবিবার প্রায় গোটা দিনই আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। মাঝে মাঝেই বৃষ্টি হতে পারে, তবে তা বিঘ্ন ঘটাবে না বলেই মনে হয়। চতুর্থ দিন তাপমাত্রা কমবে। পঞ্চম দিনেও তাপমাত্রা কমের দিকেই থাকবে। সে দিনও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হেডিংলের রেকর্ড
হেডিংলে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে এ পর্যন্ত সাতটি টেস্ট খেলেছে ভারত। তার মধ্যে জিতেছে দুটি টেস্ট। একটি ড্র হয়েছে এবং চারটি হেরেছে। ১৯৮৬ সালে কপিল দেব এবং ২০০২ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে জিতেছিল ভারত।