এশিয়া কাপ ২০২৩ শুরুর আগেই টুর্নামেন্ট ঘিরে ফের করোনার ভয়। এশিয়া কাপ শুরু হতে এক সপ্তাহ বাকি নেই। এরই মধ্যে আবার ফিরে এল করোনা আতঙ্ক। মিডিয়া রিপোর্টে প্রকাশ, শ্রীলঙ্কা দলের দুই ক্রিকেটার কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে ক্রিকেট মহলে।
জানা গিয়েছে, শ্রীলঙ্কার দুই ক্রিকেটার কুশল পেরেরা এবং অভিষ্কা ফার্নান্দো কোভিড ১৯-র পরীক্ষা করিয়েছিলেন, আর তারপরেই পজিটিভ হয়েছেন। তবে দু’জনের শারীরিক অবস্থাই স্থিতিশীল। তাঁদের শরীরে যেমন উপসর্গ নেই, তেমন কোনো অসুবিধা নেই দুই ক্রিকেটারের। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এবিষয়ে সরকারিভাবে কোনো কিছু জানানো হয়নি।
আগামী ৩০ আগস্ট থেকে এশিয়া কাপ টুর্নামেন্ট শুরু হতে চলেছে। এবারের টুর্নামেন্টটি হাইব্রিড মডেলে আয়োজন করা হচ্ছে। পাকিস্তানে চারটি ম্যাচের পরে এশিয়া কাপের বেশিরভাগ ম্যাচই শ্রীলঙ্কাতেই হবে। এই মুহূর্তে শ্রীলঙ্কার দুই সিনিয়র ক্রিকেটারের করোনা পজিটিভ হওয়া টুর্নামেন্টের জন্য ভালো লক্ষণ নয় মনে করছে ওয়াকিবহাল মহল।
এর পরেই আদৌ কি শ্রীলঙ্কায় সঠিক সময়ে এশিয়া কাপ আয়োজন করা যাবে কি না, তা নিয়েই চলছে জল্পনা। এ ব্যাপারে এখনও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক খবর দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল আসন্ন টুর্নামেন্ট পিছিয়ে দেওয়ার কোনো সিদ্ধান্ত গ্রহণ করে কি না, সে দিকেই সকলের নজর।