Homeখেলাধুলোক্রিকেটএশিয়া কাপ ২০২৫ সংযুক্ত আরব আমিরশাহিতে, সম্ভাব্য তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান

এশিয়া কাপ ২০২৫ সংযুক্ত আরব আমিরশাহিতে, সম্ভাব্য তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান

প্রকাশিত

মহসিন নকভি জানিয়েছেন, ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়া কাপ ২০২৫। সংযুক্ত আরব আমিরশাহিতেই হবে গোটা টুর্নামেন্ট। টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হবে এবারের আসর। আটটি দল অংশ নিচ্ছে প্রতিযোগিতায়— ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, হংকং, সংযুক্ত আরব আমিরশাহি ও ওমান।

ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ় জানাচ্ছে, এবারের ম্যাচগুলি দুবাই ও আবু ধাবিতে অনুষ্ঠিত হতে পারে। আট দলকে দু’টি গ্রুপে ভাগ করা হবে। ভারত এবং পাকিস্তানকে একই গ্রুপে রাখার সম্ভাবনা প্রবল। এর ফলে অন্তত তিনবার মুখোমুখি হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ— একবার গ্রুপ পর্বে, একবার সুপার ফোরে এবং সম্ভাব্য ফাইনালে।

সূত্রের খবর অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ। ১০ সেপ্টেম্বর ভারতের প্রতিপক্ষ হতে পারে আয়োজক সংযুক্ত আরব আমিরশাহি এবং ১৯ সেপ্টেম্বর ভারত খেলতে পারে ওমানের বিরুদ্ধে। ভারত ও পাকিস্তান যদি সুপার ফোরে পৌঁছে যায়, তবে ২১ সেপ্টেম্বর ফের দেখা হতে পারে এই দুই দলের। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর, মাসের শেষ রবিবারে।

প্রতিযোগিতায় মোট ১৯টি ম্যাচ খেলা হবে। এবারেও উত্তেজনার পারদ চড়াতে প্রস্তুত ভারত-পাকিস্তান দ্বৈরথ। ক্রিকেটবিশ্বের নজর থাকবে মধ্যপ্রাচ্যের মরুপ্রান্তরের দিকে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মহালয়ায় দ্বিগুণ মেট্রো পরিষেবা, সকালেই ট্রেন নামাচ্ছে কর্তৃপক্ষ

২১ সেপ্টেম্বর মহালয়ার দিন বাড়তি মেট্রো পরিষেবা দিচ্ছে কলকাতা মেট্রো। ব্লু লাইনে চলবে ১৮২ ট্রেন, সকাল ৬.৫০ থেকে শুরু হবে যাত্রা।

রাজ্যে বেড়ে গেল জমি-বাড়ির সার্কল রেট, রেজিস্ট্রেশনের খরচ বাড়বে ১২ থেকে ৫০ শতাংশ

২০১৯ সালের পর ফের বাড়ল জমি-বাড়ির সার্কল রেট। এবার ১২ থেকে ৫০ শতাংশ হারে রেজিস্ট্রেশনের খরচ বাড়বে। শহর ও শহরতলিতে বৃদ্ধির হার সর্বাধিক।

৮৯তম বর্ষে কাঁকুড়গাছি মিতালীর পুজো থিম ‘সখের বাজার’

শারদোৎসবে ৮৯তম বর্ষে কাঁকুড়গাছি মিতালীর থিম ‘সখের বাজার’। স্বপ্ন ও কল্পনার জগৎকে কেন্দ্র করে তৈরি হচ্ছে অভিনব বাজারসদৃশ মণ্ডপ।

বাবুবাগানের পুজোয় রাজপ্রাসাদে বাংলার লোকসংস্কৃতির মিলনমেলা

দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী বাবুবাগানের দুর্গাপুজোয় এবছর থিম বাংলার লোকসংস্কৃতি। বিশালাকার রাজপ্রাসাদের আদলে গড়ে উঠছে মণ্ডপ, যেখানে বিভিন্ন লোকশিল্পী নৃত্য-গানে মুখরিত করবেন পরিবেশ।

আরও পড়ুন

এশিয়া কাপ: পাকিস্তান ধরাশায়ী, গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতল ভারত  

পাকিস্তান: ১২৭-৯ (শাহিবজাদা ফারহান ৪০, শাহিন শাহ আফ্রিদি ৩৩ নট আউট, কুলদীপ যাদব ৩-১৮,...

এশিয়া কাপে ভারতীয় দলের নেতৃত্বে সূর্যকুমার, সহ-অধিনায়ক শুভমন গিল, প্রশ্ন রইল যশস্বী ও শ্রেয়সের বাদ পড়া নিয়ে

Asia Cup 2025: এশিয়া কাপ ২০২৫-এ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হলেন সূর্যকুমার যাদব। সহ-অধিনায়ক দায়িত্বে থাকছেন শুভমন গিল। বিসিসিআইয়ের ঘোষণায় চমক।

প্রয়াত বব সিম্পসন, অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি যুগের স্থপতি ছিলেন প্রাক্তন অধিনায়ক ও কোচ

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি কোচ বব সিম্পসন প্রয়াত। ৮৯ বছর বয়সে সিডনিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর হাত ধরেই শুরু হয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি অধ্যায়।