Home খেলাধুলো ক্রিকেট রোহিতের সেঞ্চুরি, রানে ফিরলেন কোহলিও, নিয়মরক্ষার ম্যাচে অস্ট্রেলিয়াকে দুরমুশ করে মানরক্ষা ভারতের

রোহিতের সেঞ্চুরি, রানে ফিরলেন কোহলিও, নিয়মরক্ষার ম্যাচে অস্ট্রেলিয়াকে দুরমুশ করে মানরক্ষা ভারতের

ছূবি বিসিসিআই-এক্স থেকে নেওয়া

অস্ট্রেলিয়া: ২৩৬ (৪৬.২ ওভার) (ম্যাট রেনশ’ ৫৬, মিচেল মার্শ ৪১, হর্ষিত রানা ৪-৩৯, ওয়াশিংটন সুন্দর ২-৪৪)

ভারত: ২৩৭-১ (৩৮.৩ ওভার) (রোহিত শর্মা ১২১ নট আউট, বিরাট কোহলি ৭৪ নট আউট, জোশ হ্যাজলউড ১-২৩)

সিডনি: দ্বিতীয় একদিনের ম্যাচে রানে ফেরার পর তৃতীয় ম্যাচে সেঞ্চুরি করলেন রোহিত শর্মা। অপরাজিত থাকলেন ১২১ রানে। আর-এক ক্রিকেটতারকা বিরাট কোহলি ভক্তদের হতাশা দূর করে ফিরলেন রানে। তিনি অপরাজিত থাকলেন ৭৪ রানে। দু’জনে অবিচ্ছিন্ন অবস্থায় দ্বিতীয় উইকেটে যোগ করলেন ১৬৮ রান। এই দুই তারকার দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে ভারত ৯ উইকেটে হারাল অস্ট্রেলিয়াকে। অবশেষে মানরক্ষা হল শুভমনদের।

এ দিন পুরো ৫০ ওভারও টিকল না গত দুটি ম্যাচে জয়ী অস্ট্রেলিয়া। ৩.২ ওভার বাকি থাকতেই শেষ হয়ে গেল ওদের ইনিংস। সবক’টি উইকেট হারিয়ে করল ২৩৬ রান। জবাবে ভারত করল ১ উইকেটে ২৩৭ রান। স্বাভাবিক ভাবেই ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হলেন রোহিত শর্মা। ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’ও হলেন তিনি।

ভারত-অস্ট্রেলিয়া তিনটি একদিনের ম্যাচের সিরিজের তৃতীয় ম্যাচ শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত হয়। টসে জিতে ব্যাট নেয় অস্ট্রেলিয়া। শুরুটা ভালোই করেছিলেন মিচেল মার্শ ও ট্র্যাভিস হেড। ৯.২ ওভারে তাঁরা যোগ করেন ৬১ রান। মহম্মদ সিরাজের বলে প্রসিধ কৃষ্ণকে ক্যাচ দিয়ে হেড (২৫ বলে ২৯ রান) ফিরে যাওয়ার কিছুক্ষণ পরে তাঁর পথ ধরেন মার্শ। ৫০ বলে ৪১ রান করে অক্ষর পটেলের বলে বোল্ড হন তিনি। দলের রান তখন ৮৮।

এর পর ম্যাথু শর্টের ৩০ রান (৪১ বলে), ম্যাট রেনশ’র ৫৬ রান (৫৮ বলে) এবং অ্যালেক্স ক্যারির ২৩ রানের (৩৪ বলে) সুবাদে অস্ট্রেলিয়া পৌঁছোয় ১৮৩ রানে। হর্ষিত রানার বলে শ্রেয়স আয়ারকে ক্যাচ দিয়ে ক্যারি ফিরে যেতেই ধস নামে অস্ট্রেলিয়ার ইনিংসে। ১২ রান যোগ হতেই ওয়াশিংটন সুন্দরের শিকার হন রেনশ’। বাকি ৫ উইকেটে অস্ট্রেলিয়া যোগ করে মাত্র ৪১ রান। সবচেয়ে সফলতম বোলার হর্ষিত। তিনি ৩৯ রান দিয়ে ৪ উইকেট দখল করেন। সুন্দর ৪৪ রান দিয়ে ২ উইকেট পান।

২৩৭ রানের লক্ষ্যমাত্রায় সহজেই পৌঁছে গেল ভারত ১১.৩ ওভার বাকি থাকতেই। স্বচ্ছন্দেই শুরু করেছিলেন রোহিত আর শুভমন। কোনো চাপ ছিল না। তা ছাড়া অস্ট্রেলীয় বোলাররা কোনো চাপ সৃষ্টিও করতে পারেননি। ১০.২ ওভারে ভারত পৌঁছে গেল ৬৯ রানে। ২৪ বলে ২৬ রান করে হ্যাজলউডের শিকার হয়ে শুভমন ফিরে গেলে বাকি কাজটা সহজে সমাধা করলেন রোহিত-কোহলি। রানে ফিরলেন কোহলি। হাঁফ ছেড়ে বাঁচলেন কোহলিভক্তরা। সম্মান নিয়ে দেশে ফেরার পথে ভারতীয় দল।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version