Homeখেলাধুলোক্রিকেটপাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না ভারত, আইসিসি-কে জানাল বিসিসিআই

পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না ভারত, আইসিসি-কে জানাল বিসিসিআই

প্রকাশিত

ভারতীয় ক্রিকেট দল ২০২৫ সালে পাকিস্তানে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাবে না। ইএসপিএনক্রিকইনফো সূত্রে খবর, ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এ কথা জানিয়ে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে।

২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখ থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আয়োজক পাকিস্তান। এই টুর্নামেন্টের জন্য পাকিস্তানে তিনটি ভেন্যুতে খেলা হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে বিসিসিআই তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়ে বলেছে যে, ভারতের জাতীয় দল পাকিস্তানে যাবে না। ভারতের সরকারের পরামর্শ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ওয়াকিবহাল মহলের মতে, এমন সিদ্ধান্তের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং আইসিসি-কে বিকল্প পরিকল্পনা করতে হবে। বলে রাখা ভালো, ২০২৩ সালের এশিয়া কাপও একটি “হাইব্রিড মডেল”-এ অনুষ্ঠিত হয়েছিল, যেখানে পাকিস্তান ও শ্রীলঙ্কা যৌথ ভাবে আয়োজন করেছিল। কারণ বিসিসিআই তখনও পাকিস্তানে দল পাঠাতে রাজি ছিল না।

বিভিন্ন মিডিয়া রিপোর্টে জানানো হয়েছে যে, বিসিসিআই তাদের এই সিদ্ধান্তটি মৌখিক ভাবে আইসিসিকে জানিয়েছে, তবে এখনও লিখিত কোনো ঘোষণা করা হয়নি। আইসিসি হয়তো লিখিত রূপে এই তথ্যটি পাওয়ার জন্য অপেক্ষা করছে।

অন্যদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মোহসিন নকভি সম্প্রতি জানান যে, এ বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক চিঠি এখনও পিসিবি পায়নি। এ ছাড়াও তিনি উল্লেখ করেন যে, কোনো “হাইব্রিড মডেল” নিয়ে আলোচনা হয়নি এবং পিসিবি এই মডেল গ্রহণ করার পক্ষে নেই।

শুক্রবার গাদ্দাফি স্টেডিয়ামে এক প্রেস কনফারেন্সে তিনি বলেন, “গত দু’মাসে ভারতীয় মিডিয়া বলে আসছে যে পাকিস্তানে যাবে না ভারত। কিন্তু আমাদের সঙ্গে এখনও এ নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হয়নি। আমরা স্পষ্ট করে বলতে চাই যে, আমরা কোনো মৌখিক তথ্য চাই না, বরং লিখিত আকারে তাদের আপত্তি জানানো উচিত।”

নকভি আরও জানান, ভারতের পক্ষ থেকে কোনো আপত্তির চিঠি এলে তিনি পাকিস্তানের সরকারকে এই বিষয়ে জানাবেন এবং তাঁদের সিদ্ধান্ত মেনে চলতে হবে। পাশাপাশি তিনি বলেন, পাকিস্তান আগে ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব দেখিয়েছে, কিন্তু যদি ভারত পাকিস্তানে খেলতে না আসে, তাহলে এই ধরনের বন্ধুত্বপূর্ণ মনোভাব প্রত্যাশা করা উচিত নয়।

এরই মধ্যে গুঞ্জন, যদি শেষপর্যন্ত হাইব্রিড মডেলে খেলা পরিচালনা করা হয়, তাহলে সংযুক্ত আরব আমিরশাহীতে ভারতের ম্যাচগুলো আয়োজন করা যেতে পারে। পাশাপাশি, শ্রীলঙ্কাও একটি বিকল্প হিসেবে রয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

আরও পড়ুন

এশিয়া কাপে ভারতীয় দলের নেতৃত্বে সূর্যকুমার, সহ-অধিনায়ক শুভমন গিল, প্রশ্ন রইল যশস্বী ও শ্রেয়সের বাদ পড়া নিয়ে

Asia Cup 2025: এশিয়া কাপ ২০২৫-এ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হলেন সূর্যকুমার যাদব। সহ-অধিনায়ক দায়িত্বে থাকছেন শুভমন গিল। বিসিসিআইয়ের ঘোষণায় চমক।

প্রয়াত বব সিম্পসন, অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি যুগের স্থপতি ছিলেন প্রাক্তন অধিনায়ক ও কোচ

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি কোচ বব সিম্পসন প্রয়াত। ৮৯ বছর বয়সে সিডনিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর হাত ধরেই শুরু হয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি অধ্যায়।

ইংল্যান্ড সফরে একগুচ্ছ নজির গড়লেন ভারতের অধিনায়ক শুভমন গিল

খবর অনলাইন ডেস্ক: রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় ভারতের ইংল্যান্ড সফরে অধিনায়ক...