Homeখেলাধুলোক্রিকেটএশিয়া কাপ: বাংলাদেশের বিদায়, ভারত-পাকিস্তান ম্যাচের হ্যাটট্রিক, রবিবার ফাইনালে মুখোমুখি তারা  

এশিয়া কাপ: বাংলাদেশের বিদায়, ভারত-পাকিস্তান ম্যাচের হ্যাটট্রিক, রবিবার ফাইনালে মুখোমুখি তারা  

১১ রানে হেরে গিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের খেলা সুনিশ্চিত করে দিল বাংলাদেশ।

প্রকাশিত

পাকিস্তান: ১৩৫-৮ (মহম্মদ হ্যারিস ৩১, তাসকিন আহমেদ ৩-২৮, রিশাদ হোসেন ২-১৮, মেহেদি হাসান ২-২৮)

বাংলাদেশ: ১২৪-৯ (শামিম হোসেন ৩০, শাহিন শাহ আফ্রিদি ৩-১৭, হ্যারিস রাউফ ৩-৩৩, সাইম আয়ুব ২-১৬)

দুবাই: পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠিয়ে মাত্র ১৩৫ রানে বেঁধে রাখার পরেও হেরে গেল বাংলাদেশ। তাদের ইনিংস শেষ হয়ে গেল ১২৪ রানে। শেষ পর্যন্ত ১১ রানে হেরে গিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের খেলা সুনিশ্চিত করে দিল। এর জন্য কৃতিত্ব প্রাপ্য তিন পাক বোলারের – শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রাউফ এবং সাইম আয়ুবের। তাঁদের বোলিং দাপটে গুটিয়ে গেল বাংলাদেশ। শাহিন শাহ আফ্রিদিকে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ ঘোষণা করা হয়।

সুপার ফোরে আর একটি খেলা বাকি – ভারত বনাম শ্রীলঙ্কা। আগামী কাল এই দুটি দল মুখোমুখি হবে। কিন্তু এই ম্যাচ নেহাতই নিয়মরক্ষার। ভারত ইতিমধ্যেই ২ ম্যাচ থেকে ৪ পয়েন্ট পেয়ে ফাইনালে চলে গিয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশকে হারানোর পর পাকিস্তানের সংগ্রহ ৩ ম্যাচ থেকে ৪ পয়েন্ট। বাংলাদেশ ৩ ম্যাচ থেকে ২ পয়েন্ট সংগ্রহ করে এশিয়া কাপ থেকে বিদায় নিল। আর শ্রীলঙ্কা আগেই বিদায় নিয়েছে। রবিবার ভারত-পাকিস্তান ফাইনাল ম্যাচ।     

‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ শাহিন শাহ আফ্রিদি। ছবি ‘X’ থেকে নেওয়া।

পাক ইনিংসে ধস নামিয়েছিল বাংলাদেশ

বৃহস্পতিবার দুবাই ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত সুপার ফোরের ম্যাচে টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। শুরুতেই পাকিস্তান বিপর্যয়ে পড়ে। দলের ৪ রানে ফিরে যান অন্যতম ওপেনার শাহিবজাদা ফারহান। তার পর ঘন ঘন উইকেট পড়তে থাকে। ৪৯ রানের মধ্যে ৫ উইকেট পড়ে যায়। বাংলাদেশি বোলারদের দাপট দেখে মনে হচ্ছিল পাকিস্তান ১০০ রানের গণ্ডি ছুঁতে পারবে না। কিন্তু বাধ সাধেন মহম্মদ হ্যারিস। মূলত তাঁর (২৩ বলে ৩১ রান) এবং কিছুটা মহম্মদ নওয়াজ (১৫ বলে ২৫ রান) ও শাহিন শাহ আফ্রিদির (১৩ বলে ১৯ রান) ব্যাটিংয়ের দৌলতে পাকিস্তান পৌঁছে যায় ৮ উইকেটে ১৩৫ রানে। বোলিং-এ কেরামতি দেখান তাসকিন আহমেদ (২৮ রানে ৩ উইকেট), রিশাদ হোসেন (১৮ রানে ২ উইকেট) এবং মেহেদি হাসান (২৮ রানে ২ উইকেট)।

১১ রান কমে গুটিয়ে গেল বাংলাদেশ

টি ২০ ম্যাচে ১৩৬ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছে যাওয়া আদৌ কঠিন কাজ নয়। তাই বাংলাদেশের সমর্থকরা ভেবেছিলেন, পাকিস্তানকে হারিয়ে তাঁদের দল এশিয়া কাপের ফাইনালে পৌঁছে যাবে। কিন্তু বিধি বাম। এত ঘন ঘন উইকেট পড়ছিল যে মনে হচ্ছিল বাংলাদেশ ১০০ রানের আগেই বান্ডিল হয়ে যাবে। ৯৭ রানের মধ্যে ৮ উইকেট পড়ে যায়। নবম উইকেট হারায় ১০১ রানে। শেষ পর্যন্ত আর কোনো উইকেট না হারিয়ে তারা পৌঁছোয় ১২৪ রানে। নবম উইকেটের জুটিতে রিশাদ হোসেন (১১ বলে ১৪ রান) এবং মুস্তাফিজুর রহমান (৪ বলে ৬ রান) অবিচ্ছিন্ন থাকেন। উল্লেখযোগ্য রান করেছেন শামিম হোসেন, ২৫ বলে ৩০ রান। পাকিস্তানের হয়ে বাংলাদেশের ইনিংসে ধস নামান শাহিন শাহ আফ্রিদি (১৭ রানে ৩ উইকেট), হ্যারিস রাউফ (৩৩ রানে ৩ উইকেট) এবং সাইম আয়ুব (১৬ রানে ২ উইকেট)।

আরও পড়ুন

এশিয়া কাপ: ফাইনালে ভারত, ৩ বল বাকি থাকতেই গুঁড়িয়ে গেল বাংলাদেশ

এশিয়া কাপ: পাকিস্তানের ফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখলেন নওয়াজ-তালাত

এশিয়া কাপ: অভিষেক-শুভমনের দুর্দান্ত ব্যাটিং, পাকিস্তানের বিরুদ্ধে আবার জয় পেল ভারত

এশিয়া কাপ: হাড্ডাহাড্ডি লড়াই, মাত্র ১ বল বাকি থাকতে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেল বাংলাদেশ         

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভয়াবহ খরায় বিপর্যস্ত ইরান! জলের অভাবে তেহরান খালি করার ‘হুঁশিয়ারি’ প্রেসিডেন্টের

ইরানে ভয়াবহ খরার পরিস্থিতি। রাজধানী তেহরানের জলাধার প্রায় শূন্য, বৃষ্টিপাত ৯২% কম। প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের আশঙ্কা—পরিস্থিতি না সামলালে তেহরান খালি করতে হতে পারে। সরকার জলের রেশনিং ও জরিমানা ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে।

গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত চক্ষু অস্ত্রোপচার শিবির ২৩ ডিসেম্বর থেকে

খবর অনলাইন ডেস্ক: জীবন্ত ঈশ্বরের আরাধনায়, অসহায় আত্মজনের সেবায়…। গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত ‘বিনা...

বঙ্গে হেমন্ত! নেমেছে তাপমাত্রা—কবে আসছে শীত?

বঙ্গজুড়ে নেমেছে তাপমাত্রা, ভোরে কুয়াশার চাদরে মোড়া শহর ও গ্রাম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গে শীতের আগমনী হাওয়া বইছে।

যেতে হবে না আধার সেবা কেন্দ্রে, অ্যাপ ব্যবহার করেই করা যাবে আপডেট, ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতেও ‘আধার ডেটা ভল্ট’

এবার ঘরে বসেই আধার কার্ডের আপডেট হবে নতুন ই-আধার মোবাইল অ্যাপের মাধ্যমে। একইসঙ্গে UIDAI চালু করেছে ‘আধার ডেটা ভল্ট’ — যা আধার সংক্রান্ত ব্যক্তিগত তথ্যকে আরও সুরক্ষিত রাখবে এনক্রিপশন প্রযুক্তিতে।

আরও পড়ুন

বিশ্বজয়ী রিচা ঘোষকে সংবর্ধনা সিএবি-র, মুখ্যমন্ত্রী দিলেন ডেপুটি কমিশনার অফ পুলিশ-এর নিয়োগপত্র

খবর অনলাইন ডেস্ক: শনিবার ইডেন গার্ডেন্সে বাংলার প্রথম বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষকে সংবর্ধনা দিল...

বৃষ্টিতে শেষ ম্যাচ পরিত্যক্ত, ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল ভারত

ভারত: ৫২-০ (৪.৫ ওভার) (অভিষেক শর্মা ২৩, শুভমন গিল ২৯) ম্যাচ পরিত্যক্ত ব্রিসবেন (অস্ট্রেলিয়া): ব্রিসবেনের গাব্বায়...

ওয়াশিংটন-অক্ষরের দাপটে সিরিজ ২-১ করল ভারত, চতুর্থ টি২০ ম্যাচে ধরাশায়ী অস্ট্রেলিয়া

ভারত: ১৬৭-৮ (শুভমন গিল ৪৬, অভিষেক শর্মা ২৮, নাথান এলিস ৩-২১, অ্যাডাম জাম্পা ৩-৪৫) অস্ট্রেলিয়া:...