Homeখেলাধুলোক্রিকেটসেমিফাইনালে মধ্যপ্রদেশকে হারিয়ে রঞ্জি ট্রফির ফাইনালে বাংলা

সেমিফাইনালে মধ্যপ্রদেশকে হারিয়ে রঞ্জি ট্রফির ফাইনালে বাংলা

প্রকাশিত

রঞ্জি ট্রফির সেমিফাইনালে মধ্যপ্রদেশকে ৩০৬ রানের বড়ো ব্যবধানে গুঁড়িয়ে ফাইনালে পা রাখল মনোজ তিওয়ারির দল। উল্লেখযোগ্য ভাবে, গতবার সেমিফাইনালে বাংলা হেরে গিয়েছিল মধ্যপ্রদেশের কাছেই। এ ভার বড়ো ব্যবধানে জয় হাসিল করে নিলেন অনুষ্টুপ-সুদীপরা।

শেষবার ২০১৯-২০ সালে সৌরাষ্ট্রের বিরুদ্ধে শেষবার ফাইনালে খেলেছিলেন মনোজ তিওয়ারিরা। এ বারও অন্য একটি সেমিফাইনালে সৌরাষ্ট্র জিতলে ইডেনে রঞ্জির ফাইনাল খেলতে পারে বাংলা।

প্রথম ইনিংসে মধ্যপ্রদেশ শেষ হয়ে যায় ১৭০ রানে। ২৬৮ রানে লিড পেয়ে যায় বাংলা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করে বাংলা ৫৪৮ রানের বিরাট লক্ষ্য রাখে মধ্যপ্রদেশের সামনে। দ্বিতীয় ইনিংসে ২৪১ রানে গুটিয়ে যায় মধ্যপ্রদেশ দল। সেমিফাইনালে বাংলার জয় এল ৩০৬ রানের বড়ো ব্যবধানে। চতুর্থ দিনের শেষে পরিস্থিতি যেখানে দাঁড়িয়েছিল, তাতে বাংলার ফাইনালে ওঠা কেবল সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছিল। পঞ্চম তথা শেষ দিনের লাঞ্চের পরেই বাংলা শেষ ইনিংসে মধ্যপ্রদেশকে অল-আউট করে বড় ব্যবধানে ম্যাচ জেতে এবং ফাইনালের টিকিট হাসিল করে নিল।

অনুষ্টুপ মজুমদার দুই ইনিংসেই বড়ো রান করেন। ১টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরি করেন তিনি। সুদীপ ঘরামি প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন। দ্বিতীয় ইনিংসে হাফ-সেঞ্চুরি করার পাশাপাশি ৫ উইকেটে দখল করেন প্রদীপ্ত প্রামানিক। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন আকাশ দীপ। প্রথম ইনিংসে আকাশ দীপের ৫ উইকেটের সুবাদেই মধ্যপ্রদেশকে ১৭০ রানে আটকে রাখে বাংলা।

১৬ ফেব্রুয়ারি থেকে রঞ্জি ফাইনাল। ১৯৮৯-৯০ মরসুমের পর আবার রঞ্জি জয়ের হাতছানি। বাকি আর একটিই ম্যাচ। প্রতিপক্ষ সৌরাষ্ট্র হলে লড়াই চেনা ইডেনে। ফাইনালে কর্নাটক উঠলে লড়াই বেঙ্গালুরুতে। ৩২ বছর পর চুড়ান্ত সাফল্যের আশায় বুক বাঁধছে বাংলা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শহুরে ভারতীয়রা মিষ্টিপ্রেমী হয়ে উঠেছে! সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য

সমীক্ষায় জানা গেছে, ভারতের ৫১% শহুরে পরিবার মাসে অন্তত ৩-৪ বার ঐতিহ্যবাহী মিষ্টি খান। তবে ৫৫% নাগরিক এখন পছন্দ করছেন কম চিনি দেওয়া মিষ্টি। ডায়াবেটিস ও কৃত্রিম শর্করার ঝুঁকি নিয়েও সতর্ক বিশেষজ্ঞরা।

মহানগরীতে কালীপুজো: আলোকচিত্রীর ক্যামেরায়  

খবরঅনলাইন ডেস্ক: পঞ্জিকামতে সোমবার দুপুর ২টো ৫৭ মিনিট গতে শুরু হয়েছে অমাবস্যা, চলবে মঙ্গলবার...

আনন্দের মাঝেই শোক, দীপাবলীর রাতে না ফেরার দেশে বর্ষীয়ান অভিনেতা আসরানি

দীপাবলীর আনন্দের মধ্যেই শোকস্তব্ধ বলিউড। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ও কৌতুকশিল্পী আসরানি। বয়স হয়েছিল ৮৪ বছর। শোলে-র জেলর চরিত্রে আজও অমর তিনি।

কালীপুজো-দীপাবলিতে আকাশ থাকবে পরিষ্কার, সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা

কালীপুজো ও দীপাবলিতে রাজ্যের আকাশ থাকবে পরিষ্কার, নেই বৃষ্টির সম্ভাবনা। তবে সপ্তাহান্তে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন

অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রথম একদিনের ম্যাচেই নাস্তানাবুদ শুভমন গিলেরা

খারাপ আবহাওয়ার জন্য ম্যাচ নামিয়ে আনা হয় ২৬ ওভারে। প্রথমে ব্যাট করে ভারত করে ৯ উইকেটে ১৩৬ রান। বিরাট কোহলি, রোহিত শর্মার মতো তারকা ক্রিকেটার দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটের আসরে খেলতে নেমে পুরোপুরি ব্যর্থ হলেন।

অভিমন্যু ৭১ অপরাজিত, শামির ৪ উইকেট রনজি ম্যাচে উত্তরাখণ্ডকে ৮ উইকেটে হারাল বাংলা

অভিমন্যু ঈশ্বরণ ও মহম্মদ শামির দুর্দান্ত পারফরম্যান্সে রনজি ট্রফিতে উত্তরাখণ্ডকে ৮ উইকেটে হারাল বাংলা। শামি নিলেন ৭ উইকেট, ম্যাচের সেরা তিনি।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।