Homeখেলাধুলোক্রিকেটবিলি বাউডেন ও সাইমন টফেল আবারও আম্পায়ারিংয়ে ফিরছেন

বিলি বাউডেন ও সাইমন টফেল আবারও আম্পায়ারিংয়ে ফিরছেন

প্রকাশিত

আন্তর্জাতিক মাস্টার্স লিগে আম্পায়ার হিসেবে ফিরছেন বিলি বাউডেন ও সাইমন টফেল। তাঁরা গুণ্ডাপ্পা বিশ্বনাথের সঙ্গে আন্তর্জাতিক মাস্টার্স লিগের (আইএমএল) উদ্বোধনী আসরে দায়িত্ব পালন করবেন। পাঁচবারের আইসিসি বর্ষসেরা আম্পায়ার সাইমন টফেল আইএমএল আম্পায়ারদের প্যানেলের নেতৃত্ব দেবেন। তাঁর সঙ্গে থাকবেন অভিজ্ঞ আম্পায়ার উমেশ দুবে ও লিন্ডন এডওয়ার্ড হ্যানিবল। বিশ্বনাথ ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন, যাতে পুরো টুর্নামেন্টে সুষ্ঠু ও নিরপেক্ষ আম্পায়ারিং নিশ্চিত হয়।

সাইমন টফেল বলেন, “ক্রিকেট আমাদের অনেক অবিস্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে, এবং আন্তর্জাতিক মাস্টার্স লিগ সেই গৌরবময় দিনগুলোকে ফিরিয়ে আনছে। ক্রিকেট ইতিহাসের সেরা কিছু খেলোয়াড়ের ম্যাচে আম্পায়ার হিসেবে দাঁড়ানো আমার জন্য এক বিশাল সম্মানের বিষয়। ভক্তরা দারুণ উত্তেজনাপূর্ণ খেলা, পারস্পরিক সৌহার্দ্য এবং স্মরণীয় মুহূর্ত প্রত্যক্ষ করবেন।”

বিলি বাউডেন, যিনি নিজের অভিনব আম্পায়ারিং ভঙ্গির জন্য পরিচিত, তিনিও এই লিগে যুক্ত হয়ে আম্পায়ারিং প্যানেলকে আরও আকর্ষণীয় করে তুলেছেন।

অন্যদিকে, প্রাক্তন ভারতীয় অধিনায়ক গুণ্ডাপ্পা বিশ্বনাথ বলেন, “আন্তর্জাতিক মাস্টার্স লিগের প্রথম আসরে ম্যাচ রেফারি হওয়া আমার জন্য সম্মানের। এই টুর্নামেন্টে বিশ্ব ক্রিকেটের কিংবদন্তিরা একত্রিত হচ্ছেন, এবং আমি নিশ্চিত করতে চাই যে খেলার চেতনা অক্ষুণ্ণ থাকবে। ক্রিকেটের প্রতি ভালোবাসা কখনো ম্লান হয় না, আর এই লিগ সেটাই উদযাপন করছে।”

আন্তর্জাতিক মাস্টার্স লিগের সূচি ও অংশগ্রহণকারী ক্রিকেটাররা

প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে ২২ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ, ২০২৫ পর্যন্ত। খেলা হবে নবি মুম্বই, বড়োদরা এবং রায়পুরে।

এই লিগে অংশ নেবেন বিশ্ব ক্রিকেটের অবসরপ্রাপ্ত কিংবদন্তিরা। দলে থাকবেন—

ভারতের সচিন তেন্ডুলকর

শ্রীলঙ্কার কুমার সঙ্গকারা

ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা

অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন

দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস

ইংল্যান্ডের ইয়ন মরগান

লাইভ সম্প্রচার

২২ ফেব্রুয়ারি থেকে টুর্নামেন্টটি সরাসরি দেখা যাবে ডিজনি+ হটস্টার, কালার্স সিনেপ্লেক্স (এসডি ও এইচডি) এবং কালার্স সিনেপ্লেক্স সুপারহিটস চ্যানেলে। খেলা শুরু হবে রাত ৭:৩০ মিনিটে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এসআইআর তালিকায় সংশোধনে আরও সময় বাড়ল কমিশন, কতদিন পর্যন্ত করা যাবে আবেদন?

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ভোটার তালিকার খসড়ায় ভুল সংশোধনের সময়সীমা আরও চার দিন বাড়াল নির্বাচন কমিশন। আবেদন করা যাবে ১৯ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ ফেব্রুয়ারি।

আই-প্যাক তল্লাশিতে বাধার অভিযোগ: মমতা বন্দ্যোপাধ্যায় ও শীর্ষ পুলিশকর্তাদের নোটিশ সুপ্রিম কোর্টের, ইডি-র বিরুদ্ধে এফআইআর স্থগিত

খবর অনলাইন ডেস্ক: রাজ্যের রাজনৈতিক নেতৃত্ব ও কেন্দ্রীয় তদন্ত সংস্থার সংঘাতকে কেন্দ্র করে গুরুতর...

টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে সূর্যের আলোই হতে পারে গোপন অস্ত্র, বলছে নতুন গবেষণা

নতুন গবেষণায় দাবি, প্রতিদিন কিছু সময় সূর্যের আলোয় থাকলে টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য উপকার মিলতে পারে। কী বলছেন গবেষকরা?

প্রয়াত বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত হলেন বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন। ৯০ বছর বয়সে শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

হরমনপ্রীতির নেতৃত্বে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ, তিরুঅনন্তপুরমে শেষ টি-২০ ম্যাচে ভারতের ১৫ রানে জয়

ভারত: ১৭৫-৭ (হরমনপ্রীত কৌর ৬৮, অরুন্ধতী রেড্ডী ২৮ নট আউট, কবিশা দিলারি ২-১১, চামারি...

চতুর্থ টি২০-তে রানের বন্যা, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজে ৪-০ ফলে এগিয়ে গেল ভারত

ভারত: ২২১-২ (স্মৃতি মন্ধানা ৮০, শেফালি বর্মা ৭৯, রিচা ঘোষ ৪০ নট আউট, মালশা...