Home খেলাধুলো ক্রিকেট প্রয়াত বব সিম্পসন, অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি যুগের স্থপতি ছিলেন প্রাক্তন অধিনায়ক ও...

প্রয়াত বব সিম্পসন, অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি যুগের স্থপতি ছিলেন প্রাক্তন অধিনায়ক ও কোচ

Bob Simpson

ক্রিকেট দুনিয়ায় শোকের ছায়া

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও কোচ বব সিম্পসন আর নেই। শনিবার সিডনিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৯ বছর। ক্রিকেট বিশ্বে সিম্পসনকে ধরা হয় সেই মানুষ হিসেবে যিনি শুধু মাঠে পারফরম্যান্সের জন্য নন, বরং অস্ট্রেলিয়ান ক্রিকেটের সংস্কৃতি ও মানসিকতা আমূল বদলে দিয়েছিলেন।

সিম্পসনের ক্রিকেট কেরিয়ার

১৯৫৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সিম্পসনের।

  • খেলেছেন মোট ৬২ টেস্ট
  • রান: ৪,৮৬৯ (গড় ৪৬.৮১)
  • সেঞ্চুরি: ১০টি, সবকটিই অধিনায়ক হিসেবে
  • ত্রিশতরান: ১টি, দ্বিশতরান: ২টি
  • উইকেট: ৭১টি

১৯৬৮ সালে অবসর নিলেও, ১৯৭৭ সালে কেরি প্যাকার বিতর্কের সময় অস্ট্রেলিয়ার সংকটে আবারও মাঠে ফেরেন এবং অধিনায়কত্বের দায়িত্ব নেন।

প্রথম পূর্ণ সময়ের কোচ

অবসরের পর আবারও তাঁর দরকার পড়ে। ১৯৮৬ সালে কোচ হিসেবে দায়িত্ব নেন তিনি। টানা দুই বছর কোনও টেস্ট সিরিজ না জেতার হতাশা কাটিয়ে দেন তাঁর কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার পাঠে।
অ্যালান বর্ডারের সঙ্গে জুটি বেঁধে তিনি গড়ে তোলেন এক নতুন অস্ট্রেলিয়া দল—যেখানে উঠে আসেন ডেভিড বুন, ডিন জোন্স, স্টিভ ওয়া, মার্ভ হিউজদের মতো নাম।

অস্ট্রেলিয়ার সোনালি যুগের সূচনা

১৯৮৭ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথমবারের জন্য বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। সেই সাফল্যের স্থপতি ছিলেন বর্ডার-সিম্পসন যুগলবন্দি। পরে নির্বাচক হিসেবেও তিনি তরুণ প্রতিভাদের তুলে আনেন—যাদের মধ্যে ছিলেন মার্ক টেলর, মার্ক ওয়া, ইয়ান হিলি, শেন ওয়ার্ন, রিকি পন্টিং প্রমুখ।

ফলাফল:

  • ১৯৮৯ সালে অ্যাশেজ পুনরুদ্ধার, যা টানা ২০০৫ পর্যন্ত ধরে রাখে অস্ট্রেলিয়া।
  • ১৯৯৫ সালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টেস্ট সিরিজ জয়, প্রায় দুই দশকের অপেক্ষার অবসান।
  • তাঁর পরামর্শেই ৯০-এর দশকে শুরু হয় অস্ট্রেলিয়ার অপ্রতিরোধ্য দাপট।

১৯৯৬ সালে কোচের পদ থেকে সরে দাঁড়ালেও তাঁর গড়ে তোলা ভিত্তির ওপর দাঁড়িয়েই গ্লেন ম্যাকগ্রা, ম্যাথু হেডেন, জাস্টিন ল্যাঙ্গারদের নিয়ে বিশ্বের অন্যতম সেরা দল হয়ে ওঠে অস্ট্রেলিয়া।

খেলোয়াড়, অধিনায়ক, কোচ ও নির্বাচক—চারটি ভূমিকাতেই সমান দক্ষতার ছাপ রেখে গেছেন বব সিম্পসন। ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে তিনি কেবল একজন কিংবদন্তি নন, বরং ‘ক্রিকেট সংস্কৃতির স্থপতি’

আরও পড়ুন: প্রয়াত প্রাক্তন হকি অলিম্পিয়ান ভেস পেজ, বয়স হয়েছিল ৮০

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version