Home শিল্প-বাণিজ্য ১ অক্টোবর থেকে বড় পরিবর্তন! UPI-তে বন্ধ হচ্ছে এই অপশন

১ অক্টোবর থেকে বড় পরিবর্তন! UPI-তে বন্ধ হচ্ছে এই অপশন

১ অক্টোবর ২০২৫ থেকে UPI-র পিয়ার-টু-পিয়ার (P2P) টাকা চাওয়ার অপশন বন্ধ করছে NPCI। প্রতারণা রুখতেই এই সিদ্ধান্ত। তবে QR কোড স্ক্যান করে বা UPI ID ব্যবহার করে টাকা পাঠানো আগের মতোই সহজ থাকবে।

ইউপিআই

১ অক্টোবর ২০২৫ থেকে বদলে যাচ্ছে ভারতীয়দের UPI ব্যবহারের ধরন। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) ঘোষণা করেছে, আর পিয়ার-টু-পিয়ার (P2P) মনি রিকোয়েস্ট বা টাকা চাওয়ার অপশন থাকবে না। প্রতারণা বেড়ে যাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এখন পর্যন্ত অনেকেই বন্ধুবান্ধবকে টাকা চাওয়ার জন্য এই “রিকোয়েস্ট মানি” অপশন ব্যবহার করতেন। কিন্তু প্রতারকেরা সুযোগ নিয়ে ভুয়ো রিকোয়েস্ট পাঠিয়ে অসংখ্য মানুষকে ফাঁদে ফেলত। অনেকেই ভুল করে ভেবে নিয়েছেন তাঁরা টাকা পাচ্ছেন, অথচ এক ট্যাপে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেছে।

NPCI স্পষ্ট জানিয়েছে, ২ অক্টোবর থেকে কোনও অ্যাপ, ব্যাংক বা পেমেন্ট সার্ভিসে P2P কালেক্ট রিকোয়েস্ট চালু রাখা যাবে না। সিস্টেম আপডেট করে এই ফিচার বন্ধ করতে হবে।

তবে চিন্তার কিছু নেই, কারণ UPI-র অন্যান্য সুবিধা অপরিবর্তিত থাকবে। যেমন—

  • UPI ID, মোবাইল নম্বর বা ব্যাংক ডিটেলস ব্যবহার করে সরাসরি টাকা পাঠানো যাবে।
  • QR কোড স্ক্যান করে বন্ধু, পরিবার বা দোকানে পেমেন্ট করা যাবে।
  • ভেরিফায়েড মার্চেন্টদের (যেমন অনলাইন শপিং অ্যাপ, ফুড ডেলিভারি অ্যাপ) রিকোয়েস্ট অনুমোদন করার সুযোগ থাকবে।

গুরুত্বপূর্ণ বিষয় হল, এই পরিবর্তন শুধুমাত্র P2P অর্থাৎ ব্যক্তি থেকে ব্যক্তির রিকোয়েস্ট-এর ক্ষেত্রে প্রযোজ্য। মার্চেন্ট কালেক্ট রিকোয়েস্ট আগের মতোই চলবে এবং তাদের জন্য ট্রানজ্যাকশন ক্যাপও বেশি থাকবে। (যেখানে P2P রিকোয়েস্টের সীমা ছিল সর্বোচ্চ ₹২,০০০)।

NPCI জানিয়েছে, এই পদক্ষেপ আসলে নিরাপত্তা জোরদার করার জন্য। কারণ, একটি ভুয়ো রিকোয়েস্টে ভুল করে ট্যাপ করে ফেলার ঝুঁকি অনেকটাই বেশি ছিল। ফলে প্রতারকরা ক্রমশ এই অপশন ব্যবহার করে ফাঁদ পাতছিল।

এখন থেকে প্রকৃত ব্যবহারকারীদের হয়তো একটু অসুবিধা হবে, কারণ টাকা চাওয়ার জন্য সরাসরি মেসেজ করতে হবে বা QR কোড শেয়ার করতে হবে। তবে এর ফলে প্রতারণার ঝুঁকি কমবে বলেই মনে করছে সংস্থা।

UPI ইতিমধ্যেই ভারতের ডিজিটাল পেমেন্টের মুকুট রত্ন, যেখানে প্রতি মাসে বিলিয়ন সংখ্যক লেনদেন হয়। এখন সেই ব্যবস্থায় নতুন জোর দেওয়া হচ্ছে নিরাপত্তা ও আস্থার ওপর।

আরও পড়ুন:

দীপাবলির আগে আসছে ‘নেক্সট জেনারেশন’ জিএসটি সংস্কার! ‘কর কমবে’ নিত্যপ্রয়োজনীয় জিনিসে, জানুন সবিস্তারে

১ আগস্ট থেকে বদল UPI-তে! দিনে কতবার ব্যালেন্স দেখবেন, কোন সময়ে অটো-পে চলবে—জানুন নতুন নিয়ম

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version