Homeখেলাধুলোক্রিকেটবুমরার বিধ্বংসী স্পেল, চতুর্থ দিনে বক্সিং ডে টেস্টে ভারতের প্রত্যাবর্তন

বুমরার বিধ্বংসী স্পেল, চতুর্থ দিনে বক্সিং ডে টেস্টে ভারতের প্রত্যাবর্তন

প্রকাশিত

বক্সিং ডে টেস্টের চতুর্থ দিনে এমসিজিতে ভারতের জন্য আশার আলো জ্বালাল জসপ্রীত বুমরার ঝকঝকে পেস বোলিং। বুমরা তাঁর বিধ্বংসী স্পেলে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ৫৬ রানে ৪ উইকেট তুলে নেন, যা দলের প্রত্যাবর্তনে বড় ভূমিকা রাখে।

দিনের শুরুটা ভারতীয় শিবিরে উচ্ছ্বাস নিয়ে এলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। আগের দিনের স্কোর ৩৫৮ রানে ব্যাটিংয়ে নামেন সেঞ্চুরিয়ান নীতীশ কুমার রেড্ডি ও মহম্মদ সিরাজ। কিন্তু নাথান লায়নের দারুণ স্পিনে নীতীশ ১১৪ রানে ফিরে গেলে ভারতের ইনিংস ৩৬৯ রানে গুটিয়ে যায়।

বল হাতে ভারতীয় বোলাররা শক্তি নিয়ে মাঠে নামেন। বুমরার শুরুটা ছিল দুরন্ত। তৃতীয় ওভারের দ্বিতীয় বলেই উসমান খোয়াজাকে প্যাভিলিয়নে ফেরানোর সুযোগ তৈরি করেছিলেন তিনি। কিন্তু লেগ গালিতে দাঁড়ানো ইয়াশস্বী জয়সওয়ালের হাত ফস্কে বেরিয়ে যায় বল। জয়সওয়াল পরে আরও দুই ক্যাচ ফেলেন, যার মধ্যে মার্নাস লাবুশেন ও প্যাট কামিন্সের ক্যাচ ছিল।

তবে সিরাজ প্রথম সাফল্য এনে দেন খোয়াজাকে ২১ রানে বোল্ড করে। বুমরা তার প্রথম শিকার হিসেবে মাত্র ৮ রানে ফিরিয়ে দেন স্যাম কনস্টাসকে, যিনি প্রথম ইনিংসে ভারতের মাথাব্যথার কারণ হয়েছিলেন।

এরপর সিরাজ স্টিভ স্মিথকে ১৩ রানে আউট করলে অস্ট্রেলিয়ার ইনিংসের গতি রুদ্ধ হয়। বুমরা এক ওভারে ট্র্যাভিস হেড (১) এবং মিচেল মার্শকে (০) আউট করে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে ধস নামান। এই ম্যাচেই বুমরা ২০০ টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ করেন, যা ভারতের পেসারদের মধ্যে দ্রুততম।

বুমরা এরপর অ্যালেক্স কেরিকে (২) বোল্ড করে অস্ট্রেলিয়ার ইনিংসে শেষের সুর বাজিয়ে দেন। যদিও মার্নাস লাবুশেনের ক্যাচ মিস করায় ভারত সুযোগ হাতছাড়া করে। অস্ট্রেলিয়ার লিড তখন ২০৪।

 দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ৯ উইকেটে ২২৮। আয়োজকেরা এগিয়ে ৩৩৩ রানে। সোমবার ভারতীয় দলের লক্ষ্য হবে যত দ্রুত সম্ভব অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ করা।

ভারতীয় বোলারদের এই দুর্দান্ত পারফরম্যান্স দলকে ম্যাচে ফিরিয়ে আনলেও ফিল্ডিংয়ের ফাঁকফোকর বড় প্রশ্ন তুলে দিল। এখন দেখার, পঞ্চম দিনে ভারতীয় ব্যাটিং লাইনআপ এই লক্ষ্য তাড়া করে টেস্ট জিততে পারে কি না।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

‘চারদিকে শুধু রক্ত!’ লন্ডনগামী ট্রেনে ছুরি নিয়ে হামলা! ১০ জন আহত, ২ অভিযুক্ত গ্রেফতার

লন্ডনগামী ট্রেনে চলন্ত অবস্থায় ছুরিকাঘাতে আতঙ্ক! ১০ জন আহত, যার মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় ২ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।

বাংলাদেশি সন্দেহে কৃষককে চায়ের দোকান থেকে তুলে নিয়ে মারধর! বিএসএফের বিরুদ্ধে অভিযোগ দায়ের নদিয়ায়

বাংলাদেশি সন্দেহে নদিয়ার এক কৃষককে চায়ের দোকান থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে। জখম কৃষক রফিকুল মোল্লা থানায় লিখিত অভিযোগ করেছেন, ঘটনার পর উত্তেজনা ছড়িয়েছে চাপড়া সীমান্তে।

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের লোগো উদ্বোধন

খবর অনলাইন ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের বয়স এবার ২০ হতে চলেছে। এই ২০তম...

আরও পড়ুন

বিশ্বকাপের ফাইনাল, এর চেয়ে বড় সুযোগ জীবনে আর কিছু হতে পারে না: হরমনপ্রীত কৌর

খবর অনলাইন ডেস্ক: দু’দিন আগেই অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা...

অভিষেক শর্মার ৩৭ বলে ৬৮ কাজে দিল না, দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে মাত করল অস্ট্রেলিয়া

ভারত: ১২৫ (১৮.৪ ওভার) (অভিষেক শর্মা ৬৮, হর্ষিত রানা ৩৫, জোশ হ্যাজলউড ৩-১৩, নাথান...

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...