Home খেলাধুলো ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫: নিরপেক্ষ ভেনুতে হাইব্রিড মডেল, পাকিস্তানে খেলবে না ভারত

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫: নিরপেক্ষ ভেনুতে হাইব্রিড মডেল, পাকিস্তানে খেলবে না ভারত

0

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে আয়োজিত হবে। এমনটাই ঘোষণা করে দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে আয়োজিত হলে ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেনুতে অনুষ্ঠিত হবে। আইসিসি জানায়, ২০২৪-২০২৭ সাল পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে আইসিসি ইভেন্টের সব ম্যাচ নিরপেক্ষ ভেনুতে খেলা হবে। এর ফলে পাকিস্তান ২০২৫ সালের মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে আসবে না।

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। তবে ভারতের পাকিস্তানে খেলার অনীহার কারণে টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। আইসিসি স্পষ্ট করে জানায়, এই সিদ্ধান্ত ২০২৫ সালের পুরুষদের চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২৫ সালের মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ এবং ২০২৬ সালের পুরুষদের টি-২০ বিশ্বকাপে প্রযোজ্য হবে।

পাকিস্তান ২০২৮ সালের মহিলাদের টি-২০ বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব পেয়েছে। ওই টুর্নামেন্টেও নিরপেক্ষ ভেনুর নিয়ম কার্যকর থাকবে। এ ছাড়া ২০২৯-২০৩১ চক্রে একটি মহিলাদের ইভেন্ট আয়োজন করবে ক্রিকেট অস্ট্রেলিয়া।

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সঠিক সূচি এখনও ঘোষণা করা হয়নি। তবে আট দলের এই টুর্নামেন্টে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা ও স্বাগতিক পাকিস্তান অংশ নেবে। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী হওয়ায় এ বারও পাকিস্তানের লক্ষ্য শিরোপা রক্ষা করা।

উল্লেখ্য, ভারত সরকারের পক্ষ থেকে পাকিস্তানে ভারতীয় ক্রিকেট দল পাঠানোর অনুমতি না দেওয়ার কারণে আইসিসি গত শুক্রবার বোর্ড মিটিংয়ে জানিয়েছে, হাইব্রিড মডেলই এখন একমাত্র বাস্তবসম্মত সমাধান। আইসিসি-র প্রস্তাবিত এই মডেল পাকিস্তানকে আংশিক ভাবে হলেও আয়োজক হিসেবে স্বীকৃতি দেয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version