Home শিক্ষা ও কেরিয়ার বছর ঘুরলেই ৯ শতাংশ বাড়বে কাজের বাজার, নজরে কোন কোন ক্ষেত্র

বছর ঘুরলেই ৯ শতাংশ বাড়বে কাজের বাজার, নজরে কোন কোন ক্ষেত্র

0

২০২৫-এ ভারতের চাকরির বাজারে ৯ শতাংশ বৃদ্ধির ইঙ্গিত! চর্চায় আইটি, খুচরো ব্যবসা এবং ব্যাংকিং খাত

২০২৫ সালে ভারতের চাকরির বাজার ৯ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা দেখাচ্ছে। যেখানে প্রধান অবদান থাকবে তথ্যপ্রযুক্তি, খুচরো ব্যবসা, টেলিকম এবং ব্যাংকিং, আর্থিক পরিষেবা ও বিমা (BFSI)-র মতো ক্ষেত্রগুলো। চাকরি ও প্রতিভা প্ল্যাটফর্ম ফাউন্ডইট (Foundit)-এর (আগের মনস্টার এপিএসি অ্যান্ড এমই) তথ্য অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বর মাসে নিয়োগের হার আগের বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ এবং আগের মাসের তুলনায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ফাউন্ডইট-এর সমীক্ষা অনুযায়ী, উদীয়মান প্রযুক্তি এবং ব্যবসার অগ্রাধিকার পরিবর্তন ২০২৫ সালে ভারতের চাকরির বাজারকে নতুন আকার দেবে। এজ কম্পিউটিং, কোয়ান্টাম অ্যাপ্লিকেশন এবং সাইবার সুরক্ষা প্রযুক্তির উন্নয়ন উৎপাদন, স্বাস্থ্যসেবা এবং আইটি শিল্পে রূপান্তর ঘটাবে। অন্য দিকে, ছোটো মিডিয়া নেটওয়ার্ক এবং এআই-চালিত কর্মী বিশ্লেষণ ই-কমার্স, মানবসম্পদ এবং ডিজিটাল পরিষেবার ক্ষেত্রে প্রতিভার চাহিদা পুনর্গঠন করবে।

ফাউন্ডইট-এর সমীক্ষায় আরও বলা হয়েছে, সংস্থাগুলি ডিজিটাল মার্কেটিং, বিজ্ঞাপন ব্যবস্থাপনা এবং মানবসম্পদ বিশ্লেষণে দক্ষ পেশাদারদের খুঁজছে।

ফাইন্ডইট-এর ভাইস প্রেসিডেন্ট অনুপমা ভীমরাজকা সংবাদমাধ্যমের কাছে বলেন, “বিভিন্ন সংস্থা অভিজ্ঞ পেশাদারদের পাশাপাশি প্রতিষ্ঠিত কেন্দ্রগুলির বাইরেও প্রতিভা খুঁজছে। এই পদক্ষেপ একটি স্বাস্থ্যকর, বৈচিত্র্যময় কাজের পরিবেশ তৈরি করবে, যা ভবিষ্যতের চাহিদার সঙ্গে মানানসই কর্মীশক্তি গড়তে সাহায্য করবে।”

তথ্যপ্রযুক্তি খাত ২০২৫ সালে নিয়োগে ১৫ শতাংশ বৃদ্ধি অর্জন করবে বলে আশা করা হচ্ছে। এর চালিকা শক্তি হিসেবে কাজ করবে গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টারের (GCCs) সম্প্রসারণ এবং মাল্টি-ক্লাউড-এর অন্তর্ভুক্তকরণ।

উল্লেখযোগ্য ভাবে, অনেকেই যেখানে মনে করেছিল এআইয়ের ফলে ভারতে চাকরির বাজার অনেক বেশি কমবে। কিন্তু সেই সব ধারণাকে ভুল প্রমাণিত করে ভারতের বাজারে নতুন কাজের জোয়ার আনবে এআই। বিশেষজ্ঞরা মনে করছেন, যদিও অনেক পুরনো কাজের ধরণ প্রযুক্তির কারণে বিলুপ্ত হতে পারে, তবে নতুন শিল্প এবং সেক্টর তৈরি হওয়ার মাধ্যমে লক্ষ লক্ষ নতুন চাকরি সৃষ্টি হবে।

আরও পড়ুন: এসবিআই ক্লার্ক নিয়োগ: ১৩,৭৩৫ পদের জন্য আবেদন শুরু, কী ভাবে করবেন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version