চেন্নাই সুপার কিংস: ২১৭/৭ (রুতুরাজ-৫৭, কনওয়ে-৪৭, উড-৪৯/৩, বিষ্ণোই-৩৮/৩)
লখনউ সুপার জায়ান্টস: ২০৫/৭ (মায়ার্স-৫৩, পুরান-৩২, মইন আলি-২৬/৪)
সোমবার চিপকে অন্য উন্মাদনা ছিল চেন্নাই সুপার কিংসকে ঘিরে। ম্যাচ জিততে পারলেন না লোকেশ রাহুলরা। ১২ রানে ম্যাচ জিতল ধোনির চেন্নাই।
টস জিতে চেন্নাই সুপার কিংসকে ব্যাট করতে পাঠিয়েছিলেন লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুল। আগের ম্যাচে ছন্দ ধরে রেখে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে থাকেন রুতুরাজ। আগের ম্যাচে ব্যর্থতা কাটিয়ে রানে ফেরেন ডেভন কনওয়ে। প্রথম উইকেটে মাত্র ৯ ওভারে ১১০ রান করেন চেন্নাই সুপার কিংসের দুই ওপেনার।
অর্ধশতরান করলেন রুতুরাজ গায়কোয়াড়। অন্য ওপেনার ডেভন কনওয়েও রান করলেন। মাত্র ৮ ওভারে ১০০ রান পার হয়ে যায় চেন্নাইয়ের। রুতুরাজ ৫৭ এবং কনওয়ে ৪৭। শিবম দুবে (২৭) এবং মইন আলি (১৯) তাড়াতাড়ি ফিরলেও রানের গতি কমেনি। নিজের স্টাইলে দুটি বিশাল ছক্কায় ইনিংস শেষ করেন মহেন্দ্র সিং ধোনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ২১৭ রান তুলে নেয় চেন্নাই।
অন্য দিকে, ২৯ রানে উইকেট নেন রবি বিষ্ণোই। ৪৯ রানে ৩ উইকেট মার্ক উডের।
জবাবে ব্যাট করতে নেমে ঝোড়ো ব্যাটিং শুরু করেন লখনউয়ের ওপেনার কাইল মায়ের্স। মাত্র ২১ বলে অর্ধশতরান করে ৫৩ রানের মাথায় আউট হয়ে যান মায়ের্স। নিকোলাস পুরান ভালো শুরু করলেও ৩২ রানের মাথায় আউট হয়ে যান। অনেক চেষ্টা করেও ব্যর্থ আয়ুষ বাদোনি ও কৃষ্ণাপ্পা গৌতম।
দুরন্ত বোলিং করে ২৬ রানে ৪ উইকেট তুলে নেন মইন। শেষমেষ ২০৫ রানে থেমে গেল লখনউয়ের ইনিংস। ১২ রানে জয়ী চেন্নাই সুপার কিংস। প্রথম ম্যাচে ধোনির নেতৃত্বের গলদ নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু এদিন শেষ দুই ওভারে ক্যাপ্টেন কুলের মগজাস্ত্রের কাছেই কার্যত হারল লখনউ। শেষ ওভারে বল তুলে দেন তুষার দেশপাণ্ডের হাতে। একটি নো বল করলেও বাকিটা নিরাশ করেননি অধিনায়ককে।