Home খেলাধুলো ক্রিকেট ১৫ অক্টোবর অমদাবাদে ভারত বনাম পাকিস্তান, দেখুন ওডিআই বিশ্বকাপের সম্পূর্ণ ক্রীড়াসূচি

১৫ অক্টোবর অমদাবাদে ভারত বনাম পাকিস্তান, দেখুন ওডিআই বিশ্বকাপের সম্পূর্ণ ক্রীড়াসূচি

১৫ অক্টোবর অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হতে চলেছে পাকিস্তান।

0

ক্যালেন্ডারে ১৫ অক্টোবর তারিখটা এখন থেকে দাগিয়ে রাখতে পারেন ক্রিকেট অনুরাগীরা। ৫ অক্টোবর শুরু হচ্ছে আইসিসি এক দিনের বিশ্বকাপ (ICC ODI World Cup 2023)। ১৫ অক্টোবর অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হতে চলেছে পাকিস্তান।

মঙ্গলবার প্রকাশিত হয়েছে আইসিসি এক দিনের বিশ্বকাপ ২০২৩-এর ক্রীড়াসূচি। ২০১১ সালের পর প্রথমবারের মতো ইভেন্টটি আয়োজন করছে ভারত।

দু’বার বিশ্বকাপ জিতেছে ভারত। ১৯৮৩-র পর ২০১১-য় আয়োজক দেশ হিসেবে ঘরের মাটিতে চ্যাম্পিয়নের শিরোপা তুলে নেয় মহেন্দ্র সিং ধোনীর নেতৃত্বাধীন ভারতীয় দল। চার বার সেমিফাইনালে থেকেই বিদায় নিতে হয়েছে। শেষ দু’টি যথাক্রমে অস্ট্রেলিয়া (২০১৫) এবং ইংল্যান্ডে (২০১৯)।

এ বারের বিশ্বকাপেও সকলের নজর থাকবে ভারত ও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের ম্যাচে। ১৯৯২ বিশ্বকাপ থেকে শুরু করে দুই দলই সাতবার বিশ্বকাপে খেলেছে। এরপর তারা ১৯৯৬, ১৯৯৯, ২০০৩, ২০১১, ২০১৫ এবং ২০১৯ সালে একে অপরের মুখোমুখি হয়েছে।

icc odi world cup 2023

আইসিসি এক দিনের বিশ্বকাপ ২০২৩-এর ক্রীড়াসূচি। ছবি: আইসিসি

ওডিআই বিশ্বকাপের মঞ্চে এখনও পর্যন্ত দুই দলের মধ্যে সবকটি ম্যাচই জিতেছে ভারত। শেষবার তারা একে অপরের বিরুদ্ধে খেলেছিল ২০১৯ বিশ্বকাপে, ম্যানচেস্টারে। যেখানে কোহলির নেতৃত্বে ভারতীয় দল ৮৯ রানে জিতেছিল। এ বারের বিশ্বকাপে ১৫ অক্টোবর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফের দুই দল লড়াইয়ে নামতে চলেছে।

বলে রাখা ভালো, এ বারের বিশ্বকাপে ভারতের মোট ১২টি স্টেডিয়ামে খেলা হবে। বিশ্বকাপের দু’টি সেমিফাইনালের দায়িত্ব পেয়েছে কলকাতা ও মুম্বই। ভারত নিজেদের ম্যাচগুলি খেলবে ৮ অক্টোবর, ১১ অক্টোবর, ১৫ অক্টোবর, ১৯ অক্টোবর, ২২ অক্টোবর, ২৯ অক্টোবর, ২ নভেম্বর, ৫ নভেম্বর ও ১১ নভেম্বর।

আরও পড়ুন: ফের আবহাওয়ার ভোলবদলের সম্ভাবনা, ফিরতে পারে অস্বস্তি

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version