Home খেলাধুলো ক্রিকেট হার্দিক নয়, ভারত-শ্রীলঙ্কা টি২০ সিরিজে নেতৃত্ব দেবেন সূর্যকুমার, একদিনের ম্যাচে রোহিত

হার্দিক নয়, ভারত-শ্রীলঙ্কা টি২০ সিরিজে নেতৃত্ব দেবেন সূর্যকুমার, একদিনের ম্যাচে রোহিত

0
রোহিত শর্মা, সূর্যকুমার যাদব।

খবর অনলাইন ডেস্ক: হার্দিক পাণ্ড্য নয়, ভারত-শ্রীলঙ্কা টি২০ সিরিজে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। আর একদিনের ম্যাচের সিরিজে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। দু’ ধরনের ম্যাচেই ভারতের সহ-অধিনায়ক থাকবেন শুবমন গিল। বিরাট কোহলি একদিনের সিরিজে দলে রয়েছেন। বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজাকে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩টি টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত। খেলাগুলি হবে পাল্লেকেলেতে। একদিনের ম্যাচের সিরিজ শুরু হবে ২ আগস্ট থেকে, চলবে ৭ আগস্ট পর্যন্ত। এই খেলাগুলি হবে কলম্বোয়। 

কেন হার্দিক নয়

দিনতিনেক আগে নাম প্রকাশ করা চলবে না, এই শর্তে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) এক প্রবীণ সদস্য সংবাদসংস্থা পিটিআইকে বলেছিলেন, “রোহিত শর্মার নেতৃত্বাধীন টি২০ ভারতীয় দলের সহ-অধিনায়ক ছিলেন হার্দিক পাণ্ড্য। তিনি এখন সম্পূর্ণ ফিট এবং তাঁকে তিন ম্যাচের টি২০ সিরিজে পাওয়াও যাবে। তিনিই দলকে নেতৃত্ব দেবেন।”

আদতে হার্দিক টি২০ সিরিজে ভারতের নেতৃত্ব তো দিচ্ছেনই না, তার ওপর তাঁকে সহ-অধিনায়কও করা হয়নি। কিন্তু কেন? ইএসপিএনক্রিকইনফো বলেছে, “পাণ্ড্যর বিরুদ্ধে কাজ করেছে শারীরিক সক্ষমতার বিষয়টি এবং তাঁর ওপর কাজের চাপের (ওয়ার্কলোড) বিষয়টি। ২০২৩-এ একদিনের ম্যাচের বিশ্বকাপে গোড়ালিতে চোট পেয়েছিলেন হার্দিক। সেই কারণে এই তারকা অল-রাউন্ডার দীর্ঘদিন খেলা থেকে সরে ছিলেন। শুধু তা-ই নয়, এর আগেও হার্দিক চোটের কারণে আরও অনেক টুর্নামেন্টে যোগ দিতে পারেননি।

এই মুহূর্তে হার্দিককে ভারতের সর্বশ্রেষ্ঠ বোলিং অল-রাউন্ডার বলাই যায়। ভারতীয় ক্রিকেটে তিনি এক বিরল পণ্য। সেই কারণে ক্রিকেট পরিচালন সংস্থা তাঁর কাজের চাপের দিকটি খেয়াল রেখেই তাঁর কাঁধে বাড়তি দায়িত্ব চাপাননি।

শ্রীলঙ্কাগামী ভারতীয় দল

টি২০ – সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুবমন গিল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, ঋষভ পন্থ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিশনয়, অর্শদীপ সিং, খলিল আহমেদ এবং মহম্মদ সিরাজ।

একদিনের ম্যাচ – রোহিত শর্মা (অধিনায়ক), শুবমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, কে এল রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, রিয়ান পরাগ, অক্ষর পটেল, খলিল আহমেদ এবং হরষিত রানা।       

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version