Homeখেলাধুলোক্রিকেটএকদিনের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে সবচেয়ে বড়ো জয় পেল ভারত এবং আরও কিছু...

একদিনের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে সবচেয়ে বড়ো জয় পেল ভারত এবং আরও কিছু স্মরণীয় ঘটনা   

প্রকাশিত

কলম্বো: পাকিস্তানের বিরুদ্ধে শুধুমাত্র বিপুল রানের ব্যবধানে জয়ের জন্যই নয়, নানা কারণেই স্মরণীয় হয়ে থাকল এশিয়া কাপে সুপার ফোর স্টেজে ভারত-পাকিস্তান ম্যাচটি।

ক্যান্ডির পল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এশিয়া কাপের গ্রুপ লিগে ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। দু’পক্ষ পয়েন্ট ভাগাভাগি করে নেয় এবং শেষ পর্যন্ত সুপার ফোর স্টেজে তারা জায়গা করে নেয়। যেহেতু বৃষ্টি লিগের খেলা বানচাল করে দিয়েছিল সেহেতু সুপার ফোর স্টেজের এই খেলার দিকে ক্রীড়াপ্রেমী মানুষের নজর ছিল খুবই বেশি।

কিন্তু কলম্বোর আবহাওয়ার পূর্বাভাস খেলার পক্ষে খুব একটা অনুকূল ছিল না। প্রতি মুহূর্তে আশঙ্কা ছিল, এই ম্যাচও কি ভেস্তে দেবে বৃষ্টি? শেষ পর্যন্ত ৫০ ওভারের একদিনের ম্যাচ চলল দু’দিন ধরে। বৃষ্টি উপেক্ষা করে আর প্রেমদাস স্টেডিয়ামে ম্যাচ শেষ হল এবং পুরো ম্যাচই হল। ক্রিকেটের ইতিহাসে বৃষ্টি-বিঘ্নিত ম্যাচ অনেক আছে। কিন্তু এই ভাবে দু’দিন ধরে খেলে একদিনের ম্যাচ পুরো শেষ করার ঘটনা যে কটা আছে তা বোধহয় হাতে গোনা যায়।

ক্রিকেটের ইতিহাসে এই ম্যাচ স্মরণীয় হয়ে থাকবে আরও নানা কারণে —

(১) ক্রিকেটের ইতিহাসে একদিনের আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে এত বড়ো জয় ভারত আগে কখনও পায়নি। ২২৮ রানে জয় সর্বাধিক রানের ব্যবধানে জয়। রানের হিসাবে সর্বাধিক ব্যবধানে জয়ের রেকর্ডটি এত দিন দখলে ছিল পাকিস্তানের। ২০১৭-এর ১৮ জুন ওভালে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির একদিনের ম্যাচে সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন পাকিস্তান ১৮০ রানে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতকে হারায়। কিন্তু উইকেটের হিসাবে জয়ের ব্যবধানের রেকর্ড রয়েছে দু’দেশের দখলেই। ১৯৯৭-এর ২ অক্টোবর লাহোরে অনুষ্ঠিত একদিনের ম্যাচে সঈদ আনোয়ারের পাকিস্তান ৯ উইকেটে সচিন তেন্ডুলকরের ভারতকে হারায়। ২০১৮-এর ২৩ সেপ্টেম্বের দুবাইয়ে অনুষ্ঠিত একদিনের ম্যাচে রোহিত শর্মার ভারত ৯ উইকেটে সরফরাজ আহমেদের পাকিস্তানকে হারায়।

(২) এই ম্যাচে আর-একটা উল্লেখযোগ্য ঘটনা হল ভারতের প্রথম চারজন ব্যাটারই অর্ধশত রান করলেন। রবিবার করেছিলেন রোহিত শর্মা এবং শুবমন গিল। আজ দলের ৩ ও ৪ নম্বর ব্যাটার কোহলি এবং রাহুল। শেষ পর্যন্ত তাঁরা সেঞ্চুরি করেন।  একদিনের ক্রিকেটে ভারতের প্রথম চার জন ব্যাটারই ৫০ পূর্ণ করলেন, এ রকম ঘটনা এই নিয়ে চারবার ঘটল এবং ২০১৭-এর পরে প্রথম।

(৩) এ দিনের কলম্বোর ম্যাচে বিরাট কোহলি একদিনের ক্রিকেটে তাঁর ১৩০০০ রান পূর্ণ করেন। তিনি বিশ্বের পঞ্চম ক্রিকেটার যিনি এই কৃতিত্বের অধিকারী হলেন। তিনি ২৭৮ একদিনের ম্যাচ খেলে ১৩০০০-এর গণ্ডি পেরোলেন। এর আগে যাঁরা এই কৃতিত্বের অধিকারী হয়েছেন, তাঁরা হলেন সচিন তেন্ডুলকর (ভারত, ১৮৪২৬ রান, ৪৫২ ম্যাচ), কুমার সঙ্গাকারা (শ্রীলঙ্কা, ১৪২৩৪ রান, ৪০৪ ম্যাচ), রিকি পন্টিং (অস্ট্রেলিয়া, ১৩৭০৪ রান, ৩৭৫ ম্যাচ) এবং সনৎ জয়সূর্য (শ্রীলঙ্কা, ১৩৪৩০ রান, ৪৪৫ ম্যাচ)।

(৪) এ দিন আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ৭৭তম সেঞ্চুরিটি করলেন বিরাট কোহলি। একদিনের ম্যাচে এটি ছিল তাঁর ৪৭তম সেঞ্চুরি।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভারতে এল এআই ফিচার সহ স্যামসাঙের Galaxy Tab S10, দাম কত থেকে শুরু?

স্যামসাঙ লঞ্চ করল নতুন Galaxy Tab S10 Lite। 6GB/8GB RAM, বড়ো ডিসপ্লে, 8,000mAh ব্যাটারি, S Pen ও AI ফিচার সহ মিলবে এই ট্যাবলেট। দাম ২০-২২ হাজার টাকার মধ্যে।

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

আরও পড়ুন

এশিয়া কাপে ভারতীয় দলের নেতৃত্বে সূর্যকুমার, সহ-অধিনায়ক শুভমন গিল, প্রশ্ন রইল যশস্বী ও শ্রেয়সের বাদ পড়া নিয়ে

Asia Cup 2025: এশিয়া কাপ ২০২৫-এ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হলেন সূর্যকুমার যাদব। সহ-অধিনায়ক দায়িত্বে থাকছেন শুভমন গিল। বিসিসিআইয়ের ঘোষণায় চমক।

প্রয়াত বব সিম্পসন, অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি যুগের স্থপতি ছিলেন প্রাক্তন অধিনায়ক ও কোচ

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি কোচ বব সিম্পসন প্রয়াত। ৮৯ বছর বয়সে সিডনিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর হাত ধরেই শুরু হয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি অধ্যায়।

ইংল্যান্ড সফরে একগুচ্ছ নজির গড়লেন ভারতের অধিনায়ক শুভমন গিল

খবর অনলাইন ডেস্ক: রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় ভারতের ইংল্যান্ড সফরে অধিনায়ক...