Home খেলাধুলো ক্রিকেট বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: সাউথ আফ্রিকার কাছে লজ্জাজনক হার ইংল্যান্ডের

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: সাউথ আফ্রিকার কাছে লজ্জাজনক হার ইংল্যান্ডের

0

সাউথ আফ্রিকা: ৩৯৯/৭ (ক্লাসেন ১০৯, হেনড্রিক্স ৮৫, মার্কো ৭৫* টপলি ৩/৮৮)

ইংল্যান্ড: ১৭০ (২২) (উড ৪৩*, অ্যাটকিনসন ৩৫, ব্রুক ১৭, গেরাল্ড ৩/৩৫)

জয়ে ফিরল সাউথ আফ্রিকা। আর জয় তো নয়, একেবারে রেকর্ড গড়ে ইংল্যান্ডকে হারাল। গত বারের চ্যাম্পিয়ন দলকে ২২৯ রানে হারিয়ে দিল সাউথ আফ্রিকা। এটি ইংল্যান্ডের চার ম্যাচে তিন নম্বর হার। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তানও জিতেছিল। অন্য দিকে, প্রোটিয়া বাহিনী নেদারল্যান্ডসের বিরুদ্ধে লজ্জার হারের শিকার হয়েছিল।

শনিবার টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। চোটের কারণে খেলতে পারেননি প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা। নেতৃত্ব দেন এইডেন মার্কব়্যাম।

ওয়াংখেড়ে স্টেডিয়ামের ব্যাটিং স্বর্গে শুরুতেই কুইন্টন ডি’ককের (৪) উইকেট হারিয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। রিজা হেনড্রিক্স (৮৫), রাসি ভ্যান ডার ডুসেনরা (৬০) বিধ্বংসী ইনিংস খেলেন। এরপর ক্লাসেনের ক্লাস ইনিংস। অনবদ্য সেঞ্চুরি হেনরিখ ক্লাসেনের (৬৭ বলে ১০৯)। অলরাউন্ডার মার্কো জানসেন মাত্র ৪২ বলে ৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। হেনরিখ ক্লাসেন এবং মার্ক জানসেন রেকর্ড জুটি গড়েন। ষষ্ঠ উইকেটে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় পার্টনারশিপ (১৩৭) ছিল হ্যান্সি ক্রোনিয়ে-শন পোলকের। সেই রেকর্ড ভেঙে দিলেন হেনরিখ ক্লাসেন ও মার্কো জানসেন। তাঁরা যোগ করেন ১৫১ রান। ইংল্যান্ড বোলারদের মধ্যে তিন উইকেট রিস টপলির। যদিও কোটার নবম ওভারে চোট পান। ব্যাটিংয়ে নামতে পারেননি টপলি।

সাউথ আফ্রিকা এদিনের ম্যাচে জয়ের জন্য ইংল্যান্ডের সামনে ৪০০ রানের লক্ষ্য দিয়েছিল। ইংল্যান্ডের দল ২২ ওভার ১৭০ রানের মধ্যেই গুটিয়ে যায়। একসময়ে ৬৪ রানের মধ্যে ৫ উইকেট খুইয়েছিল ইংল্যান্ড। মাত্র ৮৪ রানেই ৭ উইকেট পড়ে তাঁদের। একটা সময় মনে হয়েছিল ১০০ রানেই অলআউট হয়ে যাবে ইংল্যান্ড। নবম উইকেটে মার্ক উড ও গাস অ্যাটকিনসন মাত্র ৩২ বলে ৭৯ রানের জুটি গড়ে। একদিনের ক্রিকেটে রানের নিরিখে সবচেয়ে বড় জয়ের ব্যবধান। ২২৯ রানের ব্যবধানে হার! ওয়ান ডে ক্রিকেটে ইংল্যান্ডের এবং বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বড় হার।

ওপেনার জনি বেয়রস্তো ১০ রান করে আউট হয়ে যান, অভিজ্ঞ জো রুট ২ রান করেন। ধামাকা ক্রিকেটার ডেভিড মালান ৬ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। বেন স্টোকসও মাত্র ৫ রান করেন। জস বাটলার ১৫ রান করেন৷ তরুণ হ্যারি ব্রুকও নিরাশ করেন৷ ব্রুক ১৭ রান করেন৷ আদিল রশিদ ১০ রানের ইনিংস খেলেন। অ্যাটকিনসন ৩৫ রান করেন এবং মার্ক উড ৪৩ রান করে ফিরে যান। প্রোটিয়াসের পক্ষ থেকে গেরাল্ড কোএৎজি ৩ উইকেট নেন। এনগিডি এবং মার্কো ইয়ানসেন ২ টি করে উইকেট তুলে নেন।

আরও পড়ুন: বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: ইতিহাস তৈরি করা নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথম জয়ের মুখ দেখল শ্রীলঙ্কা

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version