Homeখেলাধুলোক্রিকেটভারত-ইংল্যান্ড ৪র্থ টেস্ট: সাহসী ব্যাটার ঋষভকে ক্রিকেটবিশ্বের কুর্নিশ, বুমরাহদের নিয়ে ছেলেখেলা ক্রলি-ডাকেটের...

ভারত-ইংল্যান্ড ৪র্থ টেস্ট: সাহসী ব্যাটার ঋষভকে ক্রিকেটবিশ্বের কুর্নিশ, বুমরাহদের নিয়ে ছেলেখেলা ক্রলি-ডাকেটের  

প্রকাশিত

ভারত: ৩৫৮ (সাই সুদর্শন ৬১, যশস্বী জয়সওয়াল ৫৮, বেন স্টোকস ৫-৭২, জোফ্রা আর্চার ৩-৭৩)

ইংল্যান্ড: ২২৫-২ (বেন ডাকেট ৯৪, জাক ক্রলি ৮৪, রবীন্দ্র জাদেজা ১-৩৭)    

ওল্ড ট্র্যাফোর্ড (ম্যানচেস্টার): ওল্ড ট্র্যাফোর্ড থেকে বৃহস্পতিবারের আসল খবর, ভাঙা পা নিয়ে ঋষভ পন্থের ব্যাট করতে নামা, ৫৫ মিনিট উইকেটে থাকা, নিজের আগের দিনের স্কোরের সঙ্গে ১৭ রান যোগ করে ৫৪ রান করা, এরই মধ্যে চার-ছয় মারা। তাঁর সাহস দেখে চমৎকৃত ক্রিকেটবিশ্ব।

বুধবার ব্যাট করতে গিয়ে মারাত্মক ভাবে জখম হন ঋষভ পন্থ। ক্রিস ওকসের একটি ইয়র্কার বল রিভার্স সুইপ করতে গিয়েছিলেন। সেই বল ঋষভের ব্যাটে লাগলেও গিয়ে সোজা আঘাত করে তাঁর ডান পায়ের গোড়ালির ঠিক নীচে। সঙ্গে সঙ্গে ব্যথায় ছটফট করতে থাকেন তিনি। ফিজিয়ো মাঠে ছুটে আসেন। প্রাথমিক চিকিৎসায় কাজ না হওয়ায় স্ট্রেচারে করে তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। পরে জানা যায়, তাঁর ডান পায়ের মেটাটারসাল হাড় (বুড়ো আঙুলের হাড়) ভেঙেছে, চিকিৎসকেরা অন্তত ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছেন।

সংবাদমাধ্যমে খবর হয়ে গেল, ছ’ সপ্তাহের জন্য মাঠের বাইরে ঋষভ। তাঁর পরিবর্ত ধ্রুব জুরেল উইকেট কিপিং করতে পারবেন, কিন্তু ব্যাট করতে পারবেন না। ফলে এই টেস্টে ভারতকে ১০ জন নিয়ে ব্যাট করতে হবে। চিন্তিত ভারতীয় দল।

মাঠে নেমে আকাশের দিকে তাকিয়ে কী প্রার্থনা করছেন ঋষভ। ছবি BCCI ‘X’ থেকে নেওয়া।

কিন্তু ওল্ড ট্র্যাফোর্ড মাঠে বৃহস্পতিবার শার্দূল ঠাকুর আউট হতেই দেখা গেল সাজঘর থেকে ব্যাট হাতে বেরিয়ে আসছেন ঋষভ পন্থ। সিঁড়ি ভাঙতে বেশ কষ্ট হচ্ছে পন্থের। ডান পায়ের উপর ভর দিতে পারছেন না। রেলিং ধরে নেমে এলেন। খুঁড়িয়ে খুঁড়িয়ে এলেন ক্রিজে। ওল্ড ট্র্যাফোর্ডের সমস্ত দর্শক দাঁড়িয়ে উঠে তাঁকে স্বাগত জানালেন। পন্থের সাহসিকতাকে সম্মান জানালেন ইংল্যান্ডের ক্রিকেটারেরা। শার্দূল আউট হওয়ার পর থেকে পন্থের গার্ড নেওয়া পর্যন্ত ২ মিনিটেরও বেশি সময় লেগে গেল। চাইলে ‘টাইমড আউট’-এর আবেদন করতে পারতেন স্টোকস। কিন্তু তা করেননি।

আহত ঋষভকে রেয়াত করেনি ইংল্যান্ড

তা বলে খেলতে গিয়ে আহত ঋষভকে রেয়াত করেননি ইংল্যান্ডের বোলাররা। একনাগাড়ে পন্থের ডান পায়ের জুতো লক্ষ্য করে ইয়র্কার দিয়ে গিয়েছেন স্টোকস। তিনি জানতেন, ওই পায়েই ঋষভের চোট, চট করে পা সরাতে পারবেন না। ইংল্যান্ডের অন্য বোলারেরাও শরীর লক্ষ্য করে বল করেছেন। তবু সমানে লড়ে গিয়েছেন পন্থ। তাঁর সামনেই অন্য প্রান্তে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন ওয়াশিংটন সুন্দর (২৭ রান), অংশুল কম্বোজ (০ রান)। পন্থ অন্য প্রান্ত আগলে রাখার চেষ্টা করলেন। তারই কিছুটা ফলে পেল ভারত।     

ওল্ড ট্র্যাফোর্ড মাঠে বৃহস্পতিবার দ্বিতীয় দিনে ৪ উইকেটে ২৬৪ রান হাতে নিয়ে ভারতের হয়ে ব্যাট করতে নামেন রবীন্দ্র জাদেজা এবং শার্দূল ঠাকুর। দু’জনেই ১৯ রান করে ব্যাট করছিলেন। শেষ পর্যন্ত প্রথমে জাদেজা ব্যক্তিগত ২০ রান করে এবং শার্দূল ৪১ রান করে ফিরে গেলেন। দলের রান যখন ৩১৪, আউট হলেন শার্দূল। ওয়াশিংটন সুন্দরের সঙ্গী হলেন ঋষভ। শেষ পর্যন্ত ভারত করল ৩৫৮ রান। ৭৫ বলে ৫৪ রান করে আর্চারের বলে বোল্ড হয়ে ঋষভ যখন ফিরে গেলেন তখন দলের রান ৩৪৯। এর পর আর মাত্র ৯ রান যোগ হয়। বুমরাহ ৪ রান করে আর্চারেরই শিকার হন। বেন স্টোকস ৭২ রান দিয়ে ৫ উইকেট এবং জোফ্রা আর্চার ৭৩ রান দিয়ে ৩ উইকেট দখল করেন।

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম উইকেট অনশুল কম্বোজের। ছবি BCCI ‘X’ থেকে নেওয়া।

সেঞ্চুরি মিস করলেন ডাকেট-ক্রলি

ইংল্যান্ড ব্যাট করতে নেমে ভারতের বোলারদের নিয়ে ছেলেখেলা করতে থাকেন। দলের হয়ে ওপেন করতে নামেন জাক ক্রলি এবং বেন ডাকেট। ভারতের বোলারদের পাড়ার স্তরে নামিয়ে আনলেন ইংল্যান্ডের ব্যাটাররা। ইংল্যান্ডের প্রথম উইকেট ফেলতে ভারতের লেগে গেল ৩২ ওভার। ততক্ষণে তারা পৌঁছে গিয়েছে ১৬৬ রানে। ভারতের ব্যাটারেরা যে মাঠে শুরু থেকেই সমস্যায় পড়লেন, সেখানে রীতিমতো চালিয়ে খেলল ইংল্যান্ড।

একজন (ডাকেট) মাত্র ৬ রানের জন্য এবং অন্যজন (ক্রলি) মাত্র ১৬ রানের জন্য সেঞ্চুরি মিস করলেন। দলের ১৬৬ রানে জাদেজার বলে রাহুলকে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ক্রলি। এর পর স্কোরে আরও ৩১ রান যোগ হওয়ার পরে কম্বোজের বলে পরিবর্ত উইকেটকিপার ধ্রুবকে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ডাকেট। অনশুল কম্বোজ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম উইকেট পেলেন। ২ উইকেটে ২২৫ রান করে দিন শেষ করল ইংল্যান্ড। ক্রিজে আছেন ওলি পোপ (২০ রান) এবং জো রুট (১১ রান)।

আরও পড়ুন

ভারত-ইংল্যান্ড ৪র্থ টেস্ট: সুদর্শন ও যশস্বীর অর্ধশত রান, চোট পেয়ে মাঠ ছাড়লেন ঋষভ 

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: দুরন্ত ইংল্যান্ড! শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে

মহিলাদের বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে শীর্ষে উঠল ইংল্যান্ড। কলম্বোয় শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারাল তারা। শতরান করলেন ন্যাট শিভার-ব্রান্ট, চার উইকেট নিয়ে বিধ্বংসী সোফি একলেস্টোন।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: নিউজিল্যান্ডের কাছে দুরমুশ হল বাংলাদেশ, ১০০ রানে হার

নিউজিল্যান্ড: ২২৭-৯ (ব্রুক হ্যালিডে ৬৯, সোফি ডিভাইন ৬৩, রাবেয়া খান ৩-৩০) বাংলাদেশ: ১২৭ (৩৯.৫ ওভার)...