ভারতকে ২৭৪ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড। এই ম্য়াচে প্রথম ইনিংসে সবথেকে বেশি যদি কেউ নজর কাড়েন তিনি হলেন মহম্মদ শামি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি উইকেট নিয়ে নিজের জাত চেনালেন মহম্মদ শামি।
এ দিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। মাত্র ৯ রানে তারা প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। কনওয়ে শূন্য রানে ফেরেন। এরপর অপর ওপেনার উইল ইয়ংকে ১৭ রানে ফেরান মহম্মদ শামি। এর পরে রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিশেলের জুটি ক্লিক করে। ১৯ রান থেকে ১৭৮ রান পর্যন্ত এই জুটি টেনে তোলে নিউজিল্যান্ডকে। বড় রানের জুটি ভাঙেন শামি। রাচিন রবীন্দ্রকে আউট করেন তিনি। ৭৫ রান করে ফেরেন রবীন্দ্র।
এরপর অধিনায়ক টম লাথামকে ৫ রানে ফেরান কুলদীপ যাদব। গ্লেন ফিলিপস ২৩ রান করে। তবে সেঞ্চুরি করেন ড্যারিল মিশেল। চার নম্বরে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত তিনি দলকে টানেন। শেষে ১৩০ রান করে শামির বলে আউট হন তিনি। মার্ক চ্যাপম্যান ও মিচেল স্যান্টনার ফেরেন যথাক্রমে ৬ ও ১ রানে। মিচেল স্যান্টনার ও ম্যাচ হেনরিকে শেষের দিকে পরপর দুটো বলে ফেরান শামি।
বলে রাখা ভালো, ভারত ও নিউজিল্যান্ড দু’দলই নিজেদের প্রথম চার ম্যাচ জিতেছে। এই ম্যাচ যারা জিতবে তারাই বিশ্বকাপের পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের জায়গা আরও পাকা করবে।
আরও পড়ুন: মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড, ২০ বছর পর কিউয়িদের বিরুদ্ধে বিশ্বকাপে জয়ের স্বাদ পাবে কি টিম ইন্ডিয়া