Homeখেলাধুলোক্রিকেটপ্রথম ইনিংসেই ল্যাজে-গোবরে ওয়েস্ট ইন্ডিজ, চালকের আসনে ভারত

প্রথম ইনিংসেই ল্যাজে-গোবরে ওয়েস্ট ইন্ডিজ, চালকের আসনে ভারত

প্রকাশিত

ওয়েস্ট ইন্ডিজ: ১৫০ (অলিক ৪৭, ব্র্যাথওয়েট ২০, অশ্বিন ৫/৬০, জাডেজা ৩/২৬)

ভারত: ৮০/০ (যশস্বী ৪০, রোহিত ৩০)

বুধবার প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ। ভারতের স্পিন অ্যাটাকের সামনে রীতিমতো নাকানিচোবানি খেতে দেখা যায় ক্যারিবিয়ান ব্যাটিং লাইনকে। জবাবে ব্যাট করতে নেমে কোনো উইকেট না খুইয়ে ৮০ রান করেছে ভারত।

ভারতীয় স্পিনার জুটি রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাডেজা আট উইকেট তুলে নিয়ে জোর ধাক্কা দেন ওয়েস্ট ইন্ডিজকে। অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পরে মাত্র ১৫০ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস।

তবে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা তেমন খারাপ হয়নি। দুই ওপেনার ত্যাগনারাইন চন্দরপল এবং ক্রেইগ ব্র্যাথওয়েট কোনো উইকেট না হারিয়েই প্রথম ১২ ওভার পার করেন। ওপেন করতে নেমে ব্র্যাথওয়েট করেন ২০ রান। কিন্তু তার পর থেকে, একমাত্র অলিক আথানাজে ছাড়া আর কেউ বেশিক্ষণ ক্রিজে স্থির হতে পারেননি। ৯৯ বলে ৪৭ রানের ইনিংস খেলে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন অলিক। কিন্তু অশ্বিনের বলে সিরাজের হাতে বন্দি হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনিও।

সাড়ে ৬৪ ওভারের পুরো ইনিংসে দ্রুত কিছু উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। রাইমন রাইফার, জারমেইন ব্ল্যাকউড এবং জশুয়া ডি সিলভা মিলে করেছেন ১৮ রান। শুরুতে কিছুটা প্রতিরোধ দেখিয়েও ১৮ রানের বেশি করতে পারেননি জেসন হোল্ডার।

ক্যারিবিয়ান সফরে দলে ফিরেই দুরন্ত অশ্বিন। সর্বোচ্চ একাই ৫ উইকেট নেন তিনিয় সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেট নেওয়ার নজির গড়েন।

ভারতের পক্ষে ব্যাট করতে নেমে ওপেনিং জুটি যশস্বী জয়সওয়াল (৪০ অপরাজিত) এবং অধিনায়ক রোহিত শর্মা (৩০ অপরাজিত) কার্যত হতাশ করেন বিপক্ষের বোলারদের।

আরও পড়ুন: ১০ হাজার মিটার দৌড়ে বোঞ্জ অভিষেক পালের, এশীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম পদক

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: দুরন্ত ইংল্যান্ড! শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে

মহিলাদের বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে শীর্ষে উঠল ইংল্যান্ড। কলম্বোয় শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারাল তারা। শতরান করলেন ন্যাট শিভার-ব্রান্ট, চার উইকেট নিয়ে বিধ্বংসী সোফি একলেস্টোন।