Home খেলাধুলো ক্রিকেট বৃষ্টিতে শেষ ম্যাচ পরিত্যক্ত, ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল ভারত

বৃষ্টিতে শেষ ম্যাচ পরিত্যক্ত, ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল ভারত

বিশ্বকাপের আগে এটি ছিল দুই দলের শেষ টি-টোয়েন্টি সিরিজ। অস্ট্রেলিয়ায় সিরিজ দখল করে আত্মবিশ্বাসে ভরপুর সূর্যকুমার যাদবের দল।

চ্যাম্পিয়ন ভারত। ছবি BCCI 'X' থেকে নেওয়া।

ভারত: ৫২-০ (৪.৫ ওভার) (অভিষেক শর্মা ২৩, শুভমন গিল ২৯)

ম্যাচ পরিত্যক্ত

ব্রিসবেন (অস্ট্রেলিয়া): ব্রিসবেনের গাব্বায় বৃষ্টি ও বজ্রপাতের কারণে পরিত্যক্ত হল ভারত ও অস্ট্রেলিয়ার পঞ্চম তথা শেষ টি২০। ফলে সিরিজের ফলাফল দাঁড়িয়েছে ভারতের অনুকূলে ২-১। ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’ হলেন অভিষেক শর্মা।

টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত। গাব্বার বাউন্সি উইকেটে ভারতের ওপেনিং জুটি অভিষেক শর্মা ও শুভমন গিল চমৎকার সূচনা করেন। মাত্র ৪.৫ ওভার খেলে দল সংগ্রহ করে ৫২ রান, এর পরই নামে বৃষ্টি। অভিষেক (১৩ বলে ২৩ রান) কিছুটা ভাগ্যবান ছিলেন—দু’বার ক্যাচ হাতছাড়া হয় অস্ট্রেলিয়ার। তবে গিল ছিলেন দুর্দান্ত ফর্মে, মাত্র ১৬ বলে করেন ২৯ রান।

এই সিরিজের শুরু ও শেষ দুটো ম্যাচই বৃষ্টিতে ভেস্তে গেল। ক্যানবেরায় প্রথম ম্যাচ ভেসে যাওয়ার পর মেলবোর্নে দ্বিতীয় ম্যাচে জোশ হ্যাজেলউডের দাপটে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। তবে হোবার্ট ও গোল্ড কোস্টের ধীরগতির উইকেটে ভারতীয় স্পিনারদের ঘূর্ণিতে ঘুরে দাঁড়ান সূর্যকুমাররা এবং সিরিজ জয় নিশ্চিত করেন।

‘প্লেয়ার অফ দ্য সিরিজ’ হলেন অভিষেক শর্মা (ডান দিকে)। ছবি BCCI ‘X’ থেকে নেওয়া।

সিরিজ শেষে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, “প্রতিটি ম্যাচে দলের সকলের অবদান রয়েছে। এটি ছিল একদম দলগত প্রচেষ্টা—ব্যাট, বল এবং ফিল্ডিং, তিন বিভাগেই।”

তিনি আরও যোগ করেন, “দেশে বিশ্বকাপ খেলতে নামার আগে এই জয় আমাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে।”

অন্য দিকে অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ বলেন, “আমি মনে করতে পারছি না শেষ কবে এত বেশি বৃষ্টি খেলায় বাধা দিয়েছে। তবে আমরা অনেক কিছু শিখেছি এই সিরিজ থেকে, বিশেষ করে দল গঠনের দিক থেকে।”

বিশ্বকাপের আগে এটি ছিল দুই দলের শেষ টি-টোয়েন্টি সিরিজ। ভারতের জন্য এটি নিঃসন্দেহে এক ইতিবাচক প্রস্তুতি, আর অস্ট্রেলিয়ার জন্য চিন্তার কারণ হয়ে উঠেছে স্পিনের বিপক্ষে ব্যাটিং পারফরম্যান্স।

আরও পড়ুন

ওয়াশিংটন-অক্ষরের দাপটে সিরিজ ২-১ করল ভারত, চতুর্থ টি২০ ম্যাচে ধরাশায়ী অস্ট্রেলিয়া

অর্শদীপের বল আর ওয়াশিংটনের ব্যাটের জোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজে সমতা ফেরালেন সূর্যেরা

অভিষেক শর্মার ৩৭ বলে ৬৮ কাজে দিল না, দ্বিতীয় টি২০ ম্যাচে ভারতকে মাত করল অস্ট্রেলিয়া

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version