Homeখেলাধুলোক্রিকেটচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫: বিশ্বকাপে হারের বদলা, কোহলির অনবদ্য ব্যাটিং-এর দৌলতে টানা তিন...

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫: বিশ্বকাপে হারের বদলা, কোহলির অনবদ্য ব্যাটিং-এর দৌলতে টানা তিন বার ফাইনালে ভারত      

প্রকাশিত

অস্ট্রেলিয়া: ২৬৪ (৪৯.৩ ওভার) (স্টিভ স্মিথ ৭৩, অ্যালেক্স ক্যারি ৬১, মহম্মদ শামি ৩-৪৮, রবীন্দ্র জাদেজা ২-৪০)

ভারত: ২৬৭-৬ (৪৮.১ ওভার) (বিরাট কোহলি ৮৪, শ্রেয়স আয়ার ৪৫, নাথান এলিস ২-৪৯, অ্যাডাম জাম্পা ২-৬০)

দুবাই: অহমদাবাদে গত বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল ভারত। এ বার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে সেই হারের বদলা নিল রোহিত শর্মার দল। আর এই জয়ের মূলে রয়েছে বিরাট কোহলির অনবদ্য ব্যাটিং। তাঁর পাশে ছিলেন শ্রেয়স আয়ার আর লোকেশ রাহুল। তবে তার আগে বলে কেরামতি দেখান মহম্মদ শামি (৪৮ রানে ৩ উইকেট), রবীন্দ্র জাদেজা (৪০ রানে ২ উইকেট) আর বরুণ চক্রবর্তী (৪৯ রানে ২ উইকেট)।

মঙ্গলবার দুবাইয়ের ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে টসে জিতে ব্যাট নেয় অস্ট্রেলিয়া। নির্ধারিত ৫০ ওভারের ৩ বল আগেই ২৬৪ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। ভারত জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় ১১ বল বাকি থাকতেই। ভারত জিতে যায় ৪ উইকেটে। ৯৮ বলে ৮৪ রান করে এ দিন ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হন বিরাট কোহলি। এই নিয়ে টানা তিন বার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে ইতিহাস গড়ল ভারত।

জয়ের পরে এল কে রাহুল এবং রবীন্দ্র জাদেজা। ছবি ICC ‘X’ থেকে নেওয়া।

টসে জিতে ব্যাট করতে নেমে দলের ৪ রানের মাথাতেই প্যাভিলিয়নে ফিরে যান কুপার কোনোলি। মহম্মদ শামির বলে উইকেটকিপার রাহুলের হাতে ক্যাচ দিয়ে রানের খাতা খোলার আগেই বিদায় নেন কোনোলি। এর পর পরিস্থিতি সামাল দেন ট্র্যাভিস হেড, অধিনায়ক স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে। ৩৬.৪ ওভারে দলের রান পৌঁছোয় ৫ উইকেটে ১৯৮ রান। স্মিথ ৯৬ বলে ৭৩ রান করেন। দলের স্কোরে ৬৬ রান যোগ হতেই বাকি ৫ উইকেট পড়ে যায়। অ্যালেক্স ক্যারি ৫৭ বলে ৬১ রান করে রান আউট হন।

জয়ের জন্য রান তাড়া করতে গিয়ে ৪৩ রানে ২ উইকেট হারায় ভারত। শুভমন গিল ৮ রানে এবং রোহিত শর্মা ২৮ রানে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর হাল ধরেন বিরাট কোহলি এবং শ্রেয়স আয়ার। তৃতীয় উইকেটের জুটিতে তাঁরা যোগ করেন ৯১ রান। ব্যক্তিগত ৪৫ রানে ডোয়ারশুইসের বলে বোল্ড হয়ে শ্রেয়স (৬২ বলে ৪৫ রান) ফিরে যেতে কোহলির সঙ্গী হন অক্ষর পটেল। ঝড়ের গতিতে রান তুলে অক্ষর (৩০ বলে ২৭ রান) আউট হতেই কোহলির সঙ্গে দলের হাল ধরেন কে এল রাহুল।

কোহলিকে অভিনন্দন স্টিভ স্মিথের। ছবি ICC ‘X’ থেকে নেওয়া।

কোহলি-রাহুল জুটি দলের রান পৌঁছে দেন ২২৫-এ। অ্যাডাম জাম্পার বলে ডোয়ারশুইসকে ক্যাচ দিয়ে কোহলি বিদায় নেন। বাকি কাজটা প্রায় সেরে ফেলেন কে এল রাহুল আর হার্দিক পাণ্ড্য। ২৪ বলে ২৮ রান করে পাণ্ড্য যখন বিদায় নেন জয় তখন ৬ রান দূরে। রাহুলের সঙ্গী হন রবীন্দ্র জাদেজা। নাথান এলিসের ওভারের শেষ বলে ২ রান নেন রবীন্দ্র। এর পর গ্লেন ম্যাক্সওয়েলের প্রথম বলে ৬ মেরে আসল কাজটা সমাধা করেন রাহুল। ৩৪ বলে ৪২ করে নট আউট থাকেন তিনি।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: দুরন্ত ইংল্যান্ড! শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে

মহিলাদের বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে শীর্ষে উঠল ইংল্যান্ড। কলম্বোয় শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারাল তারা। শতরান করলেন ন্যাট শিভার-ব্রান্ট, চার উইকেট নিয়ে বিধ্বংসী সোফি একলেস্টোন।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: নিউজিল্যান্ডের কাছে দুরমুশ হল বাংলাদেশ, ১০০ রানে হার

নিউজিল্যান্ড: ২২৭-৯ (ব্রুক হ্যালিডে ৬৯, সোফি ডিভাইন ৬৩, রাবেয়া খান ৩-৩০) বাংলাদেশ: ১২৭ (৩৯.৫ ওভার)...