Home খেলাধুলো ক্রিকেট আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ৬০ রানে হারাল ভারত

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ৬০ রানে হারাল ভারত

0
নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারত- বাংলাদেশ প্রস্তুতি ম্যাচে সমর্থকের উল্লাস। ছবি আইসিসি-র 'এক্স' হ্যান্ডেল থেকে নেওয়া।

ভারত: ১৮২-৫ ( ঋষভ পন্থ ৫৩ অবসৃত, হার্দিক পাণ্ড্য ৪০ নট আউট, মাহমুদুল্লাহ ১-১৬, মাহেদি হাসান ১-২২)

বাংলাদেশ: ১২২-৯ (মাহমুদুল্লাহ ৪০ অবসৃত, শাকিব আল হাসান ২৮, অর্শদীপ সিং ২-১২, শিবম দুবে ২-১৩)  

খবর অনলাইন ডেস্ক: স্থানীয় সময় শনিবার, ভারতীয় সময় রবিবার সকাল থেকে শুরু হয়ে যাচ্ছে ২০২০৪-এর আইসিসি টি২০ বিশ্বকাপে। তার আগে আজ শনিবার ভারতীয় সময় রাত ৮টায় ছিল বাংলাদেশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ। বিশ্বকাপের প্রাক্কালে এটিই ছিল দুটি দেশের একমাত্র প্রস্তুতি ম্যাচ। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক ক্রিকেটের আসর। এই ম্যাচে বাংলাদেশকে ৬০ রানে হারাল ভারত।

অর্ধশত রান ঋষভের, হার্দিক ৪০

টসে জিতে ভারতই ব্যাটিং শুরু করে। কিন্তু শুরুটা খুব একটা ভালো হয়নি ভারতের। অধিনায়ক রোহিত শর্মা উইকেটে কিছুক্ষণ টিকে থাকলেও অপর ওপেনার সঞ্জু স্যামসন ৬ বলে মাত্র ১ রান করে শরিফুল ইসলামের বলে এলবিডব্লিউ আউট হয়ে যান। ভারতের স্কোর তখন ১১। রোহিতের সঙ্গে জুটি বেঁধে ঋষভ পন্থ পরিস্থিতি কিছুটা সামলান। দ্বিতীয় উইকেটে যোগ হয় ৪৮ রান। ১৯ বলে ২৩ রান করে বিদায় নেন রোহিত। ভারতের অধিনায়ককে তুলে নেন মাহমুদুল্লাহ।

তৃতীয় উইকেটে ঋষভের সঙ্গী হন সূর্যকুমার যাদব। তৃতীয় উইকেটে যোগ হয় ৪৪ রান। অর্ধশত রান (৩২ বলে ৫৩) করে আহত হয়ে অবসর নেন ঋষভ। বেশ মারমুখী খেলছিলেন ঋষভ। তাঁর ৫৩ রানে ছিল ৪টে ছয় আর ৪টে চার। এর পরে নিয়মিত ব্যবধানে উইকেট পড়ে। শেহ পর্যন্ত দলের রান পৌঁছোয় নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮২ রান। দলের দ্বিতীয় সর্বাধিক রান হার্দিক পাণ্ড্যর। তিনি ২৩ বলে ৪০ রান করে নট আউট থাকেন। তাঁর ৪০ রানে ছিল ৪টে ছয় আর ২টি চাড়। সূর্যকুমার যাদব করেন ১৮ বলে ৩১ রান।

গুটিয়ে গেল বাংলাদেশ

জয়ের জন্য প্রয়োজনীয় ১৮৩ রান তাড়া করতে গিয়ে ভারতের বোলারদের কাছে আত্মসমর্পণ করে বাংলাদেশ। ৪১ রানের মধ্যে পাঁচ পাঁচটি উইকেট হারায় বাংলাদেশ। ততক্ষণে তাদের ৮.২ ওভার খেলা হয়ে গিয়েছে। অর্থাৎ বাকি ১১.৪ ওভারে করতে হবে ১৪২ রান। ষষ্ঠ উইকেটে শাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ কিছুটা লড়াই দেন। ২৮ বলে ৪০ রান করে মাহমুদুল্লাহ আহত হয়ে অবসর নিলে বাংলাদেশ আবার বিপাকে পড়ে। দলের স্কোরে মাত্র ৫ রান যোগ হতেই আউট হয়ে যান শাকিব আল হাসান। শাকিব ঠিক টি২০ সুলভ খেলেননি। তিনি ২৮ রান করেন ৩৪ বলে।

এর পর ঘন ঘন উইকেট পড়তে থাকে বাংলাদেশের। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে তারা ১২২-এর বেশি উঠতে পারেনি। এবং ১২২ রান তুলতে তারা ৯টা উইকেট হারায়। ভারতের সব বোলার উইকেট ভাগ করে নেন – অর্শদীপ সিং, শিবম দুবে, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, হার্দিক পাণ্ড্য, এবং অক্ষর পটেল।

আরও পড়ুন

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: দ্বিতীয় সিমার হিসাবে হার্দিককে ব্যবহার করার পরামর্শ গাওস্করের

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version