Homeখেলাধুলোক্রিকেটভারত-ইংল্যান্ড টি২০: নিয়মরক্ষার ম্যাচে ব্যাটে-বলে মাত করলেন অভিষেক শর্মা, গুঁড়িয়ে গেলেন বাটলারেরা

ভারত-ইংল্যান্ড টি২০: নিয়মরক্ষার ম্যাচে ব্যাটে-বলে মাত করলেন অভিষেক শর্মা, গুঁড়িয়ে গেলেন বাটলারেরা

প্রকাশিত

ভারত: ২৪৭-৯ (অভিষেক শর্মা ১৩৫, শিবম দুবে ৩০, ব্রাইডন কার্স ৩-৩৮, মার্ক উড ২-৩২)

ইংল্যান্ড: ৯৭ (১০.৩ ওভারে) (ফিল সল্ট ৫৫, মহম্মদ শামি ৩-২৫, শিবম দুবে ২-১১, অভিষেক শর্মা ২-৩)

মুম্বই: এক গুচ্ছ রেকর্ড হল নিয়মরক্ষার ম্যাচে। করলেন অভিষেক শর্মা, করল ভারত। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত টি২০ সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল ভারত। ভারতীয় ওপেনার অভিষেক শর্মা যত রান করলেন, তার ধারেকাছেও পৌঁছতে পারল না ১১ জনের ইংল্যান্ড দল। নির্ধারিত ২০ ওভারে ভারত করল ৯ উইকেটে ২৪৭ রান। এর মধ্যে অভিষেক শর্মা একাই ১৩৫। জবাবে মাত্র ১০.৩ ওভারে শেষ হয়ে গেল ইংল্যান্ডের ইনিংস। তারা শেষ হয়ে গেল মাত্র ৯৭ রানে। ভারত জিতে গেল ১৫০ রানের ব্যবধানে। এবং সিরিজ দখল করল ৪-১ ফলে।

বলেও কেরামতি দেখালেন অভিষেক। ১ ওভার বল করে ৩ রান দিয়ে তুলে নিলেন ব্রাইডন কার্স এবং জেমি ওভার্টনকে। এ দিনের স্বাভাবিক ভাবেই প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন অভিষেক শর্মা। আর প্লেয়ার অফ দ্য সিরিজ হলেন বরুণ চক্রবর্তী। বরুণ এ দিনও ২৫ রান দিয়ে ২ উইকেট নেন। আর একটি সুখবর। চতুর্থ টি২০ ম্যাচে বসার পর পঞ্চম ম্যাচে আবার দেখা গেল বাংলার মহম্মদ শামি। বল হাতে যথারীতি তিনি ভেলকি দেখিয়ে ২৫ রান দিয়ে ৩ উইকেট দখল করেন তিনি।

টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠাল ইংল্যান্ড। দলের ২১ রানে সঞ্জু স্যামসন বিদায় নেওয়ার পর ব্যাটে ঝড় তুললেন শর্মা। অভিষেক ও তিলক বর্মার জুটিতে ৭.১ ওভারে উঠল ১১৫ রান। এর মধ্যে তিলকের রান ২৪। সুতরাং বোঝাই যাচ্ছে কতটা বিধ্বংসী ছিলেন অভিষেক। এর পর কিছুটা শিবম দুবে (১৩ বলে ৩০ রান) এবং অক্ষর পটেলের (১১ বলে ১৫ রান) সহায়তায় অভিষেক দলের রান পৌঁছে দিলেন ২৩৭-এ। শেষ পর্যন্ত ভারত ইনিংস শেষ করে ২৪৭ রানে, ৯ উইকেট হারিয়ে।

ইংল্যান্ডের ইনিংস নিয়ে যত কম বলা যায় ততই ভালো। মাত্র ১০.৩ ওভারে শেষ হয়ে গেল তাদের লড়াই। ৯৭ রানে অল আউট হয়ে গেল তারা। একমাত্র রান এল ফিল সল্টের ব্যাট থেকে। তিনি করলেন ২৩ বলে ৫৫ রান। আর দুই অঙ্কের রানে পৌঁছলেন একমাত্র জ্যাকব বেথেল (৭ বলে ১০ রান)। বাকিদের রান ০, ৭, ২, ৯, ৩, ১, ১, ৬ এবং ০।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নাথুলা-সহ ইন্দো-চিন সীমান্তে মরশুমের প্রথম তুষারপাত, সিকিমে লাল সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণে মানা

নাথুলা, কাপুপ ও চাঙ্গু লেকে মৌসুমের প্রথম ভারী তুষারপাত। সিকিমে লাল সতর্কতা জারি করেছে আইএমডি। তুষার জমে যান চলাচলে বিপত্তি।

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

আরও পড়ুন

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২০১৭ এর পুনরাবৃত্তি, জেমিমা-হরমনপ্রীতের ব্যাটের জোরে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

অস্ট্রেলিয়া: ৩৩৮ (৪৯.৫ ওভার) (ফোবে লিচফিল্ড ১১৯, এলিসে পেরি ৭৭, অ্যাশলে গার্ডনার ৬৩, শ্রী...

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...