Home খেলাধুলো ক্রিকেট এশিয়াড ক্রিকেট: যশস্বীর সেঞ্চুরি, নেপালকে ২৩ রানে হারিয়ে ভারত সেমিফাইনালে

এশিয়াড ক্রিকেট: যশস্বীর সেঞ্চুরি, নেপালকে ২৩ রানে হারিয়ে ভারত সেমিফাইনালে

0
যশস্বীর শত রান।

ভারত: ২০২-৪ (যশস্বী জয়সোয়াল ১০০, রিঙ্কু সিং ৩৭ নট আউট, দীপেন্দ্র সিং আইরি ২-৩১)

নেপাল: ১৭৯-৯ (দীপেন্দ্র সিং আইরি ৩২, রবি বিশনয় ৩-২৪, অবেশ খান ৩-৩২)

হ্যাংঝাউ: দু’ ধরনের ব্যাটেই যে তিনি সিদ্ধহস্ত তা মঙ্গলবার চিনের মাটিতে প্রমাণ করলেন। প্রয়োজনে যে তিনি ঝোড়ো ইনিংসও খেলতে পারেন, তা বুঝিয়ে দিলেন এ দিন। ঝেজিয়াং ইউনিভার্সিটি অফ টেকনোলজি ক্রিকেট মাঠে ৪৯ বলে ১০০ রান করে ভারতের জয়ের কান্ডারি হলেন যশস্বী জয়সোয়াল।

অবশ্য এ রকম ঝোড়ো ইনিংসের নমুনা যশস্বী আগেও রেখেছেন। মে মাসে আইপিএল-এ ১৩ বলে অর্ধশত রান করেন। আইপিএল-এর ইতিহাসে দ্রুততম অর্ধশত রান।        

গত জুলাইয়ে ডোমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট খেলতে নেমে অভিষেকেই সেঞ্চুরি করেন যশস্বী। টেস্ট ক্রিকেটের ইতিহাসে অভিষেকেই সেঞ্চুরি তো অনেকেই করেছেন। কিন্তু ডোমিনিকায় তাঁর সেঞ্চুরি স্মরণীয় হয়ে থাকবে সব চেয়ে ধীর গতিতে সেঞ্চুরি করার জন্য। ৫০১ মিনিট ক্রিজে থেকে তিনি ৩৮৭ বলের মোকাবিলা করেন। রান করেন ১৭১।

সেই যশস্বী আজ স্বমূর্তি না ধরলে ফল কী হত বলা মুশকিল। কারণ নেপালও দেখিয়ে দিল আন্তর্জাতিক ক্রিকেটে তারা তাদের যোগ্যতাতেই ভালো জায়গা করে নিয়েছে। অনেকেই ভেবেছিলেন ২০ ওভারে ২০২ রান করে ভারত খুব সহজেই নেপালকে হারাবে। কিন্তু নেপাল প্রায় ধরে ফেলেছিল ভারতকে। মাত্র ২৩ রানে হেরে গেল তারা।

ঝোড়ো ব্যাটিং রিঙ্কু সিং-এর

ঋতুরাজ গায়কোয়াড়কে নিয়ে ভারতের ইনিংস ভালোই শুরু করেছিলেন যশস্বী। কিন্তু দলের ১০১ রানের মাথায় ঋতুরাজ (২৩ বলে ২৫ রান) আউট হয়ে যেতেই ভারতের মিডল অর্ডার কিছুটা দ্রুত ভেঙে পড়ে। ১৫০ রানের মধ্যে ৪টি উইকেট পড়ে যায়। ফলে স্বাভাবিক ভাবেই রান ওঠার গতিও কমে যায়।

শেষ পর্যন্ত হাল ধরেন ৫ এবং ৬ নম্বরে নামা শিবম দুবে এবং রিঙ্কু সিং। এর মধ্যে রিঙ্কু অনেক বেশি মারকুটে ছিলেন। শেষ পর্যন্ত দু’জনেই নট আউট থাকেন। রিঙ্কু করেন ১৫ বলে ৩৭ রান এবং শিবম করেন ১৯ বলে ২৫ রান।

নেপালের লড়াই

২০৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে নিয়মিত ব্যবধানে নেপালের উইকেট পড়লেও রানের গতিকে তারা পড়তে দেয়নি। রবি বিশনয় (৩-২৪), অবেশ খান (৩-৩২) এবং অর্শদীপ সিং-এর (২-৪৩) বলের মোকাবিলা করে নেপালের ব্যাটাররা দ্রুত গতিতে রান তুলেছেন। তবু তারই মধ্যে দীপেন্দ্র সিং আইরি (১৫ বলে ৩২) আর সানদীপ জোরা (১২ বলে ২৯) ছিলেন খুবই মারকুটে।

শেষের দিকে করণ কেসিও ঝোড়ো ইনিংস খেলে ১৩ বলে ১৮ রান করে নট আউট থাকেন। নেপালের দুর্ভাগ্য, মাত্র ২৩ রানে ভারতের কাছে হেরে গেল তারা। তবে এই লড়াই তারা নিশ্চয়ই অনেক দিন মনে রাখবে।

আরও পড়ুন   

এশিয়ান গেমস ২০২৩: ভারতের স্বর্ণহীন দিন, ঝুলিতে এল ৩টি রুপো আর ৪টি ব্রোঞ্জ                   

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version