Homeখেলাধুলোক্রিকেটএশিয়া কাপ: কোহলি-রাহুলের সেঞ্চুরি, কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে গুঁড়িয়ে দিল ভারত  

এশিয়া কাপ: কোহলি-রাহুলের সেঞ্চুরি, কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে গুঁড়িয়ে দিল ভারত  

প্রকাশিত

ভারত: ৩৫৬-২ (কোহলি ১২২ নট আউট, রাহুল ১১১ নট আউট, শদব ১-৭১, আফ্রিদি ১-৭৯)   

পাকিস্তান: ১২৮ (৩২ ওভার) (ফকর জমান ২৭, কুলদীপ যাদব ৫-২৫)  

কলম্বো: দু’দিন ধরে চলা, বৃষ্টিতে বারবার বিঘ্নিত হওয়া ম্যাচে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাকিস্তান। এশিয়া কাপের ‘সুপার ফোর’-এ ভারতের কাছে পর্যুদস্ত হল পাকিস্তান। ২২৮ রানে জয় পেল ভারত।

বৃষ্টি রবিবার ম্যাচ বানচাল করে দেওয়ার পর সোমবার আবার কলম্বোর প্রেমদাস স্টেডিয়ামে ম্যাচ শুরু হয়। তবে নির্ধারিত সময়ের ১ ঘণ্টা ৪০ মিনিট পরে। কারণ সেই বৃষ্টি। ভারত শুরু করে ১৪৭-২ থেকে। বিরাট কোহলি ৮ রানে এবং কে এল রাহুল ১৭ রানে ব্যাট করছিলেন। শেষ পর্যন্ত দুই ব্যাটারের সেঞ্চুরিতে ভর করে ভারত পৌঁছে যায় ২ উইকেটে ৩৫৬ রানে। ৯৪ বলে ১২২ করে বিরাট কোহলি এবং ১০৬ বলে ১১১ রান করে কে এল রাহুল নট আউট থাকেন।

জয়ের লক্ষ্যমাত্রা ৩৫৭ রান তাড়া করতে নেমে পাকিস্তান ভারতীয় বোলারদের বিরুদ্ধে কখনোই স্বাচ্ছন্দ্যবোধ করেনি। তাও গোড়ার দিকে উইকেট পড়ার গতি কিছুটা কম থাকলেও কুলদীপ যাদব বল শুরু করতেই পাকিস্তান কার্যত আত্মসমর্পণ করে ভারতের কাছে। পাকিস্তানের শেষ ৫ উইকেট মাত্র ২৫ রান দিয়ে তুলে নেন কুলদীপ। পাকিস্তানের দুই ব্যাটার নসিম শাহ ও হরিস রাউফ চোট থাকার জন্য ব্যাট করতে পারেননি।

অদম্য কোহলি, রাহুল

সোমবার বিরাট কোহলি এবং কে এল রাহুল পাকিস্তানের বোলারদের বিরুদ্ধে স্বচ্ছন্দে ব্যাট করলেন। ৩৪তম ওভারে ফহিম আশরফের প্রথম বলে ১ রান নিয়ে নিজের অর্ধশত রান পূর্ণ করেন রাহুল। ঈশান কিষাণের জায়গায় দলে এসেছেন রাহুল।  দীর্ঘদিন পরে স্বমহিমায় ফিরলেন রাহুল। তাঁর এই প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলেন ভারতের সমর্থকরা। কিছুক্ষণ পরে ৫০ পূর্ণ করেন বিরাট কোহলি। ৩৯তম ওভারে শদবের তৃতীয় বলে ১ রান নিয়ে কোহলিও অর্ধশত রান করেন। ৪০তম ওভারের শেষ বলে ভারতের ২৫০ রান পূর্ণ হয়।

দলের আড়াইশো রান পূর্ণ হতেই কোহলি এবং রাহুল, দু’জনেই পাকিস্তানের বোলারদের নিয়ে তাণ্ডব শুরু করলেন। দু’জনের ব্যাটেই ঝড় উঠল। চার-ছয়ের বন্যা। মাত্র পাঁচ ওভারের মধ্যে ভারত ৩০০ রান পেরিয়ে গেল। ৯০-এর ঘরে ঢুকে নসিম শাহকে ছয় মেরে ৯৬-এ পৌঁছে গেলেন কোহলি। রাহুল তার আগেই ৯০-এ ঢুকে গিয়েছেন। ওই নসিমেরই ওভারের শেষ বলে দু’ রান নিয়ে ১০০ করলেন রাহুল। দলে ফিরেই শতরান করলেন তিনি। হেলমেট খুলে, চোখ বন্ধ করে, আকাশের দিকে ব্যাট তুলে সেঞ্চুরি করার উৎসব পালন করলেন রাহুল।

পরের ওভারের তৃতীয় বলে শাহিন শাহ আফ্রিদির বল অফসাইডে আস্তে করে ঠেলে দিয়েই ১ রান নিয়ে কোহলি একদিনের ম্যাচে তাঁর ৪৭তম সেঞ্চুরি করলেন। কোহলির এবং ক্রিকেটের সব ধরনের ফরম্যাট মেলালে এটি কোহলির ৭৭তম সেঞ্চুরি। এর আগের বলেই কোহলি একদিনের ক্রিকেটে তাঁর ১৩০০০ রান পূর্ণ করেন। তিনি বিশ্বের পঞ্চম ক্রিকেটার যিনি এই কৃতিত্বের অধিকারী হলেন। শেষ পর্যন্ত ভারত ইনিংস শেষ করল ৩৫৬ রানে।

আত্মসমর্পণ পাকিস্তানের  

৩৫৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে শুরুতেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। দলের ১৭ রানে আউট হয়ে যান ইমাম উল হক। জসপ্রীত বুমরাহের বলে শুবমন গিলকে ক্যাচ দিয়ে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। ৪৩ রানে আউট হয়ে যান দলের অধিনায়ক বাবর আজম। তিনি হার্দিক পাণ্ড্যর বলে বোল্ড হন। কিন্তু ১১ ওভারে ২ উইকেটে ৪৪ রান ওঠার পর খেলা আবার বৃষ্টির জন্য বন্ধ হয়ে যায়।

ঘণ্টাখানেকের বেশি সময় খেলা বন্ধ থাকার পরে রাত ৯.২০ মিনিট নাগাদ আবার শুরু হয় এবং একটু পরেই পাকিস্তান তাদের তৃতীয় উইকেট হারায়। ৪টে বল হতেই বিদায় নেন মহম্মদ রিজওয়ান। শার্দূল ঠাকুরের বলে রাহুলকে ক্যাচ দিয়ে আউট হন তিনি। দলের স্কোর দাঁড়ায় ৪৭-৩।

পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন ফকর জমান ও আগা সলমন। কিন্তু দলের ৭৭ রানে নিজের ২৭ রানের মাথায় কুলদীপের বলে ফকর বোল্ড হওয়ার পর পাকিস্তান আর মাথা তুলে দাঁড়াতে পারল না। শেষ ৫টি উইকেট তুলে নিলেন কুলদীপ। পাকিস্তানের শেষ ৫ উইকেট পড়ল যথাক্রমে ৭৭, ৯৬, ১১০, ১১৯ এবং ১২৮ রানে। দুই ব্যাটার জখম থাকায় ব্যাট করতে নামেননি। ভারত জিতে যায় ২২৮ রানে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

আরও পড়ুন

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২০১৭ এর পুনরাবৃত্তি, জেমিমা-হরমনপ্রীতের ব্যাটের জোরে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

অস্ট্রেলিয়া: ৩৩৮ (৪৯.৫ ওভার) (ফোবে লিচফিল্ড ১১৯, এলিসে পেরি ৭৭, অ্যাশলে গার্ডনার ৬৩, শ্রী...

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...