পাকিস্তান: ১৪৬-৫ (সাহিবজাদা ফারহান ৫৭, ফকর জমান ৪৬, কুলদীপ যাদব ৪-৩০, জসপ্রীত বুমরাহ ২-২৫, অক্ষর পটেল ২-২৬, বরুণ চক্রবর্তী ২-৩০)
ভারত: ১৫০-৫ (তিলক বর্মা ৬৯ নট আউট, শিবম দুবে ৩৩, সঞ্জু স্যামসন ২৪, ফাহিম আশরফ ৩-২৯, শাহিন শাহ আফ্রিদি ১-২০)
দুবাই: সমর্থকদের মনে হতাশা ঢুকিয়ে দিয়েছিল ভারত। অল্প রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে মাত্র ২০ রানের মধ্যে চলে গেল তিন তিনটি উইকেট। তার মধ্যে একটি অভিষেক শর্মা। যে অভিষেক এবারের এশিয়া কাপ টুর্নামেন্টে সবচেয়ে সফল ভারতীয় ব্যাটার। দলের ৭ রানের মাথায় মাত্র ৫ রান করে ফিরে গেলেন তিনি। তা হলে কি শোয়েব আখতারের কথাই ফলে যাবে? দিনদুয়েক আগে পাকিস্তানের এককালের দুর্দান্ত পেসার শোয়েব বলেছিলেন, প্রথমে অভিষেককে ফেরাতে পারলেই পাকিস্তানের কাজ অনেকটা সহজ হয়ে যাবে।

জিতে উচ্ছ্বসিত তিলক। ছবি BCCI ‘X’ থেকে নেওয়া।
তিলককে সাহায্য করলেন শিবম-সঞ্জু
যা-ই হোক, প্রথম দিকের দ্রুত উইকেটপতন সামলে ভারত যখন ঠিক জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে, তখন সমর্থকদের মনে আবার সৃষ্টি হল দুশ্চিন্তা। শেষ ১২ বলে দরকার ছিল ১৭ রান। ১৯ তম ওভারে বল করতে এলেন পাকিস্তানের এ দিনের সবচেয়ে সফল বোলার ফাহিম আশরফ। প্রথম তিন বলে ৩ রান উঠল। ফাহিমের চতুর্থ বল শিবম দুবে বাউন্ডারিতে পাঠিয়ে দিলেন। ৪ বলে এল ৭ রান। পঞ্চম বলে রান এল না। শেষ বলে লং অফ-এর উপর দিয়ে তুলে মারলেন শিবম দুবে। বল ছয় হতে হতে হল না। একেবারে সীমানায় ক্যাচ ধরলেন আফ্রিদি। সহজ লক্ষ্যকে কঠিন করে প্যাভিলিয়নে ফিরে গেলেন দুবে।
শেষ ৬ বলে দরকার ১০ রান। টেনশনে ভুগছে ভারতীয় সমর্থকরা। তা হলে কি জয়ের দোরগোড়া থেকে ফিরে যেতে হবে ভারতকে? ব্যাট করছেন তিলক বর্মা। ও প্রান্তে রিঙ্কু সিং। বল করছেন হ্যারিস রউফ। প্রথম বলে ২ রান। পরের বল সীমানার উপর দিয়ে পাঠিয়ে দিলেন তিলক। ছক্কা! ঘাম দিয়ে জ্বর ছাড়তে লাগল ভারতীয় সমর্থকদের। তৃতীয় বলে ১ রান নিলেন তিলক। ৩ বলে ৯ রান এল। বাকি ৩ বলে দরকার আর মাত্র ১ রান দরকার। এবার ব্যাট রিঙ্কুর হাতে। যাক, অত্যন্ত এখনই হারতে হবে না। টাই তো হবেই। না, আর টাই-ফাই নয়। রউফের চতুর্থ বল একেবারে সীমানার বাইরে পাঠিয়ে দিলেন। ২ বল বাকি থাকতে ভারত পৌঁছে গেল ৫ উইকেটে ১৫০ রানে। জিতে গেল ৫ উইকেটে। ভারতকে খাদের কিনারা থেকে উদ্ধার করে জয়ের তিলক পরিয়ে দিলেন তিলক বর্মা (৫৩ বলে ৬৯ নট আউট)। তাঁকে সাহায্য করলেন শিবম দুবে (২২ বলে ৩৩ রান) এবং কিছুটা সঞ্জু স্যামসন (২১ বলে ২৪ রান)

বল হাতে খেল দেখালেন কুলদীপ যাদব। ছবি BCCI ‘X’ থেকে নেওয়া।
কুলদীপ যাদবের কেরামতি
রবিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এশিয়া কাপের ফাইনালে টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় ভারত। শুরুটা দারুণ করেছিল পাকিস্তান। তারা ৯.৪ ওভারে বিনা উইকেটে পৌঁছে গিয়েছিল ৮৪ রানে। ৩৮ বলে ৫৭ রান করে বরুণ চক্রবর্তীর বলে তিলক বর্মাকে ক্যাচ দিয়ে ফিরে গেলেন সাহিবজাদা ফারহান। ফকর জমানের সঙ্গী হলেন সাইম আয়ুব। তাঁরা ৩.১ ওভারে যোগ করলেন ২৯ রান। এবার কুলদীপ যাদবের শিকার। প্যাভিলিয়নে ফিরে গেলেন আয়ুব (১১ বলে ১৪ রান) জসপ্রীত বুমরাহকে ক্যাচ দিয়ে।
তার পরেই একে একে পতন। মূলত ভারতীয় স্পিনারদের কাছে নাকানি-চোবানি খেলেন পাক ব্যাটাররা। একমাত্র ফকর জমান ছাড়া আর কেউ দুই অঙ্কের রানে পৌঁছোতে পারলেন না। দলের দ্বিতীয় উইকেটের পতন হয়েছিল ১১৩ রানে। বাকি ৮ উইকেট পড়ে যায় মাত্র ৩৩ রানে। উইকেট পতন হয় ১১৪, ১২৬, ১৩১, ১৩৩, ১৩৪, ১৩৪, ১৪১ এবং ১৪৬ রানে। পুরো ২০ ওভার খেলতেও পারল না তারা। ৫ বল বাকি থাকতেই ইনিংস শেষ। বল হাতে ভেলকি দেখালেন কুলদীপ যাদব (৩০ রানে ৪ উইকেট। তা ছাড়া ২টি করে উইকেট পেলেন অক্ষর পটেল, জসপ্রীত বুমরাহ এবং বরুণ চক্রবর্তী।

কৃতজ্ঞ অধিনায়ক সূর্যকুমার। তিলককে করছেন কুর্নিশ। ছবি BCCI ‘X’ থেকে নেওয়া।
‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হলেন তিলক বর্মা
জয়ের লক্ষ্যমাত্রা ১৪৭ তাড়া করতে গিয়ে ২০ রানের মধ্যেই ৩ উইকেট হারায় ভারত। প্রথমে ফিরে যান অভিষেক শর্মা। তার পর দলের ১০ রানের মাথায় ফিরে গেলেন শুভমন (১০ বলে ১২ রান) সেই ফাহিম আখতারের বলে সেই হ্যারিস রউফের হাতে ক্যাচ দিয়ে। এর পর ফিরে গেলেন অধিনায়ক। এবারের এশিয়া কাপে সূর্যকুমারের পারফরম্যান্স খুব একটা ভালো হল না। ৫ বলে ১ রান করে শাহিন শাহ আফ্রিদির বলে আঘা সলমনকে ক্যাচ দিয়ে আউট হলেন সূর্যকুমার। দলের রান ৩ উইকেটে ২০। তিলক বর্মার সঙ্গে দলের হাল ধরলেন সঞ্জু স্যামসন। চতুর্থ উইকেটে ৫৭ রান যোগ করে সমর্থকদের কিছুটা চিন্তামুক্ত করে আবরার আহমেদের বলে ফারহানকে ক্যাচ দিয়ে ফিরে গেলেন সঞ্জু। এর পর শিবমকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে খেলার মোড় ঘোরালেন তিলক এবং শেষ পর্যন্ত জয় এনে দিলেন।
এবারের এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক করল ভারত। প্রথমে লিগ পর্যায়ে জয়, তার পরে সুপার ফোরে। শেষে রবিবার ফাইনালে। এ দিন ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হলেন তিলক বর্মা এবং ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’ হলেন অভিষেক শর্মা। এই নিয়ে ন’বার এশিয়া কাপ জিতল ভারত।
আরও পড়ুন
এশিয়া কাপ: পথুম নিসঙ্কের শতরান, অবিশ্বাস্য লড়াই শ্রীলঙ্কার, সুপার ওভারে জিতল ভারত
এশিয়া কাপ: বাংলাদেশের বিদায়, ভারত-পাকিস্তান ম্যাচের হ্যাটট্রিক, রবিবার ফাইনালে মুখোমুখি তারা
এশিয়া কাপ: ফাইনালে ভারত, ৩ বল বাকি থাকতেই গুঁড়িয়ে গেল বাংলাদেশ
এশিয়া কাপ: পাকিস্তানের ফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখলেন নওয়াজ-তালাত
এশিয়া কাপ: অভিষেক-শুভমনের দুর্দান্ত ব্যাটিং, পাকিস্তানের বিরুদ্ধে আবার জয় পেল ভারত
এশিয়া কাপ: হাড্ডাহাড্ডি লড়াই, মাত্র ১ বল বাকি থাকতে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেল বাংলাদেশ