Homeখেলাধুলোক্রিকেটআইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: কঠিন লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে জয় এনে দিলেন বুমরাহ-হার্দিক

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: কঠিন লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে জয় এনে দিলেন বুমরাহ-হার্দিক

প্রকাশিত

ভারত: ১১৯ (১৯ ওভার) (ঋষভ পন্থ ৪২, অক্ষর পটেল ২০, হরিস রাউফ ৩-২১, নাসিম শাহ ৩-২১)

পাকিস্তান: ১১৩-৭ (মহম্মদ রিজওয়ান ৩১, ইমাদ ওয়াসিম ১৫, জসপ্রীত বুমরাহ ৩-১৪, হার্দিক পাণ্ড্য ২-২৪)  

খবর অনলাইন ডেস্ক: ক্রিকেট যে কত অনিশ্চয়তার খেলা তা আর-একবার প্রমাণ হল। পারল না পাকিস্তান। ভারতের দেওয়া ১২০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে তারা একসময়ে ছিল ২ উইকেটে ৭৩-এ। হাতে ৮ উইকেট, ৪৭টা বল, জয়ের জন্য দরকার ৪৭ রান। আপাতদৃষ্টিতে অন্তত সহজ সমীকরণ। সবাই ধরে নিয়েছিল পাকিস্তান জিতবে। কিন্তু বিধাতা অলক্ষ্যে হাসলেন। ৭৩ রানে তৃতীয় উইকেট পড়ার পর থেকে ম্যাচের রাশ চলে যায় ভারতের হাতে। শেষ পর্যন্ত ৬ রানে জিতে যায় তারা।

রবিবারের পরাজয়ের পরে সংকটে পাকিস্তান। গ্রুপ ‘এ’ থেকে তাদের ‘সুপার ৮ রাউন্ড’-এ যাওয়া নিয়ে ঘোর সংশয় তৈরি হল। ২টি ম্যাচ থেকে কোনো পয়েন্টই তারা সংগ্রহ করত্তে পারল না। তাদের খেলা বাকি কানাডা ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র ২টি করে ম্যাচ খেলে ২টিতেই জিতে ৪ পয়েন্ট করে সংগ্রহ করে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে। ভারতের খেলা বাকি মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার বিরুদ্ধে। ভারত ছাড়াও আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের।

পাকিস্তানের সামনে সহজ লক্ষ্যমাত্রা         

বৃষ্টির জন্য দেড়ঘণ্টা দেরিতে শুরু হয় খেলা, রবিবার ভারতীয় সময় রাত সাড়ে ৯টায় (স্থানীয় সময় দুপুর ১২টা)। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। অধিনায়ক বাবর আজমের এই সিদ্ধান্ত সঠিক বলে প্রমাণিত করে ভারত। ১৯ ওভারেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। ১১৯ রানে অল আউট হয়ে যায় তারা।

ভারতের ব্যাটারদের মধ্যে ঋষভ পন্থ, অক্ষর পটেল আর অধিনায়ক রোহিত শর্মা ছাড়া কারও রান দু’ অঙ্কে পৌঁছোয়নি। ১৯ রানের মধ্যে দুই ওপেনার বিরাট কোহলি এবং রোহিত শর্মা প্যাভিলিয়নে ফেরত যান। দলের ১২ রানের মাথায় নাসিম শাহের বলে উসমান খানের হাতে ক্যাচ দিয়ে বিরাট (৩ বলে ৪ রান) ফেরত যান। স্কোরে ৭ রান যোগ হতেই আউট হন রোহিত (১২ বলে ১৩ রান)। শাহিন শাহ আফ্রিদির বলে হরিস রাউফের হাতে ক্যাচ দেন রহত।

১৯ রানে ২ উইকেট পড়ে যাওয়ার পর পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন ঋষভ পন্থ এবং অক্ষর পটেল। তৃতীয় উইকেটে তাঁরা যোগ করেন ৩৯ রান। ১৮ বলে ২০ রান করে নাসিমের বলে বোল্ড হন অক্ষর। ঋষভের সঙ্গী হন সূর্যকুমার যাদব। যতক্ষণ এঁরা দু’জন ক্রিজে ছিলেন ততক্ষণ মনে হচ্ছিল না ভারত এতটা বিপাকে পড়তে পারে। চতুর্থ উইকেটে যোগ হয় ৩১ রান। দলের ৮৯ রানের মাথায় হরিস রাউফের বলে মহম্মদ আমিরকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান সূর্যকুমার (৮ বলে ৭ রান)।

এর পর ভারতের ৬টি উইকেট পড়ে যায় মাত্র ৩০ রানে। হরিস রাউফ, মহম্মদ আমির আর নাসিম শাহের বোলিং-এর কাছে আত্মসমর্পণ করেন ভারতীয় ব্যাটাররা। ভারতের সর্বোচ্চ রান ঋষভ পন্থের, ৩১ বলে ৪২।

প্রায় শেষ দিকে ম্যাচে ফিরল ভারত

জয়ের জন্য দরকার ছিল ১২০ রান। নাসাউ কাউন্টির পিচে ঠিকঠাক শুরু করেছিল পাকিস্তান। প্রথম উইকেট পড়ে ২৬ রানে। অধিনায়ক বাবর আজম বুমরাহের বলে কুলদীপ যাদবকে ক্যাচ দিয়ে আউট হন। মহম্মদ রিজওয়ানের সঙ্গে জুটি বেঁধে উসমান খান দলের রান নিয়ে যান ৫৭-তে। অক্ষর পটেলের বলে এলবিডব্লিউ হন উসমান। রিজওয়ানের সঙ্গী হন ফকর জমান। ১২.১ ওভারে দলের রান দাঁড়ায় ২ উইকেটে ৭৩। পাকিস্তানের সমর্থকরা কিছুটা নিশ্চিন্ত। আগের দিন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হেরে যাওয়ার পর কিছুটা কোণঠাসা ছিল পাকিস্তান। এ দিন চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে জয়ের আশা নিয়ে বুক বাঁধছেন তাঁরা। ঠিক সেই সময়ে ঘুরে গেল খেলার মোড়।

দলের ৭৩ রানের মাথায় হার্দিক পাণ্ড্যর বলে উইকেটকিপার ঋষভ পন্থকে ক্যাচ দিয়ে ফিরে যান ফকর জমান (৮ বলে ১৩ রান)। এর পর থেকেই ঘন ঘন উইকেট পড়তে থাকে পাকিস্তানের। শেষ ৭.৪ ওভারে তারা যোগ করে ৪০ রান, হারায় ৪টি উইকেট। ভারতের বোলিং আক্রমণের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারলেন না। শেষ পর্যন্ত ৬ রানে হারতে হল পাকিস্তানকে। ১৪ রানে ৩ উইকেট দখল করে এ দিন প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন জসপ্রীত বুমরাহ।

আরও পড়ুন

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: উড়ে গেল উগান্ডা, কোনো টি২০ ম্যাচে এত বড়ো ব্যবধানে কখনও জেতেনি ওয়েস্ট ইন্ডিজ

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৩৬ রানে হারাল অস্ট্রেলিয়া  

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে শুল্ক চাপানো হবে, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  

খবর অনলাইন ডেস্ক: গ্রিনল্যান্ড অধিগ্রহণ সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা...

৮ বছরে বলিউডে কাজ কমেছে, ‘রোজা’র দিন আজও ভুলতে পারেন না: অকপট এ আর রহমান

বলিউডে গত আট বছরে কাজ কমে যাওয়ার কথা স্বীকার করলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ‘রোজা’ থেকে বর্তমান, সঙ্গীত সফর ও বদলে যাওয়া সময় নিয়ে মুখ খুললেন তিনি।

ভোটের আগে বাংলায় রেলের বরাদ্দ ১৩ হাজার কোটি, অমৃতভারত প্রকল্পে আন্তর্জাতিক মানের হবে এনজেপি

ভোটমুখী পশ্চিমবঙ্গে রেলের জন্য প্রায় ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অমৃতভারত প্রকল্পে নিউ জলপাইগুড়ি স্টেশনকে আন্তর্জাতিক মানে গড়ে তোলার কাজ চলছে।

আরও পড়ুন

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

হরমনপ্রীতির নেতৃত্বে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ, তিরুঅনন্তপুরমে শেষ টি-২০ ম্যাচে ভারতের ১৫ রানে জয়

ভারত: ১৭৫-৭ (হরমনপ্রীত কৌর ৬৮, অরুন্ধতী রেড্ডী ২৮ নট আউট, কবিশা দিলারি ২-১১, চামারি...

চতুর্থ টি২০-তে রানের বন্যা, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজে ৪-০ ফলে এগিয়ে গেল ভারত

ভারত: ২২১-২ (স্মৃতি মন্ধানা ৮০, শেফালি বর্মা ৭৯, রিচা ঘোষ ৪০ নট আউট, মালশা...