Homeখেলাধুলোক্রিকেটভারত-শ্রীলঙ্কা টি২০: জেতা ম্যাচ সুপারওভারে নিয়ে গিয়ে পরাজয়, সিরিজের ৩টি ম্যাচই জিতল...

ভারত-শ্রীলঙ্কা টি২০: জেতা ম্যাচ সুপারওভারে নিয়ে গিয়ে পরাজয়, সিরিজের ৩টি ম্যাচই জিতল সূর্যকুমারের দল

প্রকাশিত

ভারত: ১৩৭-৯ (৪-০) (শুবমন গিল ৩৯, রিয়ান পারাগ ২৬, মহিশ ঠিকসানা ৩-২৮, ওয়ানিন্দু হসারঙ্গা ২-২৯)

শ্রীলঙ্কা: ১৩৭-৮ (২-২) (কুশল পেরেরা ৪৬, কুশল মেন্ডিস ৪৩, রিঙ্কু সিং ২-৩, সূর্যকুমার যাদব ২-৫)

খবর অনলাইন ডেস্ক: ক্রিকেটে এমনও হয়। যে ম্যাচ সবাই ধরে নিয়েছে হেসেখেলে জিতে যাচ্ছে শ্রীলঙ্কা, সেই ম্যাচই পরাজয়ের ভ্রূকুটি দেখাতে শুরু করল তাদের। শেষ পর্যন্ত তারা কোনোরকমে ম্যাচটিকে নিয়ে গেল সুপারওভারে। এবং সুপারওভারের ফলে হার হল তাদের। এমনটাই ঘটল মঙ্গলবার পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। টি২০ সিরিজের ৩টি ম্যাচই জিতে ভারত ফল করল ৩-০। এ দিন ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হলেন ওয়াশিংটন সুন্দর এবং ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’ হলেন সূর্যকুমার যাদব।

ভারতকে কম রানে বেঁধে রাখে শ্রীলঙ্কা

টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। এবং সেই সিদ্ধান্ত সঠিক প্রমাণ করে তারা ভারতকে ১৩৭ রানে বেঁধে রাখে। ১৩৭ রান তুলতেই ভারত ৯ উইকেট হারায়। গোড়া থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট পড়ে ভারতের। ভারতীয় ব্যাটাররা শ্রীলঙ্কার বোলারদের মোকাবিলাই করতে পারেননি।

তারই মধ্যে ভদ্রস্থ রান শুবমন গিল (৩৭ বলে ৩৯), রিয়ান পরাগ (১৮ বলে ২৬) এবং ওয়াশিংটন সুন্দরের (১৮ বলে ২৫)। ভারতের উইকেটগুলি শ্রীলঙ্কার বোলাররা ভাগাভাগি করে নিলেন। তারই মধ্যে উল্লেখযোগ্য মহিশ ঠিকসানা (২৮ রান দিয়ে ৩ উইকেট) এবং ওয়ানিন্দু হসারঙ্গা (২৯ রান দিয়ে ২ উইকেট)।

শেষ ৫ ওভারে ধস নামল শ্রীলঙ্কার     

জয়ের লক্ষ্যমাত্রা দারুণভাবে তাড়া করছিল শ্রীলঙ্কা। দুই ওপেনার কুশল মেন্ডিস ও পাথুম নিশঙ্ক এবং তিন নম্বর ব্যটার কুশল পেরেরার ব্যাটিংয়ের দৌলতে শ্রীলঙ্কা ১৫.১ ওভারে ১১০ রান তুলে ফেলে। এই ১১০ রানে পৌঁছোতে গিয়ে তারা শুধুমাত্র পাথুম নিশঙ্কের (২৭ বলে ২৬ রান) উইকেটটি হারায়। হাতে তখনও ৯টি উইকেট, ২৯টি বল। রান করতে হবে ২৮। জয়ের একেবারে দোরগোড়ায়।

দলের ১১০ রানের মাথায় আউট হয়ে গেলেন কুশল মেন্ডিস (৪১ বলে ৪৩ রান) রবি বিশনয়ের বলে এলবিডবলিউ হয়ে। এর পরেই শ্রীলঙ্কার ইনিংসে ধস। আরও ৬টি উইকেট পড়ে ১১৭, ১১৭, ১২৯, ১৩২, ১৩২ এবং ১৩২ রানে। শেষ ৩টি উইকেট একই রানে। ২০তম ওভার বল করতে এসে অধিনায়ক সূর্যকুমার হ্যাটট্রিক করার সুযোগ পেয়েছিলেন। ওই ওভারের দ্বিতীয় বলে আউট হন কামিন্দু মেন্ডিস, তৃতীয় বলে আউট হন মহিশ ঠিকসানা। চতুর্থ বলে ১ রান নিয়ে হ্যাটট্রিক আটকে দেন অসিত ফার্নান্দো। শ্রীলঙ্কা কোনোরকমে ১৩৭ রানে পৌঁছোয়।

সুপারওভারে নিষ্পত্তি  

তার পর সুপারওভার। নিয়ম অনুযায়ী ৪ বলের মধ্যেই ২টি উইকেট পড়ে যাওয়ায় বাকি ২টি বল আর খেলার সুযোগ পায়নি শ্রীলঙ্কা। তারা ৪ বলে করে ২ রান। ২টি উইকেটই নেন সুন্দর। ঠিকসানার প্রথম বল সীমানার বাইরে পাঠিয়ে দলকে জয়ে পৌঁছে দেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব।

আরও পড়ুন

ভারত-শ্রীলঙ্কা টি২০: দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জয়, পরপর দুটি ম্যাচ জিতে সিরিজ সূর্যকুমারদের

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

আরও পড়ুন

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২০১৭ এর পুনরাবৃত্তি, জেমিমা-হরমনপ্রীতের ব্যাটের জোরে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

অস্ট্রেলিয়া: ৩৩৮ (৪৯.৫ ওভার) (ফোবে লিচফিল্ড ১১৯, এলিসে পেরি ৭৭, অ্যাশলে গার্ডনার ৬৩, শ্রী...

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...