Homeখেলাধুলোক্রিকেটমহিলা টি২০ বিশ্বকাপ: সেমিফাইনালে যাওয়া হল না, প্রতিযোগিতা থেকে বিদায় ভারতের

মহিলা টি২০ বিশ্বকাপ: সেমিফাইনালে যাওয়া হল না, প্রতিযোগিতা থেকে বিদায় ভারতের

প্রকাশিত

দুবাই: রবিবার গ্রুপ ‘এ’-র ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ার পরেও এবারের মহিলা টি২০ বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার একটা ক্ষীণ আশা ছিল ভারতের। পাকিস্তানের কাছে নিউজিল্যান্ড যদি হেরে যায় তাহলে নেট রানরেটের হিসাবে ভারত সেমিফাইনালে চলে যাবে। কিন্তু তা আর হল না।   

সোমবার গ্রুপ ‘এ’-র ম্যাচে যথারীতি পাকিস্তানই হারল। তারা ৫৪ রানে হেরে গেল নিউজিল্যান্ডের কাছে। গ্রুপ ‘এ’ থেকে ৪ ম্যাচে ৮ পয়েন্ট পেয়ে রবিবারই সেমিফাইনালে চলে যায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিল যথাক্রমে নিউজিল্যান্ড এবং ভারত। নিউজিল্যান্ডের সংগ্রহে ছিল ৩ ম্যাচ থেকে ৪ পয়েন্ট। আর ৪ ম্যাচ থেকে ৪ পয়েন্ট ছিল ভারতের। ৩ ম্যাচ থেকে ২ পয়েন্ট সংগ্রহ করে পাকিস্তান ছিল চতুর্থ স্থানে। পাকিস্তান যদি নিউজিল্যান্ডকে হারাতে পারত তাহলে ৩টি দলেরই পয়েন্ট ৪ করে হত। সেক্ষেত্রে নেট রানরেটের ভারত গ্রুপ ‘এ’-তে দ্বিতীয় স্থানে থেকে সেমিফাইনালে চলে যেত। কিন্তু ভারতের ভাগ্যে শিকে ছিঁড়ল না।

নিউজিল্যান্ডের ১১০-এর জবাবে পাকিস্তান ৫৬

এদিন দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে টসে জিতে ব্যাট নেয় নিউজিল্যান্ড। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে করে ১১০ রান। মোটামুটি সুজি বেটস (২৮ রান), ব্রুক হ্যালিডে (২২ রান), সফি ডেভাইন (১৯ রান) এবং জর্জিয়া প্লিমারের (১৭ রান) ব্যাটিং-এর দৌলতে নিউজিল্যান্ড এই রানে পৌঁছোয়। পাকিস্তানের হয়ে ভালো বল করেন নশরা সান্ধু। তিনি ১৮ রান দিয়ে ৩ উইকেট দখল করেন।

জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ১১১ রান। সাংঘাতিক কঠিন লক্ষ্যমাত্রা নয়। কিন্তু সেই রানের কাছাকাছি যাওয়া তো দূরের কথা, মোটামুটি তার অর্ধেক রানে পৌঁছোল তারা। মাত্র ১১.৪ ওভার টিকেছিল তারা। পাকিস্তানের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ৫৬ রান। সর্বোচ্চ রান অধিনায়ক ফতিমা সানার। তিনি ২৩ বলে ২১ রান করেন। আর দুই অঙ্কের রানে পৌঁছোন মুনিবা আলি। তাঁর সংগ্রহ ১১ বলে ১৫। পাঁচ জন ব্যাটার রানের খাতাই খুলতে পারেননি।

গ্রুপ ‘বি’ থেকে কারা যাচ্ছে ঠিক হবে কাল

এবারের মহিলা টি২০ বিশ্বকাপে গ্রুপ ‘এ’ থেকে সেমিফাইনালে গেল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। গ্রুপ ‘বি’ থেকে কারা সেমিফাইনালে যাবে তা এখনও পরিষ্কার নয়। লড়াই জারি আছে ইংল্যান্ড (৩ ম্যাচ থেকে ৬ পয়েন্ট), সাউথ আফ্রিকা (৪ ম্যাচ থেকে ৬ পয়েন্ট) এবং ওয়েস্ট ইন্ডিজের (৩ ম্যাচ থেকে ৪ পয়েন্ট) মধ্যে। খেলা বাকি শুধুমাত্র ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের। মঙ্গলবার সেই ম্যাচ হবে। এতে যদি ইংল্যান্ড জিতে যায় তাহলে তারা এবং সাউথ আফ্রিকা সেমিফাইনালে চলে যাবে। আর যদি ওয়েস্ট ইন্ডিজ জেতে তাহলে তিনটি দলেরই পয়েন্ট সমান হয়ে যাবে। সে ক্ষেত্রে নেট রানরেটের বিচারে ঠিক হবে কোন দুটো দল সেমিফাইনালে যাবে।     

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

আরও পড়ুন

শাহবাজের দুর্দান্ত প্রত্যাবর্তন, রঞ্জি ট্রফির ম্যাচে গুজরাতকে চাপে ফেলল বাংলা

কলকাতা: পাঁচ মাসের বিরতির পর চোটমুক্ত হয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন বাংলার শাহবাজ আহমেদ। ডান...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: দক্ষিণ আফ্রিকাকে হারাল অস্ট্রেলিয়া, সেমিফাইনালে কার মুখোমুখি হবে?

খবর অনলাইন ডেস্ক: গ্রুপ লিগের খেলা শেষ না হলেও, মহিলাদের একদিনের বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে...

রোহিতের সেঞ্চুরি, রানে ফিরলেন কোহলিও, নিয়মরক্ষার ম্যাচে অস্ট্রেলিয়াকে দুরমুশ করে মানরক্ষা ভারতের

রোহিত শর্মার দুর্দান্ত সেঞ্চুরি ও বিরাট কোহলির রানে ফেরা—নিয়মরক্ষার ম্যাচে অস্ট্রেলিয়াকে দুরমুশ করে মানরক্ষা করল ভারত। ব্যাটে-বলে দাপট দেখাল টিম ইন্ডিয়া।