Homeখেলাধুলোক্রিকেটমহিলা টি২০ বিশ্বকাপ: সেমিফাইনালে যাওয়া হল না, প্রতিযোগিতা থেকে বিদায় ভারতের

মহিলা টি২০ বিশ্বকাপ: সেমিফাইনালে যাওয়া হল না, প্রতিযোগিতা থেকে বিদায় ভারতের

প্রকাশিত

দুবাই: রবিবার গ্রুপ ‘এ’-র ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ার পরেও এবারের মহিলা টি২০ বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার একটা ক্ষীণ আশা ছিল ভারতের। পাকিস্তানের কাছে নিউজিল্যান্ড যদি হেরে যায় তাহলে নেট রানরেটের হিসাবে ভারত সেমিফাইনালে চলে যাবে। কিন্তু তা আর হল না।   

সোমবার গ্রুপ ‘এ’-র ম্যাচে যথারীতি পাকিস্তানই হারল। তারা ৫৪ রানে হেরে গেল নিউজিল্যান্ডের কাছে। গ্রুপ ‘এ’ থেকে ৪ ম্যাচে ৮ পয়েন্ট পেয়ে রবিবারই সেমিফাইনালে চলে যায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিল যথাক্রমে নিউজিল্যান্ড এবং ভারত। নিউজিল্যান্ডের সংগ্রহে ছিল ৩ ম্যাচ থেকে ৪ পয়েন্ট। আর ৪ ম্যাচ থেকে ৪ পয়েন্ট ছিল ভারতের। ৩ ম্যাচ থেকে ২ পয়েন্ট সংগ্রহ করে পাকিস্তান ছিল চতুর্থ স্থানে। পাকিস্তান যদি নিউজিল্যান্ডকে হারাতে পারত তাহলে ৩টি দলেরই পয়েন্ট ৪ করে হত। সেক্ষেত্রে নেট রানরেটের ভারত গ্রুপ ‘এ’-তে দ্বিতীয় স্থানে থেকে সেমিফাইনালে চলে যেত। কিন্তু ভারতের ভাগ্যে শিকে ছিঁড়ল না।

নিউজিল্যান্ডের ১১০-এর জবাবে পাকিস্তান ৫৬

এদিন দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে টসে জিতে ব্যাট নেয় নিউজিল্যান্ড। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে করে ১১০ রান। মোটামুটি সুজি বেটস (২৮ রান), ব্রুক হ্যালিডে (২২ রান), সফি ডেভাইন (১৯ রান) এবং জর্জিয়া প্লিমারের (১৭ রান) ব্যাটিং-এর দৌলতে নিউজিল্যান্ড এই রানে পৌঁছোয়। পাকিস্তানের হয়ে ভালো বল করেন নশরা সান্ধু। তিনি ১৮ রান দিয়ে ৩ উইকেট দখল করেন।

জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ১১১ রান। সাংঘাতিক কঠিন লক্ষ্যমাত্রা নয়। কিন্তু সেই রানের কাছাকাছি যাওয়া তো দূরের কথা, মোটামুটি তার অর্ধেক রানে পৌঁছোল তারা। মাত্র ১১.৪ ওভার টিকেছিল তারা। পাকিস্তানের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ৫৬ রান। সর্বোচ্চ রান অধিনায়ক ফতিমা সানার। তিনি ২৩ বলে ২১ রান করেন। আর দুই অঙ্কের রানে পৌঁছোন মুনিবা আলি। তাঁর সংগ্রহ ১১ বলে ১৫। পাঁচ জন ব্যাটার রানের খাতাই খুলতে পারেননি।

গ্রুপ ‘বি’ থেকে কারা যাচ্ছে ঠিক হবে কাল

এবারের মহিলা টি২০ বিশ্বকাপে গ্রুপ ‘এ’ থেকে সেমিফাইনালে গেল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। গ্রুপ ‘বি’ থেকে কারা সেমিফাইনালে যাবে তা এখনও পরিষ্কার নয়। লড়াই জারি আছে ইংল্যান্ড (৩ ম্যাচ থেকে ৬ পয়েন্ট), সাউথ আফ্রিকা (৪ ম্যাচ থেকে ৬ পয়েন্ট) এবং ওয়েস্ট ইন্ডিজের (৩ ম্যাচ থেকে ৪ পয়েন্ট) মধ্যে। খেলা বাকি শুধুমাত্র ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের। মঙ্গলবার সেই ম্যাচ হবে। এতে যদি ইংল্যান্ড জিতে যায় তাহলে তারা এবং সাউথ আফ্রিকা সেমিফাইনালে চলে যাবে। আর যদি ওয়েস্ট ইন্ডিজ জেতে তাহলে তিনটি দলেরই পয়েন্ট সমান হয়ে যাবে। সে ক্ষেত্রে নেট রানরেটের বিচারে ঠিক হবে কোন দুটো দল সেমিফাইনালে যাবে।     

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

এশিয়া কাপে ভারতীয় দলের নেতৃত্বে সূর্যকুমার, সহ-অধিনায়ক শুভমন গিল, প্রশ্ন রইল যশস্বী ও শ্রেয়সের বাদ পড়া নিয়ে

Asia Cup 2025: এশিয়া কাপ ২০২৫-এ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হলেন সূর্যকুমার যাদব। সহ-অধিনায়ক দায়িত্বে থাকছেন শুভমন গিল। বিসিসিআইয়ের ঘোষণায় চমক।

প্রয়াত বব সিম্পসন, অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি যুগের স্থপতি ছিলেন প্রাক্তন অধিনায়ক ও কোচ

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি কোচ বব সিম্পসন প্রয়াত। ৮৯ বছর বয়সে সিডনিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর হাত ধরেই শুরু হয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটের সোনালি অধ্যায়।

ইংল্যান্ড সফরে একগুচ্ছ নজির গড়লেন ভারতের অধিনায়ক শুভমন গিল

খবর অনলাইন ডেস্ক: রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় ভারতের ইংল্যান্ড সফরে অধিনায়ক...