Homeখেলাধুলোক্রিকেটপহেলগাঁও কাণ্ডের জের, বাতিল হল ভারত-পাকিস্তান ম্যাচ, ক্রিকেটারদের চাপে নতি আয়োজকদের

পহেলগাঁও কাণ্ডের জের, বাতিল হল ভারত-পাকিস্তান ম্যাচ, ক্রিকেটারদের চাপে নতি আয়োজকদের

পহেলগাঁও হামলার প্রেক্ষিতে চাপে আয়োজকেরা। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল করলেন আয়োজকেরা। সিদ্ধান্তের প্রশংসায় ভারতীয় সমর্থকরা।

প্রকাশিত

পহেলগাঁও হামলার আবহে ভারতীয় ক্রিকেটার ও সমর্থকদের চাপে পড়ে অবশেষে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হল ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’-এর আয়োজকরা। বাতিল করা হল ভারত-পাকিস্তান ম্যাচ।

প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতা চলছে ইংল্যান্ডের এজবাস্টনে। ১৮ জুলাই শুরু হওয়া এই টুর্নামেন্টে ভারতীয় দলের নেতৃত্বে রয়েছেন যুবরাজ সিংহ। ২১ জুলাই রবিবার ছিল ভারত-পাকিস্তান ম্যাচ। কিন্তু পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন শহিদ হওয়ার পরে দেশের নানা প্রান্ত থেকে উঠতে থাকে প্রবল আপত্তির সুর।

সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দেন ভারতীয় সমর্থকরা। প্রশ্ন তোলা হয়—যেখানে দেশের সেনা সীমান্তে প্রাণ দিচ্ছে, সেখানে কিভাবে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা যায়? এরপর একে একে হরভজন সিংহ, সুরেশ রায়না, শিখর ধাওয়ান, ইরফান ও ইউসুফ পাঠান জানান, তাঁরা পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন না।

এই ম্যাচের বিরোধিতায় ভারতীয় ক্রিকেটাররা শুধুমাত্র মত প্রকাশেই থেমে থাকেননি, আয়োজকদের কাছে ম্যাচ বাতিলের লিখিত আবেদনও জানান। ধাওয়ান নিজে সেই চিঠি সামাজিক মাধ্যমে শেয়ার করেন।

এরপরই আয়োজকদের তরফে ঘোষণা করা হয়, ভারত-পাকিস্তান ম্যাচ আর হচ্ছে না। এজবাস্টন স্টেডিয়ামের এক্স হ্যান্ডলে পোস্ট করে জানানো হয়—“ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের আয়োজকেরা সিদ্ধান্ত নিয়েছেন ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল করার। স্টেডিয়ামে কেউ আসবেন না। টিকিট কেটেছেন যাঁরা, তাঁদের পুরো টাকা ফেরত দেওয়া হবে।”

এই ঘটনার জেরে আয়োজক সংস্থা ভারতীয় সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছে। একটি বিবৃতিতে তারা জানায়, “আমাদের উদ্দেশ্য ছিল শুধুই ক্রিকেটপ্রেমীদের আনন্দ দেওয়া। হকি ও ভলিবলে ভারত-পাকিস্তান ম্যাচ হচ্ছে জেনে আমরাও ক্রিকেট ম্যাচের আয়োজন করেছিলাম। আমরা বুঝতে পারিনি এত বড় আবেগের বিষয় হতে পারে এটি। এজন্য আমরা দুঃখিত এবং ম্যাচ বাতিল করছি।”

আয়োজকরা পাশাপাশি ভারতীয় ক্রিকেটারদের কাছেও দুঃখ প্রকাশ করেছেন, যাঁরা এই ঘটনায় অপ্রয়োজনে সমালোচনার মুখে পড়েছেন।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

জেএনইউ ছাত্রসংসদ নির্বাচনে বাম ঝড়, চারটি পদই বাম ঐক্যের দখলে

নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ছাত্র সংসদ নির্বাচনে আবার বাম ঐক্যের জয়জয়কার। চারটি মূল...

ওয়াশিংটন-অক্ষরের দাপটে সিরিজ ২-১ করল ভারত, চতুর্থ টি২০ ম্যাচে ধরাশায়ী অস্ট্রেলিয়া

ভারত: ১৬৭-৮ (শুভমন গিল ৪৬, অভিষেক শর্মা ২৮, নাথান এলিস ৩-২১, অ্যাডাম জাম্পা ৩-৪৫) অস্ট্রেলিয়া:...

এইচএমআই-তে উদ্বোধন, সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউটের উদ্যোগে পেন্টাথেলন প্রতিযোগিতার সূচনা সান্দাকফু থেকে

খবর অনলাইন ডেস্ক: সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউট ২০২৫ সালে আবার তাদের অনন্য ও চ্যালেঞ্জিং পেন্টাথেলন...

সংস্কৃতি, উৎসব, প্রকৃতি—দুর্গরাজ্য রাজস্থানকে পিছনে ফেলে পর্যটক টানতে এগিয়ে বাংলা

রাজস্থানের ঐতিহ্য আর দুর্গ নয়, এখন পর্যটকদের আকর্ষণ বৈচিত্র্য ও সংস্কৃতি। ২০২৪ সালে বিদেশি পর্যটকে দেশের দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ।

আরও পড়ুন

ওয়াশিংটন-অক্ষরের দাপটে সিরিজ ২-১ করল ভারত, চতুর্থ টি২০ ম্যাচে ধরাশায়ী অস্ট্রেলিয়া

ভারত: ১৬৭-৮ (শুভমন গিল ৪৬, অভিষেক শর্মা ২৮, নাথান এলিস ৩-২১, অ্যাডাম জাম্পা ৩-৪৫) অস্ট্রেলিয়া:...

বিশ্বকাপজয়ী রিচা ও দীপ্তিকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল! বাংলার গর্বকে অভিনন্দন ক্লাবের

মহিলাদের বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য রিচা ঘোষ ও দীপ্তি শর্মাকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল ক্লাব। বাংলার মহিলাদের ক্রিকেটে তাঁদের অবদানকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত।

বিশ্বকাপে ভারতের অভাবনীয় সাফল্যে অভিনন্দন জানালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী

খবর অনলাইন ডেস্ক: একদিনের ক্রিকেটে বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়ল ভারতের মহিলা...