Homeখেলাধুলোক্রিকেটঅনূর্ধ্ব-১৯ মহিলা টি২০ বিশ্বকাপে সেমিফাইনালে ভারত, বিদায় নিল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ মহিলা টি২০ বিশ্বকাপে সেমিফাইনালে ভারত, বিদায় নিল বাংলাদেশ

প্রকাশিত

মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি২০ বিশ্বকাপে দুরন্ত ফর্মে ভারত। সুপার সিক্সের ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে দিয়ে একটিও ম্যাচ না হেরে সেমিফাইনালে জায়গা করে নিল তারা। রবিবার অনুষ্ঠিত এই ম্যাচে ভারতের হয়ে বল হাতে চমক দেখান বৈষ্ণবী শর্মা। চার ওভারে মাত্র ১৫ রান দিয়ে তিন উইকেট তুলে নিয়ে তিনি ম্যাচের সেরা নির্বাচিত হন।

বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়

প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের মহিলা দল ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৬৪ রান তোলে। প্রথম পাঁচ ব্যাটারের কেউই দুই অঙ্কে পৌঁছতে পারেননি। দলের অধিনায়ক সুমাইয়া আখতার ২১ রান করে অপরাজিত থেকে দলকে কোনওমতে সম্মানজনক জায়গায় পৌঁছান।

বৈষ্ণবীর বল হাতে দাপট

ভারতের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছেন চম্বলের বৈষ্ণবী শর্মা। চম্বলের প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে বিশ্বকাপে অংশ নিয়ে আগের ম্যাচেই হ্যাটট্রিক সহ ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান তিনি। এই ম্যাচেও তাঁর স্পিনে কাবু হয়ে যান বাংলাদেশের ব্যাটাররা। তাঁর চার ওভারের বিধ্বংসী স্পেলে ১৫ রান দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট পড়ে।

গোঙ্গারি তৃষার দুরন্ত ব্যাটিং

৬৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৭.১ ওভারে ৮ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে যায় ভারত। ওপেনার গোঙ্গারি তৃষা একক দক্ষতায় ৪০ রান করে দলের জয় নিশ্চিত করেন। বাংলাদেশের বোলাররা বিশেষ কিছু করতে না পারায় ভারতের জয় ছিল সহজ।

সেমিফাইনালে ভারত

এই জয়ের ফলে গ্রুপ এ থেকে ভারত দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে পৌঁছেছে। তাদের আগেই অস্ট্রেলিয়া সেমিফাইনালে জায়গা করে নেয়। বাংলাদেশের জন্য এই ম্যাচ ছিল বিশ্বকাপে শেষ সুযোগ। ভারতের কাছে হেরে তাদের বিদায়ঘণ্টা বেজে গেল।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে শুল্ক চাপানো হবে, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  

খবর অনলাইন ডেস্ক: গ্রিনল্যান্ড অধিগ্রহণ সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা...

৮ বছরে বলিউডে কাজ কমেছে, ‘রোজা’র দিন আজও ভুলতে পারেন না: অকপট এ আর রহমান

বলিউডে গত আট বছরে কাজ কমে যাওয়ার কথা স্বীকার করলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ‘রোজা’ থেকে বর্তমান, সঙ্গীত সফর ও বদলে যাওয়া সময় নিয়ে মুখ খুললেন তিনি।

ভোটের আগে বাংলায় রেলের বরাদ্দ ১৩ হাজার কোটি, অমৃতভারত প্রকল্পে আন্তর্জাতিক মানের হবে এনজেপি

ভোটমুখী পশ্চিমবঙ্গে রেলের জন্য প্রায় ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অমৃতভারত প্রকল্পে নিউ জলপাইগুড়ি স্টেশনকে আন্তর্জাতিক মানে গড়ে তোলার কাজ চলছে।

আরও পড়ুন

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

হরমনপ্রীতির নেতৃত্বে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ, তিরুঅনন্তপুরমে শেষ টি-২০ ম্যাচে ভারতের ১৫ রানে জয়

ভারত: ১৭৫-৭ (হরমনপ্রীত কৌর ৬৮, অরুন্ধতী রেড্ডী ২৮ নট আউট, কবিশা দিলারি ২-১১, চামারি...

চতুর্থ টি২০-তে রানের বন্যা, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজে ৪-০ ফলে এগিয়ে গেল ভারত

ভারত: ২২১-২ (স্মৃতি মন্ধানা ৮০, শেফালি বর্মা ৭৯, রিচা ঘোষ ৪০ নট আউট, মালশা...