ওয়েস্ট ইন্ডিজ: ১৬২ (জাস্টিন গ্রিভ্স ৩২, মহম্মদ সিরাজ ৪-৪০, জসপ্রীত বুমরাহ ৩-৪২, কুলদীপ যাদব ২-২৫)
ভারত: ১২১-২ (কে এল রাহুল ৫৩, যশস্বী জয়সওয়াল ৩৬, রস্টন চেজ ১-১৬)
অহমদাবাদ: টসে জিতে ব্যাটিং নিয়েছিল, কিন্তু সেই সিদ্ধান্তই কাল হল। চা বিরতির কিছুক্ষণ আগেই গুটিয়ে গেল ক্যারিবিয়ানদের ইনিংস। ভারতের মহম্মদ সিরাজ আর জসপ্রীত বুমরাহের মোকাবিলাই করতে পারলেন না ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। ১৬২-তে ইনিংস শেষ। প্রথম দিনের শেষে ভারত ব্যাট করছে ২ উইকেটে ১২১ রান করে। অর্ধশত রান করে নট আউট আছেন লোকেশ রাহুল।
গোড়া থেকেই বিপর্যয়ে রস্টন চেজরা
বৃহস্পতিবার থেকে অহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ১ম টেস্ট। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত করে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু গোড়া থেকেই বিপর্যয়ে পড়ে তারা। কিছুটা জাস্টিন গ্রিভ্স, অধিনায়ক রস্টন চেজ এবং শাই হোপ ছাড়া সব ব্যাটারই ভারতীয় আক্রমণের কাছে নতিস্বীকার করেন। ৪২ রানের মধ্যেই পড়ে যায় ৪ উইকেট। ৪ উইকেটের মধ্যে ৩টিই তুলে নেন মহম্মদ সিরাজ। আর একজন শিকার হন জসপ্রীত বুমরাহের।
এর পর রস্টন চেজ আর শাই হোপের জুটিতে যোগ হয় ৪৮ রান। দলের ৯০ রানে কুলদীপ যাদবের বলে হোপ (৩৬ বলে ২৬ রান) বোল্ড হয়ে ফিরে যান। চেজের সঙ্গী হন জাস্টিন গ্রিভ্স। দলের স্কোরে আর ১৫ রান যোগ হতে ফিরে যান চেজ (৪৩ বলে ২৪ রান)। তাঁকেও তুলে নেন সিরাজ। এর পর কার্যত গ্রিভ্সের একার চেষ্টায় স্কোর পৌঁছোয় ১৫০ রানে। প্রথমে খ্যারি পিয়ারে এবং পরে জোমেল ওয়ারিকান সঙ্গী ছিলেন গ্রিভ্সের। দলের ১৫০ রানে গ্রিভ্স (৪৮ বলে ৩২ রান) বিদায় নিতেই আর মাত্র ১২ রান যোগ হতেই শেষ হয়ে যায় ক্যারিবিয়ানদের প্রথম ইনিংস। মহম্মদ সিরাজ ৪০ রান দিয়ে ৪ উইকেট, জসপ্রীত বুমরাহ ৪২ রান দিয়ে ৩ উইকেট এবং কুলদীপ যাদব ২৫ রান দিয়ে ২টি দখল করেন।

৫৬ রান করে ব্যাট করছেন লোকেশ রাহুল। ছবি BCCI ‘X’ থেকে নেওয়া।
রাহুলের অর্ধশত রান, সঙ্গী রয়েছেন শুভমন
ভারতের হয়ে ইনিংস শুরু করে যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল স্বচ্ছন্দে খেলতে থাকেন। প্রথম উইকেটের জুটিতে ৬৮ রান যোগ হওয়ার পর যশস্বী বিদায় নেন জেডেন সিল্স-এর বলে শাই হোপকে নেন। রাহুলের সঙ্গী হন সাই সুদর্শন। দ্বিতীয় উইকেটে যোগ হয় ২২ রান। রস্টন চেজের বলে এলবিডব্লিউ হন সুদর্শন (১৯ বলে ৭ রান)। রাহুলের সঙ্গী হন দলের অধিনায়ক শুভমন গিল। ইতিমধ্যে চেজের বলে ১ রান নিয়ে নিজের অর্ধশত রান পূর্ণ করেন রাহুল। দিনের শেষে ভারতের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ১২১ রান। ১১৪ বলে ৫৩ রান করে লোকেশ রাহুল এবং শুভমন ৪২ বলে ১৮ রান করে নট আউট আছেন।