Home খেলাধুলো ক্রিকেট ভারত-ইংল্যান্ড ৪র্থ টেস্ট: সুদর্শন ও যশস্বীর অর্ধশত রান, চোট পেয়ে মাঠ ছাড়লেন...

ভারত-ইংল্যান্ড ৪র্থ টেস্ট: সুদর্শন ও যশস্বীর অর্ধশত রান, চোট পেয়ে মাঠ ছাড়লেন ঋষভ

৭২ রানের জুটি গড়লেন যশস্বী ও সুদর্শন। ছবি BCCI 'X' থেকে নেওয়া।

ভারত: ২৬৪-৪ (সাই সুদর্শন ৬১, যশস্বী জয়সওয়াল ৫৮, বেন স্টোকস ২-৪৭)

ওল্ড ট্র্যাফোর্ড (ম্যানচেস্টার): চতুর্থ টেস্টের শুরুটা খুব খারাপ করেনি ভারত। সাই সুদর্শন, যশস্বী জয়সওয়াল এবং কে এল রাহুলের ব্যটিং-এর সুবাদে দিনের শেষে ভারত করেছে ৪ উইকেটে ২৬৪ রান। এঁদের মধ্যে সুদর্শন ও যশস্বী তাঁদের অর্ধশত রান পূর্ণ করেন। আর রাহুল মাত্র ৪ রানের জন্য অর্ধশত রান মিস করেন।

ভালো ব্যাট করছিলেন ঋষভ পন্থও। বেশ মারকুটে ব্যাটিং। কাউকে রেওয়াত করছিলেন না। কিন্তু ব্যক্তিগত ৩৭ রানের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়েন। দ্বিতীয় দিনে ঋষভ যদি মাঠে নামতে পারেন তা হলে ভারত একটা বড়ো স্কোর আশা করতে পারেন।

টানা চার টেস্টে টসে হার শুভমনের

এ বারের ট্যুরে ভারতের টস ভাগ্য খুবই খারাপ। চারটি টেস্টেই টস হারলেন শুভমন গিল। ম্যানচেস্টারে ওল্ড ট্র্যাফোর্ড মাঠেও টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠালেন বেন স্টোকস।

ভারতের দুই ওপেনার কে এল রাহুল এবং যশস্বী জয়সওয়াল দক্ষ হাতে ইংল্যান্ডের বোলারদের মোকাবিলা করে ধীরেসুস্থে দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন। মধ্যাহ্নভোজের বিরতির সময় ভারতের রান ওঠে ২৬ ওভারে ৭৮। রাহুল ব্যাট করছিলেন ৪০ রানে এবং যশস্বী ৩৬ রানে। বিরতির পর ফের খেলা শুরু হয়। কিন্তু চতুর্থ ওভারের শেষ বলে ফিরে যান রাহুল। অর্ধশত থেকে ৪ রান দূরে তাঁর ইনিংস থেমে যায়। ক্রিস ওকসের বলে জ্যাক ক্রলিকে ক্যাচ দিয়ে ফিরে যান রাহুল। দলের রান তখন ৯৪। যশস্বীর সঙ্গী হন সাই সুদর্শন।

ind eng 4th test jashasvi 24.07

৫০ করলেন যশস্বী। ছবি থেকে BCCI ‘X’ নেওয়া।

দিনের ৩৫তম ওভারের প্রথম বলে ব্রাইডেন কার্সের বল পয়েন্টে পাঠিয়ে ১ রান নিয়ে নিজের ৫০ রান পূর্ণ করেন যশস্বী। কিন্তু বেশি দূর এগোতে পারলেন না তিনি। ব্যক্তিগত ৫৮ রানের মাথায় ফিরে গেলেন যশস্বী। আট বছর পরে টেস্ট খেলতে নামা স্পিনার লিয়াম ডসনের শিকার হলেন তিনি। দলের রান তখন ১২০। এর পর মাত্র ২০ রান যোগ হতে বিদায় নিলেন অধিনায়ক শুভমন গিল। লর্ডস টেস্টের মতো এই টেস্টের প্রথম ইনিংসেও ব্যর্থ হলেন শুভমন। বেন স্টোকসের বলে এলবিডব্লিউ হয়ে মাত্র ১২ রান করে ফিরে গেলেন তিনি।

সুদর্শনের সঙ্গী হলেন ঋষভ পন্থ। খেলার গতিও বাড়ল। ঝড় তুললেন ঋষভ। কিন্তু দুর্ভাগ্য তাঁর। ক্রিস ওকসের ইয়র্কার বল সুইপ করতে গিয়ে গোড়ালি মচকে গেল তাঁর। আহত হয়ে অবসর নিলেন। দলের রান তখন ২১২, ঋষভের ৩৭। নামলেন রবীন্দ্র জাদেজা। পরের ওভারেই জো রুটের বলে চার মেরে সুদর্শনও তাঁর ৫০ পূর্ণ করলেন। কিন্তু তিনিও বেশি দূর এগোতে পারলেন না। নিজস্ব ৬১ রানের মাথায় ফিরে গেলেন তিনি, স্টোকসের বলে কার্সকে ক্যাচ দিয়ে। জাদেজার সঙ্গী এখন শার্দূল ঠাকুর। দু’জনেই নট আউট রয়েছেন ১৯ রান করে।

ভারতীয় দলে তিন বদল           

চতুর্থ টেস্টের দলে তিনটি পরিবর্তন করেছে ভারত। চোট-আঘাতের জন্য খেলছেন না বাংলার জোরে বোলার আকাশ দীপ। তাঁর জায়গায় অভিষেক হল হরিয়ানার জোরে বোলার অংশুল কম্বোজের। একই কারণে এই টেস্টে অনুপস্থিত অল রাউন্ডার নীতীশ কুমার রেড্ডি। তাঁর জায়গায় দলে এসেছেন শার্দূল ঠাকুর। আর দলে ফিরিয়ে আনা হল সাই সুদর্শনকে। তিনি এলেন করুণ নায়ারের জায়গায়। ইংল্যান্ড দলে একটাই পরিবর্তন হয়েছে। আট বছর পর টেস্ট খেলতে নামলেন স্পিনার লিয়াম ডসন। তিনি এলেন শোয়েব বশিরের জায়গায়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version