Home খেলাধুলো ফুটবল ডুরান্ড কাপ ২০২৫: বেঙ্গালুরুর দলকে গোলের মালা পরিয়ে অভিযান শুরু ইস্টবেঙ্গলের  

ডুরান্ড কাপ ২০২৫: বেঙ্গালুরুর দলকে গোলের মালা পরিয়ে অভিযান শুরু ইস্টবেঙ্গলের  

গোল দেওয়ার পরে বিপিন।

ইমামি ইস্টবেঙ্গল: ৫ (লালচুংনুঙ্গা, ক্রেসপো, বিপিন, দিয়ামানতাকোস মহেশ )

সাউথ ইউনাইটেড এফসি (এসইউএফসি), বেঙ্গালুরু: (০)

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনের মাধ্যমে শুরু হল এ বছরের ডুরান্ড কাপ টুর্নামেন্ট। প্রথম ম্যাচই ছিল ইমামি ইস্টবেঙ্গলের। বড়ো জয় দিয়ে শুরু করল তারা ডুরান্ড কাপ অভিযান।

বুধবার সল্ট লেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ম্যাচে বেঙ্গালুরুর সাউথ ইউনাইটেড এফসিকে ৫-০ গোলে হারাল লাল-হলুদ বাহিনী। পাঁচটি গোল করলেন লালচুংনুঙ্গা, সাউল ক্রেসপো, বিপিন সিংহ, দিমিত্রোস দিয়ামানতাকোস এবং নাওরেম মহেশ। গোটা ম্যাচে আধিপত্য ছিল ইস্টবেঙ্গলেরই। প্রচুর সহজ সুযোগ নষ্ট করল। তা না হলে আরও বড়ো ব্যবধানে জিততে পারত তারা।

তবে প্রথম দিনের ফলাফল দেখে ইস্টবেঙ্গল সমর্থকদের খুব বেশি উল্লসিত হওয়ার কারণ নেই। প্রতিপক্ষ বেঙ্গালুরুর দলটি তেমন শক্তিশালী নয়। আই লিগের দ্বিতীয় ডিভিশনে খেলে। প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের ফুটবলারদের মধ্যে বোঝাপড়ার অভাব দেখা গেল। তবে স্প্যানিশ কোচ অস্কার ব্রুজ়ো মাত্র তিন দিন পেয়েছিলেন দলকে তৈরি করার। সে দিক থেকে দেখতে গেলে এ দিন পাঁচ গোলে জয়, বেশ ভালোই ফল।

প্রতিপক্ষের গোলকিপারের গোল আটকানোর ব্যর্থ চেষ্টা।

প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে   

ম্যাচে প্রথম গোল আসে ১২ মিনিটের মাথায়। বেঙ্গালুরুর দলটির বক্সের বাইরে থেকে নেওয়া দুরন্ত শটে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন লালচুংনুঙ্গা। দলের এগিয়ে থাকা বাড়ানোর বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল লাল-হলুদ বাহিনী। কিন্তু এসইউএফসি-র রক্ষণের খেলোয়াড়রা ইস্টবেঙ্গলের আক্রমণ আটকে রাখে ম্যাচের ৩৭ মিনিট পর্যন্ত।

৩৭ মিনিটের মাথায় এসইউএফসি-র ডিফেন্ডার আবদুল সালহা নিজেদের বক্সে ইস্টবেঙ্গলের মিডিও এডমুন্ড লালরিনডিকাকে ফেলে দেয়। রেফারি পেনাল্টি দেন। গোল করতে কোনো ভুলচুক করেননি সাউল ক্রেসপো। বিরতিতে ইস্টবেঙ্গল ২-০ গোলে এগিয়ে থাকে।

হাত মেলাচ্ছেন লাল-হলুদ বাহিনীর ফুটবলাররা।

আরও ৩ গোল দ্বিতীয়ার্ধে

ম্যাচের ৫৮ মিনিটে গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় বিষ্ণুকে। তাঁর জায়গায় নামেন দিমিত্রোস দিয়ামানতাকোস। গ্রিক স্ট্রাইকার নামার পর ইস্টবেঙ্গলের আক্রমণের ঝাঁঝ আরও বাড়ে। তবে আসল কাজটি হচ্ছিল না। বক্সের মধ্যে প্রতিপক্ষ দলের ফুটবলাররা বক্সের মধ্যে জটলা করে বার বার ব্যর্থ করে দিচ্ছিলেন ইস্টবেঙ্গলের। অবশেষে তৃতীয় গোল এল ম্যাচের ৭৯ মিনিটে। গোলদাতা এ বছরই লাল-হলুদ শিবিরে যোগ দেওয়া মণিপুরের বিপিন সিংহ। ইস্টবেঙ্গলের হয়ে প্রথম ম্যাচে নেমেই গোল পেলেন। ৭২ মিনিটে এডমুন্ডের পরিবর্ত খেলোয়াড় হিসাবে নেমেছিলেন বিপিন। নেমেই পেলেন সাফল্য।

এর পরই দক্ষিণের দলটির সমস্ত প্রতিরোধ ভেঙে পড়ে। লাল-হলুদ বাহিনী পর পর ২টি গোল পায়। ৮৬ মিনিটের মাথায় দলের পক্ষে চতুর্থ গোল করেন দিয়ামানতাকোস। ৮৯ মিনিটে বক্সের বাইরে থেকে শট নিয়ে ইস্টবেঙ্গলকে ৫-০ ব্যবধানে এগিয়ে দেন মহেশ।

উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

ডুরান্ড কাপের উদ্বোধন

এ দিন আনুষ্ঠানিক ভাবে ২০২৫ ডুরান্ড কাপের উদ্বোধন করেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, দমকলমন্ত্রী সুজিত বসু এবং সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের পদাধিকারীরা। উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশিত হয় বাংলার ছৌ নাচ ও বাউল গান। তার সঙ্গে ছিল হেলিকপ্টারের ‘এয়ার শো’, গোর্খা রেজিমেন্টের ‘কুকরি শো’, শিখ রেজিমেন্টের ‘ভাংড়া’ এবং মার্শাল আর্ট।

ছবি: সঞ্জয় হাজরা

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version