Homeখেলাধুলোক্রিকেটভারত-ওয়েস্ট ইন্ডিজ ২য় টেস্ট: যশস্বীর সেঞ্চুরি, হাতছাড়া সুদর্শনের, বড়ো রানের দিকে শুভমনরা

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ২য় টেস্ট: যশস্বীর সেঞ্চুরি, হাতছাড়া সুদর্শনের, বড়ো রানের দিকে শুভমনরা

যশস্বীর সঙ্গী হন শুভমন। তাঁরা অবিচ্ছিন্ন থেকে দলের রান নিয়ে যান ৩১৮-য়।

প্রকাশিত

ভারত: ৩১৮-২ (যশস্বী জয়সওয়াল ১৭৩ নট আউট, সাই সুদর্শন ৮৭, জোমেল ওয়ারিকান ২-৬০)

দিল্লি: সারাদিন ধরে ক্যারিবিয়ান বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন ভারতের ব্যাটাররা। দেখেশুনে মনে হচ্ছে ভারত আর দ্বিতীয় ইনিংস ব্যাট করবে না। একটা ইনিংস ব্যাট করে খেলার নিষ্পত্তি ঘটাবে। ভারত ব্যাট করছে ২ উইকেটে ৩১৮ রান হাতে। বড়ো রানের ইনিংস গড়ার দিকে এগিয়ে চলেছেন শুভমন গিলরা।

যশস্বী শতরান করে দ্বিশতরানের দিকে এগিয়ে চলেছেন। আপাতত তিনি ১৭৩ রানে ব্যাট করছেন। সঙ্গে রয়েছেন অধিনায়ক শুভমন, ব্যাট করছেন ২০ রানে। সমালোচনা হচ্ছিল সাই সুদর্শনের নামে। ইংল্যান্ড ট্যুরে তেমন কিছু করতে না পারলেও আবার ডাক পেয়েছেন টেস্ট একাদশে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টেও ব্যর্থ। শেষ পর্যন্ত সব সমালোচনার জবাব দিলেন। মাত্র ১৩ রানের জন্য সেঞ্চুরি মিস করলেন সুদর্শন। করলেন ৮৭ রান।

ওয়ারিকানের শিকার রাহুল

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজিত দ্বিতীয় টেস্টের প্রথম দিনে স্বাভাবিক ভাবেই ব্যাটিং নেয় ভারত। ভালোই শুরু করেছিলেন যশস্বী এবং গত টেস্টে সেঞ্চুরি করা কে এল রাহুল। যশস্বীর তুলনায় রাহুলকে যেন অনেক বেশি আক্রমণাত্মক মনে হচ্ছিল। এ দিন যশস্বীকে ধীরস্থির লাগছিল। রাহুল যেন কিছুটা ছটফটে মনোভাবেরই খেসারত দিলেন। ১৮তম ওভারের তৃতীয় বলে ওয়ারিকানকে মারার জন্য ক্রিজ ছেড়ে এগিয়ে এসেছিলেন রাহুল। ওয়ারিকান সেটা বুঝতে পেরে বলের লেংথের হেরফের করেন। বল মিস করেন রাহুল। সোজা চলে যায় উইকেটকিপার টেভিন ইমলাচের কাছে। রাহুলকে স্টাম্পড আউট করতে কোনো ভুলচুক করেননি ইমলাচ। দলের ৫৮ রানের মাথায় প্রথম উইকেট পড়ে ভারতের। ৫৪ বলে ৩৮ রান করে ফিরে যান রাহুল। যশস্বীর সঙ্গী হন সুদর্শন।

মাত্র ১৩ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া সুদর্শনের। ছবি BCCI ‘X’ থেকে নেওয়া।

রাহুল ফিরে যাওয়ার পর ব্যাটে ঝড় তোলার দায়িত্ব নেন যশস্বী। ধীরে ধীরে ৫০-এর দিকে এগিয়ে যেতে থাকেন। ২৯তম ওভারে জেডেন সিলসের বল তিন তিনবার সীমানার বাইরে পাঠান এবং তৃতীয় চারে নিজের অর্ধশত রান পূর্ণ করেন। এবার আসে সাই সুদর্শনের ৫০ পূর্ণ করার পালা। ইনিংসের ৪৫তম ওভারে খ্যারি পিয়ারের ওভারপিচ বল একস্ট্রা কভারের মধ্য দিয়ে পাঠিয়ে দেন সীমানার বাইরে। সুর্দশন পৌঁছে যান ৫২-য়।

৫১তম ওভারে এল যশস্বীর শতরান

হাত খুলে খেলতে থাকেন দুই ব্যাটার। এবার আসে যশস্বীর শতরান ইনিংসের ৫১তম ওভারে। পিয়ারের প্রথম বল স্কোয়্যার লেগ দিয়ে পাঠিয়ে ২ রান নেন যশস্বী এবং পৌঁছে যান ১০১-এ। দুই ব্যাটার চুটিয়ে ব্যাট করতে থাকেন। একজন শতরানের দিকে এবং আর-এক জন দেড়শো রানের দিকে এগিয়ে যেতে থাকেন। কিন্তু ৬৯তম ওভারে ঘটে ছন্দপতন। ভারতীয় ইনিংসে আবার আঘাত হানেন ওয়ারিকান। তাঁর ওভারের তৃতীয় বলে এলবিডব্লিউ হন সুদর্শন। মাত্র ১৩ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয়। দ্বিতীয় উইকেটের জুটিতে তাঁরা যোগ করেন ১৯৩ রান। যশস্বীর সঙ্গী হন শুভমন। তাঁরা অবিচ্ছিন্ন থেকে দলের রান নিয়ে যান ৩১৮-য়।

আরও পড়ুন

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ১ম টেস্ট: আড়াই দিনেই ম্যাচ শেষ, জাদেজা-সিরাজের বলে ধূলিসাৎ রস্টন চেজেরা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ট্রেনে অগ্রিম আসন সংরক্ষণ বুকিংয়ে বড়ো পরিবর্তন: জেনে নিন বিস্তারিত

খবর অনলাইন ডেস্ক: যাত্রী পরিষেবা আরও স্বচ্ছ ও সুরক্ষিত করতে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং...

গিগ কর্মীদের নিরাপত্তায় ‘১০ মিনিটে ডেলিভারি’ ট্যাগলাইন সরাচ্ছে ব্লিঙ্কিট, কেন্দ্রের চাপে পদক্ষেপ

গিগ কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে ব্র্যান্ডিংয়ে বড় বদল আনতে চলেছে ব্লিঙ্কিট। কেন্দ্রীয় সরকারের...

ইরানের সঙ্গে বাণিজ্যে ২৫% শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের, কী প্রভাব পড়বে ভারতের উপর?

ইরানের সঙ্গে বাণিজ্য করলে ২৫ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। ভারতের সঙ্গে ইরানের ১.৩৪ বিলিয়ন ডলারের বাণিজ্য নিয়ে উদ্বেগ বাড়ছে।

২০২৫ সালে জে-১০সিই যুদ্ধবিমানের প্রথম যুদ্ধসাফল্যের আনুষ্ঠানিক দাবি চিনের, পাকিস্তানকে রপ্তানি করা হয়েছিল বিমানগুলি

পাকিস্তানে রপ্তানি করা চীনা জে-১০ সিই যুদ্ধবিমানের যুদ্ধসাফল্যের দাবি বেইজিংয়ের। এর মধ্যেই বিজেপির সঙ্গে বৈঠক ও সীমান্ত ইস্যুতে চীন–ভারতের নতুন টানাপোড়েন।

আরও পড়ুন

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

হরমনপ্রীতির নেতৃত্বে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ, তিরুঅনন্তপুরমে শেষ টি-২০ ম্যাচে ভারতের ১৫ রানে জয়

ভারত: ১৭৫-৭ (হরমনপ্রীত কৌর ৬৮, অরুন্ধতী রেড্ডী ২৮ নট আউট, কবিশা দিলারি ২-১১, চামারি...

চতুর্থ টি২০-তে রানের বন্যা, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজে ৪-০ ফলে এগিয়ে গেল ভারত

ভারত: ২২১-২ (স্মৃতি মন্ধানা ৮০, শেফালি বর্মা ৭৯, রিচা ঘোষ ৪০ নট আউট, মালশা...