Homeখেলাধুলোক্রিকেটভারত-ওয়েস্ট ইন্ডিজ ২য় টেস্ট: যশস্বীর সেঞ্চুরি, হাতছাড়া সুদর্শনের, বড়ো রানের দিকে শুভমনরা

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ২য় টেস্ট: যশস্বীর সেঞ্চুরি, হাতছাড়া সুদর্শনের, বড়ো রানের দিকে শুভমনরা

যশস্বীর সঙ্গী হন শুভমন। তাঁরা অবিচ্ছিন্ন থেকে দলের রান নিয়ে যান ৩১৮-য়।

প্রকাশিত

ভারত: ৩১৮-২ (যশস্বী জয়সওয়াল ১৭৩ নট আউট, সাই সুদর্শন ৮৭, জোমেল ওয়ারিকান ২-৬০)

দিল্লি: সারাদিন ধরে ক্যারিবিয়ান বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন ভারতের ব্যাটাররা। দেখেশুনে মনে হচ্ছে ভারত আর দ্বিতীয় ইনিংস ব্যাট করবে না। একটা ইনিংস ব্যাট করে খেলার নিষ্পত্তি ঘটাবে। ভারত ব্যাট করছে ২ উইকেটে ৩১৮ রান হাতে। বড়ো রানের ইনিংস গড়ার দিকে এগিয়ে চলেছেন শুভমন গিলরা।

যশস্বী শতরান করে দ্বিশতরানের দিকে এগিয়ে চলেছেন। আপাতত তিনি ১৭৩ রানে ব্যাট করছেন। সঙ্গে রয়েছেন অধিনায়ক শুভমন, ব্যাট করছেন ২০ রানে। সমালোচনা হচ্ছিল সাই সুদর্শনের নামে। ইংল্যান্ড ট্যুরে তেমন কিছু করতে না পারলেও আবার ডাক পেয়েছেন টেস্ট একাদশে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টেও ব্যর্থ। শেষ পর্যন্ত সব সমালোচনার জবাব দিলেন। মাত্র ১৩ রানের জন্য সেঞ্চুরি মিস করলেন সুদর্শন। করলেন ৮৭ রান।

ওয়ারিকানের শিকার রাহুল

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজিত দ্বিতীয় টেস্টের প্রথম দিনে স্বাভাবিক ভাবেই ব্যাটিং নেয় ভারত। ভালোই শুরু করেছিলেন যশস্বী এবং গত টেস্টে সেঞ্চুরি করা কে এল রাহুল। যশস্বীর তুলনায় রাহুলকে যেন অনেক বেশি আক্রমণাত্মক মনে হচ্ছিল। এ দিন যশস্বীকে ধীরস্থির লাগছিল। রাহুল যেন কিছুটা ছটফটে মনোভাবেরই খেসারত দিলেন। ১৮তম ওভারের তৃতীয় বলে ওয়ারিকানকে মারার জন্য ক্রিজ ছেড়ে এগিয়ে এসেছিলেন রাহুল। ওয়ারিকান সেটা বুঝতে পেরে বলের লেংথের হেরফের করেন। বল মিস করেন রাহুল। সোজা চলে যায় উইকেটকিপার টেভিন ইমলাচের কাছে। রাহুলকে স্টাম্পড আউট করতে কোনো ভুলচুক করেননি ইমলাচ। দলের ৫৮ রানের মাথায় প্রথম উইকেট পড়ে ভারতের। ৫৪ বলে ৩৮ রান করে ফিরে যান রাহুল। যশস্বীর সঙ্গী হন সুদর্শন।

মাত্র ১৩ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া সুদর্শনের। ছবি BCCI ‘X’ থেকে নেওয়া।

রাহুল ফিরে যাওয়ার পর ব্যাটে ঝড় তোলার দায়িত্ব নেন যশস্বী। ধীরে ধীরে ৫০-এর দিকে এগিয়ে যেতে থাকেন। ২৯তম ওভারে জেডেন সিলসের বল তিন তিনবার সীমানার বাইরে পাঠান এবং তৃতীয় চারে নিজের অর্ধশত রান পূর্ণ করেন। এবার আসে সাই সুদর্শনের ৫০ পূর্ণ করার পালা। ইনিংসের ৪৫তম ওভারে খ্যারি পিয়ারের ওভারপিচ বল একস্ট্রা কভারের মধ্য দিয়ে পাঠিয়ে দেন সীমানার বাইরে। সুর্দশন পৌঁছে যান ৫২-য়।

৫১তম ওভারে এল যশস্বীর শতরান

হাত খুলে খেলতে থাকেন দুই ব্যাটার। এবার আসে যশস্বীর শতরান ইনিংসের ৫১তম ওভারে। পিয়ারের প্রথম বল স্কোয়্যার লেগ দিয়ে পাঠিয়ে ২ রান নেন যশস্বী এবং পৌঁছে যান ১০১-এ। দুই ব্যাটার চুটিয়ে ব্যাট করতে থাকেন। একজন শতরানের দিকে এবং আর-এক জন দেড়শো রানের দিকে এগিয়ে যেতে থাকেন। কিন্তু ৬৯তম ওভারে ঘটে ছন্দপতন। ভারতীয় ইনিংসে আবার আঘাত হানেন ওয়ারিকান। তাঁর ওভারের তৃতীয় বলে এলবিডব্লিউ হন সুদর্শন। মাত্র ১৩ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয়। দ্বিতীয় উইকেটের জুটিতে তাঁরা যোগ করেন ১৯৩ রান। যশস্বীর সঙ্গী হন শুভমন। তাঁরা অবিচ্ছিন্ন থেকে দলের রান নিয়ে যান ৩১৮-য়।

আরও পড়ুন

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ১ম টেস্ট: আড়াই দিনেই ম্যাচ শেষ, জাদেজা-সিরাজের বলে ধূলিসাৎ রস্টন চেজেরা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: নিউজিল্যান্ডের কাছে দুরমুশ হল বাংলাদেশ, ১০০ রানে হার

নিউজিল্যান্ড: ২২৭-৯ (ব্রুক হ্যালিডে ৬৯, সোফি ডিভাইন ৬৩, রাবেয়া খান ৩-৩০) বাংলাদেশ: ১২৭ (৩৯.৫ ওভার)...

‘কান্তারা: চ্যাপ্টার ১’ ঝড়! প্রথম সপ্তাহেই আয় ৫০৯ কোটি, আইএমডিবি র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে ঋষভ শেট্টি

ঋষভ শেট্টির বহুল প্রতীক্ষিত ছবি ‘কান্তারা: চ্যাপ্টার ১’ মুক্তির পর প্রথম সপ্তাহেই বক্স অফিসে...

রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস

দক্ষিণবঙ্গে এখনও সক্রিয় বর্ষা। রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা কলকাতা-সহ একাধিক জেলায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় কমলা সতর্কতা জারি।

রাজ্যের স্কুলে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে বড় নিয়োগ! ৮,০০০-এর বেশি শূন্যপদে আবেদন শুরু ৩ নভেম্বর থেকে

রাজ্যের স্কুলগুলিতে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে বড় নিয়োগ। মোট শূন্যপদ ৮,৪৭৭। আবেদন শুরু ৩ নভেম্বর, চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। মাধ্যমিক ও অষ্টম পাশ প্রার্থীরাই করতে পারবেন আবেদন।

আরও পড়ুন

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: নিউজিল্যান্ডের কাছে দুরমুশ হল বাংলাদেশ, ১০০ রানে হার

নিউজিল্যান্ড: ২২৭-৯ (ব্রুক হ্যালিডে ৬৯, সোফি ডিভাইন ৬৩, রাবেয়া খান ৩-৩০) বাংলাদেশ: ১২৭ (৩৯.৫ ওভার)...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: বাংলার রিচার দুরন্ত লড়াই ব্যর্থ, প্রোটিয়াদের জয় এল ক্লার্কের ব্যাট থেকে

ভারত: ২৫১ (৪৯.৫ ওভার) (রিচা ঘোষ ৯৪, প্রতীকা রাওয়াল ৩৭, ক্লোয়ে ট্রায়ন ৩-৩২, মেরিজেন...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: মুনির শত রান, কিং-এর অর্ধশত রান, গার্থের বল ইতিহাস রচনা করতে দিল না পাকিস্তানকে

অস্ট্রেলিয়া: ২২১-৯ (বেথ মুনি ১০৯, আলানা কিং ৫১ নট আউট, নাশরা সান্ধু ৩-৩৭, রমিন...